একটা ওয়েবসাইট দিয়ে ব্যবসা প্রসারে করার জন্য অনেক বেশি বাজেটও কখনো কখনো খুব বেশি না। আমাদের প্রবণতা এবং মানসিকতা আমাদেরকে ব্যবসা করার থেকে অনেক বেশি পিছিয়ে রাখে। ইওরোপ/আমেরিকার মতো জায়গাতে ওরা ভাঙ্গারির দোকান থেকে শুরু করে একদম একটা সাধারণ বুক স্টলের ও ওয়েবসাইট করে। মূলত ওরা একটা ওয়েবসাইট কে শুধু ডিসপ্লের বস্তু হিসেবেই দেখে না। ওদের টার্গেট টা থাকে ভিন্ন। একটা ভাঙ্গারির দোকান নির্দিষ্ট শহর ভেদে টার্গেট করে সেই সকল লোকদেরকে, যারা বিভিন্ন জাঙ্ক আইটেম সেল করে। অর্থাৎ তারা সার্চ ইঞ্জিন কে কাজে লাগিয়ে সর্বোচ্চ ফায়দা লুটে।
এদিকে আমরা বাংলাদেশীরা একটা ওয়েবসাইটের চিন্তা করি হয় প্রেস্টিজ, না হয় একটা প্রেজেন্স হিসেবে দাঁড় করানোর জন্য। যেটা কখনোই খুব ভাল প্রফিট এনে দিতে পারে না। আর প্রফিট যদি এলে না দিতে পারে, সে ক্ষেত্রে আমি বলব ওয়েবসাইট তৈরি করার জন্য টাকা নষ্ট করার কোন মানেই হয়না। আবার আমাদের ফেইসবুক বুস্ট করে আর ফেসবুক গ্রুপে স্পামিং করে পণ্য বিক্রি করার প্রবণতা এতই বেশি যে, ফেসবুক পেইজ নিজেই ভুলে যায় যে অটোমেশন কাকে বলে! ঘটনাটা এমন পর্যায়ে দাঁড়ায় যে, মাসে ৫০, ০০০/- টাকার বুস্ট এর বিপরীতে ৯০, ০০০/- টাকার সেল হয় আর এই ফিফটি পার্সেন্ট এরও কম প্রফিট মার্জিন নিয়েই আমাদের খুশি থাকতে হয়! আর যে মাসে বুষ্ট নেই, সে মাসে তো সর্বনাশ! বউয়ের গয়না বন্ধক রেখে মাসের বিল দিতে হয়।
এ থেকে পরিত্রান পেতে চাইলে এটাই বলব, ব্যবসাটাকে সিরিয়াসলি না নিলে শুধুমাত্র ফেসবুক পেইজ এই সীমাবদ্ধ থাকুন। কম বাজেটের ওয়েবসাইট তৈরি করা তো দূরে থাক, এমনকি ফেসবুকে বুস্ট বা প্রমোশনেরও কোন প্রয়োজন নেই। হবি হিসেবে চালিয়ে যান, কখনো ফান্ডিং করতে পারলে বড় ভাবে নামবেন। আর সিরিয়াসলি নামতে চাইলে ৫০, ০০০/- এর উপরে ওয়েব ডেভেলপমেন্ট বাজেট রাখুন.। সেই সাথে ৫০, ০০০/- টাকার বুস্ট এ বাজেট না করে ৪০, ০০০/- টাকা প্রতি মাসে ডিজিটাল মার্কেটিং এর জন্য বাজেট করুন। দেখবেন সার্চ ইঞ্জিন এর জন্য অনেক বেশি বেনিফিট পাবেন! অনেক ধরনের মার্কেটিং টুল, আর নানান প্রকার ডিরেক্টরি লিস্টিং, গুগল মাই বিজনেস আর সার্চইঞ্জিন এডার্টাইজিং এর মাধ্যমে অনেক লিড এবং সেল পাবেন যেগুলো দিয়ে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। আর এটার রেজাল্ট ফেসবুক বুস্ট এর মত টেম্পোরারি নয়। অর্থাৎ আপনার ক্যাম্পেইন থেমে গেলেও সেলস ফ্লো কিন্তু একদম থেমে যাবে না। ৬/৭ মাস ঠিক মত করে ডিজিটাল মার্কেটিং আর এসইও করে নিতে পারলে দেখবেন অটোমেটিক কিভাবে সেলস লিড আসে!
যে কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট কিংবা মেসেজ করতে পারেন। বিজনেস ডেভেলপমেন্ট এর জন্য আমার কাছ থেকে ফ্রী কনসালটেন্সি নিতে কিংবা যে কোন ধরনের প্রশ্ন থাকলে সরাসরি আমাকে কল করতে পারেন: 01946-366448
আমার ইউটিউব ভিডিওতে ডিজিটাল মার্কেটিং কি এবং প্রতিমাসে বাজেটটা কেমন রাখবেন তা বলার চেষ্টা করেছিঃ https://www.youtube.com/watch?v=eoXa7T-o4Xs
আমি ওয়ালিউর রহমান। Founder & CEO, WaliBD, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একাডেমিকভাবে একজন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তবে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই উপার্জনের হাতেখড়ি। এ ব্যাবসায় জড়িত আছি সেই ২০০৮ সাল থেকে। এখনো আছি...। নিজ প্রতিষ্ঠান WaliBD.Com এর মাধ্যমে তাই চেষ্টা করছি ডিফরেন্ট কিছু করবার। যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য যোগাযোগ করুন: ০১৯৪৬-৩৬৬৪৪৮
Wow,,,great post