ব্লগার না ওয়ার্ডপ্রেস?? কোনটা কে বেছে নিবেন??
সবাই সর্বপ্রথম Blogger এ একটি ব্লগ তৈরি করে ব্লগিং শুরু করে। যদি সফল হয় তাহলে এবার নিজের একটি ডোমেইন কিনে ওয়ার্ডপ্রেসে ব্লগিং শুরু করে।
এখন আপনি চাচ্ছেন আপনার ব্লগারের ব্লগ গুলোকে আপনার নতুন ওয়ার্ডপ্রেস সাইটে আনতে। বা Blogger এর ব্লগ থেকে WordPress এ কনভার্ট করতে।
যদি একটি একটি পোস্ট করে আপনি আনতে যান তাহলে আপনাকে অনেক সময় ও পরিশ্রম ব্যয় করতে হবে। পরিশ্রম আপনার কাছে কিছু না কারন আপনি যঠেষ্ট পরিশ্রমী। কিন্তু সময়?? সময় আপনি কিভাবে রক্ষা করবেন?? হ্যা আপনি যদি এক সাথে কয়েক ক্লিকে আপনার ব্লগারের সকল পোস্ট কে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসতে পারেন তাহলে তো ভালো হয় সময় ও বাঁচে, তাই না??
প্রথমে এডমিন প্যানেলে বা ড্যাসবোর্ডে লগইন করুন। Tools মেনু থেকে Import এ ক্লিক করুন। কোন ধরনের সাইট থেকে Import করবেন তার একটা তালিকা আসবে। এখান থেকে Blogger নির্বাচন করুন। ব্লগার ইমপোর্টার নামে একটা প্লাগ ইন্স ইন্সটল করার অনুমতি চাইবে অনুমতি দিন। তার পর এবার আপনার গুগল বা যে একাউন্ট দিয়ে Blogger এর ব্লগ তৈরি করছেন তা Authorize করার অনুমতি চাইবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অনুমতি দিন। তাহলে দেখবে Blogger এর পোস্ট গুলো এবার আপনার ওয়ার্ডপ্রেস সাইটে চলে আসছে। ব্লগারের Level গুলো WordPress এর বিভাগ বা Category তে পরিনত হবে। এবং প্রত্যেক পোস্ট সুন্দর ভাবে তারিখ অনুযায়ী পাবলিশ হয়ে যাবে। যদি উপরের কথা মত না পারেন তাহলে। নিচের ভিডিওটি দেখুন। যদি আপনারা তার পর ও বুঝতে না পারেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। এটি ব্লগারদের জন্য সত্যি অনেক কাজে আসবে।
ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=3lJHMt9roGE ২.২৯ মিনিটের ভিডিও।
তাহলে এবার আপনার Blogger এর পোস্ট গুলোকে নিয়ে আসুন ওয়ার্ডপ্রেসে আর সুন্দর ব্লগিং করে যান নিয়মত। ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
আপনাকে ধন্যবাদ। ব্লগস্পটে কয়েকটা ব্লগ আমার আছে, আমি একটি ডোমেইন কিনতে চাচ্ছি কিন্তু আমার কোন পেপাল একাউন্ট, মাস্টার কার্ড কিছুই নেই। কিভাবে কিনব কিছুই বুঝতে পারছি না। পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকতাম।