জেনে নিন কিভাবে ওয়েবসাইট খোলা যায়। এবং কামান মাসে $১০০০ ডলার।
কিভাবে website খোলা যায়? বন্ধুরা যত দিন এগোচ্ছে তত এই প্রশ্নের অনুসন্ধান কারির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। কয়েক বছর আগে পর্যন্ত এই ওয়েবসাইট বানানোর শোরগোল কেবল ইংরাজি তে পারদর্শী লোক জনের মধ্যে সিমাবধ্য ছিল। কিন্তু ক্রমাগত প্রজুক্তির দ্রুত বিকাশ এর সাথে সাথে প্রায় সব ভাষার লোকেরাই এই ওয়েবসাইট বানানো এবং তার থেকে আয়ের বিষয় টি তে আগ্রহি হয়ে পড়ছে। এখন হিন্দি, মারাঠি র মত আঞ্চলিক ভাষার ওয়েবসাইট এর সংখ্যা ও বেড়েই চলেছে। এবং এই ওয়েবসাইট বানানোর প্রতিযোগিতায় আমরা বাঙালিরাও পিছিয়ে নেই আমরা ও সমানে এগিয়ে চলেছি।
জানলে অবাক হবেন এখন কিছু দিন আগে Google Adsense এর নতুন আপডেট এর পর থেকে আমাদের বাঙালি ব্লগার বন্ধু রা ও এখন মাসে প্রায় $১০০০-$২০০০(৬৮, ০০০-২, ০০০, ০০০ টাকা) ডলার এর ও বেসি টাকা কামাচ্ছে। তো বন্ধুরা আপনারাও যদি একটি ব্লগ ওয়েবসাইট বানিয়ে তা থেকে টাকা কামাতে চান তাহলে টিউন টি অবশ্যই পুরো পড়বেন। কিন্তু একটা কথা মনে রাখুন আজ ব্লগ খুলেই আসা করবেন না যে কাল থেকে আপনার $১০০০-$২০০০ ইনকাম শুরু হয়ে যাবে। এক জন সফল ব্লগার হতে গেলে আপনার যেটা বেসি থাকতে হবে সেটা হল ধৈর্য। ধৈর্য রাখুন আর পরিশ্রম করুন দেখবেন এক সময় আপনি আপনার আসার থেকেও বেসি কামাতে পারবেন। পড়া চালিয়ে যান
আমি মহিম কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 90 টিউনারকে ফলো করি।