কে না চায় নিজের জন্য একটি ওয়েবসাইট , আর সেটি যদি হয় professional দের মত
তাহলে তো কথাই নেই । আপনাদের যদি সাপোট থাকে তাহলে এগিয়ে যাব , নতুবা
লিখা বন্ধ করবো । আমি বর্তমানে html,css,java ও প্রোগ্রামিং সম্পর্কে মোটামুটি জানি ।
Php and mysql শিখতেসি। Php and mysql শেখা হলে চেষ্টা করবো এগুলো নিয়ে লেখার।
কথা আর না বারিয়ে কাজে ফিরে যাই ।
Basic knowledge of Web development :
ওয়েবসাইটঃপুরনাঙ্গ ডাটাবেসের সমষ্টি হল ওয়েবসাইট যেখানে graphics, text, amimation
ব্যবহার করা হয় । ওয়েবসাইট দুই ধরনের।
১। static website 2. Dynamic Website
Static Website : এখানে ইউজার কোন contents সহজে পরিবর্তন করতে পারে না ।
Dynamic website ; এখানে ইউজার কোন contents সহজে পরিবর্তন করতে পারে ।
Dynamic website এর রয়েসে অনেক demand .আমরা dymanic website তৈরি করবো ।
*web development এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যারঃ
1. Dreamweaver 2. wordpress 3. jomla, 4.fontpage 5.note pad
বর্তমানে ড্রিমওয়েভার বেশি ব্যবহার হয়, তাই আমরা ড্রিমওয়েভার এর কাজ শিখব ।
ড্রিমওয়েভার এ html,css,java,php and mySQL এর কাজ করার জন্য আলাদা আলাদা
জায়গা রয়েসে তাই সুবিধা বেশি ।
প্রয়োজনীয় Browser : Internet explorer, mozila firefox
Meaning This parts :
Html : Hyper Text Markup Language
CSS : cascading style sheet
Java script: language/script
PHP : Dynamic Website এর ক্ষেত্রে ব্যবহিত হ্য ।
mySQL : memory এর মত ডাটা insert, delect,data store করে রাখা যায় ।
আজ আর নয় । পরবর্তী পর্বে dreamweaver সম্পর্কে, dreamweaver installation, html এর
কিসুতা নিয়ে আলোচনা করবো ।
এই লেখাটি প্রথমে প্রকাশিত হয়েসে http://techtweets.com.bd/web-developing/zahid-hassan/2481
আমি zahid hassan@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগে বৃষ্টিতে ভিজতে , আর সাথে যদি পাশের বাড়ির মেয়েটি থাকে তাহলে তো কথাই নেই, ভাল লাগার সীমা ছাড়িয়ে যায় । আগুলোর চেয়ে বেশি ভাল লাগে কম্পিউটারের সাথে গল্প করতে ।আমার ফেসবুকঃ http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001514299668
অসাধারন।ভালো লাগলো।ফ্রী ল্যান্সিং কাজ করার জন্য ভালো হবে।
চালিয়ে যান,ভাই কি ফ্রি ল্যান্সিং এর কাজ করেন,যদি করেন কি ভাবে শুরু করব তা জানাবেন।
জাহিদ ভাই আপনার সুন্দর উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ। আমাদের মত নবীশদের জন্য কাজে আসবে। প্লীজ থামবেন না। ধারাবাহিকভাবে চালিয়ে যান। পরবর্তী টিউইনসের জন্য বসে আছি।
Thankssssssss @@@
likar daran valo
salia jan@@@@@
jahid bai agiia sholo
amra asi tomar satee
UAE teke mobile a liklam bangla likte pari ni@@@@@@@@@@