ভিপিএস হল একটি ভার্সুয়াল প্রাইভেট সার্ভার (virtual praivate server), যা একটি ডেডিকেটেড সার্ভারকে ভার্সুলাইজেশনে সফটওয়্যারের মাধ্যমে নোড তৈরী করে ব্যক্তিগত কম্পিউটারের মত ব্যবহার করা হয়। ভিপিএস সার্ভিসে আপনি নিজের ইচ্ছা মত সফটওয়্যার ইন্সটল করতে পারবেন।
ভিপিএস সাধারনত ২ প্রকার-
১। Managed ভিপিএস-
যারা নতুন এবং Server mangement এর বিষয়ে ভাল দক্ষতা নাই, তাদের কাজ করার জন্য সর্বদা Managed Server নেয়া ভালো। Managed server-এ হোস্টিং প্রদানকারী, ইউজারকে সকল ফিচারই (server configuration, DNS management, Database mangement, Firewal and security configuration) Setup করে দেন।
২। Unmanaged ভিপিএস-
Unmanaged server এর সকল দায়িত্ব ব্যবহারকারী নিজেই বহন করে। তিনি তার প্রয়োজন অনুযায়ী Server configur করে নেন।
শেয়ার্ড না কি ভিপিএস?
ভিপিএস ভার্সুয়াল প্রাইভেট সার্ভারে, শেয়ার্ড হোস্টিং এর মত একাধিক ওয়েব সাইটে হোস্ট করা যায়। তবে ভিপিএস-এ একাধিক ওয়েব সাইটে হোস্ট করা হলেও, হোস্ট করা ওয়েব সাইটের সংখ্যা শেয়ার্ড হোস্টিং এর মত বেশি হয় না।
ভিপিএস সার্ভারে নিজস্ব অপারেটিং সিস্টেম, স্টোরেজ, প্রসেসর ও র্যাম থাকে যদিও তা মূল ডেডিকেটেড সার্ভার এরই অংশ। ডেডিকেটেড সার্ভার হতে সার্ভিস প্রোভাইডারগন অনেকগুলো ভিপিএস তৈরি করে সেগুলো ব্যবহারকারিদের কাছে বিক্রি করে থাকেন।
ভিপিএস সার্ভারের ফিচারগুলা ডেডিকেটেড সার্ভারের মত (সিপিউ, র্যম, ব্যন্ডউইথ) ব্যবহারকারিদের মধ্যে দেওয়া হয়। এসকল রিসোর্স অন্য কোন ওয়েব সাইটে শেয়ার করা হয় না, এবং অন্য ওয়েবসাইটে জন্য যদি বেশি ব্যন্ডউইথ ব্যবহারিত হয় তবে এর প্রভাব আপনার ওয়েবসাইটে পড়বে না।
ভিপিএস- এ শুধুমাত্র আপনার সকল রিসোর্স প্রাইভেটে থাকে না এর অধীনের সকল ওয়েবসাইটগুলোও সুরক্ষিত থাকে।
অপরদিকে, শেয়ার্ড হোস্টিং একটি বেশ জনপ্রিয় হোস্টিং সেবা। এটি এমন একটি ওয়েব হোস্টিং সেবা, যেখানে একটি মাত্র সার্ভারের সাথে একাধিক ওয়েব সাইট হোস্ট করা হয়ে থাকে। এবং একটি সার্ভারের (Processor, RAM, storage, CPU ও bandwidth)- অন্যান্য ব্যবহারকারিদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
শেয়ার্ড হোস্টিং- ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারিকে সার্ভার মেইনটেনেন্স সংক্রান্ত কোন সমস্যা ফেস করতে হয় না, এসকল দায়িত্ব বহন করে হোস্টিং প্রদানকারী।
কোনটা আপনার জন্য প্রয়োজন?
বিভিন্ন দৃষ্টিকোন থেকে ভিপিএস ও শেয়ার্ড হোস্টিং এর সুবিধা ভিন্ন এবং দুটিই গুরুত্তপুর্ন। তবে শেয়ার্ড হোস্টিং অপেক্ষা ভিপিএস হোস্টিং ব্যয়বহুল।
শেয়ার্ড হোস্টিং ব্যবহার করা খুব সহজ এবং তার জন্য কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এটি যে কোন ধরনের ওয়েব সাইটে হোস্ট করা যায়। সবথেকে বেশি ভাল হয় ছোট-ছোট সাইট গুলা হোস্ট করা, যেমন যে সাইটগুলাতে সাধারণত মাসিক ভিজিটর ২০-৩০ হাজারের মত আসে।
পরবর্তীতে আপনার ওয়েব সাইটের যদি অধিক ভিজিটর মাসিক ৩০+ বৃদ্ধি পায় ও ওয়েবসাইট ধীরগতিসম্পন্ন হয় তখন প্রয়োজন অনুযায়ী ভিপিএস এ আপগ্রেড করতে হবে। যদি সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা না থাকে তাহলে আপনার ওয়েব সাইটের জন্য Managed ভিপিএস নিতে হবে।
সুতরাং আপনাকে নতুন কোন ছোট ব্যবসা বা ওয়েব সাইটের উপর নির্ভর করে সার্ভিস কিনতে হবে। এবার আপনি নির্বাচন করুন কোন সার্ভিসটি আপনার ওয়েব সাইটের জন্য প্রযোজ্য।
অতএব, একটি ভাল ওয়েব হোস্টিং প্রদানকারীর সম্পর্কে আপনাকে যাচাই করতে হবে, যদি আপনি আপনার অনলাইনে ব্যবসার সফলতা চান। কারণ একটি ভাল ওয়েব হোস্টিং প্রদানকারীই দিতে পারে একটি ভাল মানের সার্ভিস।
MyLightHost- web hosting service provider দীর্ঘদিন ধরে তাদের গ্রাহকদের উন্নত মানের হোস্টিং সেবা প্রদান করে আসছে। এটি স্বল্প মূল্যে ভাল হোস্টিং সেবার পাশাপাশি ভাল কাস্টমার সাপোর্ট এবং ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি দিয়ে থাকে।
আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)