ফ্রি-তে গুগল-এ ব্লগ তৈরি করে মাসে ৫০০০ ডলারের চেয়েও বেশি টাকা আয় করুন Google blog part-1

Blogger.com হল গুগল-এর নিজের একটি সাইট যেখান থেকে আপনি ফ্রি-তে নিজের সাইট তৈরি করে খুব বেশি পরিমাণ টাকা আয় করতে পারেন।

আর আপানার ব্লগ যত পুরনো হবে এবং গুগল-এ rank করবে আপনি আরও অর্থ উপার্জন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে শুরু করবেনঃ-

১. প্রথমে google -এ গিয়ে blogger বা http://www.blogger.com টাইপ করুন এবং এই সাইটির ভেতরে প্রবেশ করুন।

২. এবার "create your blog" -এ ক্লিক করুন। যদি আপনার আগে থেকে ব্লগার-এ account করা থাকে তাহলে আপনি right side-এ দেওয়া "sign in" বাটন-এ ক্লিক করে ব্লগারে প্রবেশ করুন।

৩. create new blog-এ ক্লিক করে, blog title, blog address দিয়ে  blog theme select করুন। আপনি কি নিয়ে আপনার ব্লগসাইট বানাবেন সেই টাইপের title ও blog address লিখুন। তবে যে subject গুলো বর্তমানে "trading" -এ চলছে এবং যেগুলো খুব তাড়াতাড়ি grow করবে সেগুলো হলঃ software download, news, Technology, health and fitness, movie review and download, beauty tips, cooking etc. এগুলোর যেকোনো একটি select করে নিজের ব্লগ তৈরি করুন। ১০০% sure আপনার ব্লগ খুব তাড়াতাড়ি google সার্চ engine-এ rank করবে। নীচের মতো option এলে no thanks -এ ক্লিক করুন।

৪. এবার theme option -এ ক্লিক করে right side-এ "backup/restore" বাটনটিতে ক্লিক করুন। এবার আপনি যদি কোনো টিউন লিখে থাকেন ওই ব্লগে তাহলে "download theme" -এ ক্লিক করুন। আর যদি কোনো টিউন না লখে থাকেন তাহলে "browser" বাটনে ক্লিক করে  blog theme select করুন এবং নীচের upload বাটনে ক্লিক করুন। কারন "blogger theme" আপনার ব্লগসাইটকে আরও দেখতে সুন্দর ও মানুষের প্রতি আকৃষ্ট করবে। আমি নীচে কতকগুলো blogger theme -এর নাম দিলাম আশা করি এগুলোর মধ্যে আপনার যেকোনো একটি পছন্দ হবে। এই নামগুলো google-এ সার্চ করে আপনি ফ্রি-তে theme গুলো download করে ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, সব blogger themes zip file-এর হয়ে থাকে সুতরাং, file টি unzip করে শুধুমাত্র.xml file টা upload করুন।

যে ব্লগার theme গুলোর নাম এখানে বলা হবে সেগুলো আপনি তাদের official site -এ প্রবেশ করে free-তে download করতে পারেন।

SBT movie, cyber, kaplan, optima, fastest, spicer ইত্যাদি। আপনি শুধু google সার্চ engine -এ গিয়ে ("theme name" blogger theme) "theme name"-এর জায়গায় আপনি ওপরের themes গুলোর মধ্যে যেকোনো একটি করে সার্চ দিয়ে theme demo -তে ক্লিক করে দেখতে পারেন। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা upload বা install করতে পারেন।

 

৫. যদি.xml ফাইল upload করার পর কোনো error বা সমস্যা হয় তাহলে.xml file টিকে select করে right click করে open with notepad করার পর notepad -এর সকল কোডগুলিকে ctrl+a টিপে select করে ctrl+c টিপে কপি করে blogger -এ গিয়ে edit html -এ ক্লিক করে সকল কোডগুলিকে select করে delete করে notepad -এর copy করাটি ওখানে paste করে দিন।

কিছু সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট করে জানান। (পর্ব - ২)- এ ব্লগার -এ কিছু settings -এর সম্বন্ধে আলোচনা করবো। যা আপনার ব্লগে করতেই হবে আপনার সাইট ভালোভাবে rank করাবার জন্য এবং তাড়াতাড়ি Google Adsense approve করানোর জন্য। সঙ্গে থাকুন। ধন্যবাদ।

আরেকটা special request ঃ- আমাদের "মাস্টার ব্লগার"-কে যদি follow করেন তাহলে কাজ করার প্রতি আগ্রহ আরও বাড়বে। আর google blogger -এর শুরু থেকে শেষ পর্যন্ত সকল অজানা তথ্য আপনাদের সাথে share করবো। এবং blogger পর্ব শেষ করে "wordpress" পর্ব শুরু করবো। ওয়েব ডিজাইন (web design) ও ওয়েব ডেভলপমেন্ট (web development)  সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের comment ও follow করবেন।

Level 0

আমি south gossip। , kolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস