আসুন ওয়েবসাইট তৈরি করি html,css,java এর সাহায্যে A to Z (১ম পর্ব)

কে না চায় নিজের জন্য একটি ওয়েবসাইট , আর সেটি যদি হয়  professional দের মত

তাহলে তো কথাই নেই । আপনাদের যদি সাপোট  থাকে তাহলে এগিয়ে যাব , নতুবা

লিখা বন্ধ করবো । আমি বর্তমানে html,css,java ও প্রোগ্রামিং সম্পর্কে মোটামুটি জানি ।

Php and mysql শিখতেসি। Php and mysql শেখা হলে চেষ্টা করবো এগুলো  নিয়ে লেখার।

কথা আর না বারিয়ে কাজে ফিরে যাই ।

Basic knowledge of Web development :

ওয়েবসাইটঃপুরনাঙ্গ ডাটাবেসের সমষ্টি হল ওয়েবসাইট যেখানে graphics, text, amimation

ব্যবহার করা হয় ।  ওয়েবসাইট দুই ধরনের।

১। static website 2. Dynamic Website

Static Website : এখানে ইউজার কোন contents  সহজে পরিবর্তন করতে পারে না ।

Dynamic website ; এখানে ইউজার কোন contents  সহজে পরিবর্তন করতে পারে ।

Dynamic website এর রয়েসে অনেক demand .আমরা dymanic website তৈরি করবো ।

*web development এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যারঃ

1. Dreamweaver  2. wordpress 3. jomla, 4.fontpage 5.note pad

বর্তমানে ড্রিমওয়েভার বেশি ব্যবহার হয়, তাই আমরা ড্রিমওয়েভার এর কাজ শিখব ।

ড্রিমওয়েভার এ html,css,java,php and mySQL এর কাজ করার জন্য আলাদা আলাদা

জায়গা রয়েসে তাই সুবিধা বেশি ।

প্রয়োজনীয় Browser : Internet explorer, mozila firefox

Meaning This parts :

Html : Hyper Text Markup Language

CSS : cascading style sheet

Java script: language/script

PHP : Dynamic Website এর ক্ষেত্রে ব্যবহিত হ্য ।

mySQL : memory এর মত ডাটা insert, delect,data store করে রাখা যায় ।

আজ আর নয় । পরবর্তী পর্বে dreamweaver সম্পর্কে, dreamweaver installation, html এর

কিসুতা নিয়ে আলোচনা করবো ।

এই লেখাটি প্রথমে প্রকাশিত হয়েসে  http://techtweets.com.bd/web-developing/zahid-hassan/2481

Level 0

আমি zahid hassan@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল লাগে বৃষ্টিতে ভিজতে , আর সাথে যদি পাশের বাড়ির মেয়েটি থাকে তাহলে তো কথাই নেই, ভাল লাগার সীমা ছাড়িয়ে যায় । আগুলোর চেয়ে বেশি ভাল লাগে কম্পিউটারের সাথে গল্প করতে ।আমার ফেসবুকঃ http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001514299668


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Thankssssssss @@@
likar daran valo
salia jan@@@@@

jahid bai agiia sholo
amra asi tomar satee

UAE teke mobile a liklam bangla likte pari ni@@@@@@@@@@

Ase apnar sathe.

ভাই এরকম টিউন খুজছি লাম আজ পেলাম।
ভাই এটা দিয়া কা আয় করা সমভব একটু জানাবেন ভাই

    আগে শিখুন তারপর আয় । ভালভাবে শিকতে পারলে আয় করতে পারবেন ।

ভাই আমাদের যাওয়া আসায় কিছুই হবে না। আপনি যদি ছবি সহ ভালো মানের ভাবে লিখে টিউন করে পর্বগুলো চালিয়ে যান তাহলে আপনার টিউনের রেসপন্স যেমন পাবেন তেমনি কতৃপক্ষ আপনি টিউটি ধারাবাহিক হিসেবে স্টিক করে দিবে।

    চেষ্টা করবো ভাল ভাবে টিউন করার ।

Level 0

ভাই চালিয়ে যান। আমার নবিনদের অন্যতম চাহিদা পূরন করুন।

Level 0

আমার একটা CDMA মডেম আছে। কিন্তু ঐ মডেমটার Driver Software নাই। মডেমটা TIAN TUO XIN DIAN CDMA Technologies এর। এর Driver Software পাবার পদ্ধতি বলবেন প্লিজ।
আমি সাহায্য চাই বিভাগে এটা পোস্ট করতে চেয়েছিলাম কিন্ত পারি নাই। এ বিভাগে পোস্ট করছিলাম কিন্তু তা ড্রাফট হয়ে আছে। এ বিভাগে পোস্ট করতে পারলে ছবি সহ দিতে পারতাম।
এমন কি পদ্ধতি আছে যা দিয়ে আমি মডেমের Driver Software এর থেকে রেহাই পেতে পারি।
Help me please.
[email protected]

    গুগল এ সার্চ দিয়ে দেখবেন । পেয়ে যাবেন , নাপেলে বলবেন ?

    মোবাইল কোম্পানীগুলুর মধ্যে সিটিসেল CDMA ইউজ করে। আমি যত দূর জানি এর সফট সাথে থাকে বা লাগে না। আপনি সফট''র এক্সটেনশনসহ http://mediafiretrend.com/ এখানে খুজে দেখতে পারেন। তাছাড়া আলাদিনের চেরাগ গুগল তো আছেই। 😛 অল দি বেষ্ট!

    Level 0

    জাহিদ হাসান ও রুবেল অরিয়ন ভাই আমি অনেক চেষ্টা করছি কিন্তু নেট থেকে পা্ই নাই। এখন কী করার।

Level 0

ওয়েলকাম টু টেকটিউস
আমরা অবশ্যই আপনার সাথেই আছি। চালিয়ে যাবেন আশা করি।
ধন্যবাদ।

    ইচ্ছে আসে । মন্তব্যর জন্য ধন্যবাদ ।

জাহিদ ভাই
বেশী সংক্ষেপ হয়েছে। ২য় পর্ব শিখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ।

চেষ্টা করবো আরও বিস্তারিত লেখার , ধন্যবাদ মন্তব্যর জন্য ।

vBulletin.v3.8.6.

এই software দিয়ে কিভাবে website তৈরি করা যাবে বলবেন???????????

    শরিফ ভাই vBulletin.v3.8.6. এই সফট আমি ইউস করি না । ড্রিমওয়েভার শেখেন অনেক কিছু জানতে পারবেন ?

Apnake onek onek thanks……… akhon kar shomoy web design shikte hole onek tk deo lage… … .. apni jodi ai vabe aita chailiye jan tahole amader moto kichu manush web design shikte parbe.. asha kori,apni amader onek kichu shikka diben.. amra shobai shei oppekhay roilam.

    ওকে । আমি চেষ্টা করবো ।

Level 0

jotillllllllll hosse. like it. carry on. don't stop….. promis koren. yap

Level 0

Aneke kichu dur aganor por vondho kore dey, asha kori apni chaliye jaben, amra apnar sathe achi, R apnar jonno roilo shuvo kamona, apni jeno susto vabe ai mohan kaj ta shompurno korte paren.

    অনেক ধন্যবাদ আপনাকে ।

Level 0

Thanks bro
keep roling

ভাল লাগলো টিউন টা… জাহিদ ভাই নিয়মিত টিউন চাই

    চেষ্টা করবো , নিয়মিত লেখার ।

পেরর টিউনটা কবে পাব আর ভাল লাগে না দেরি

    অবশ্যই ৭২ ঘণ্টার মধ্য ।

ভাই আমি তো vBulletin.v3.8.6. শিখতে চাই তা হলে কি করব??????????

অসাধারন।ভালো লাগলো।ফ্রী ল্যান্সিং কাজ করার জন্য ভালো হবে।
চালিয়ে যান,ভাই কি ফ্রি ল্যান্সিং এর কাজ করেন,যদি করেন কি ভাবে শুরু করব তা জানাবেন।

    আমি ফ্রিল্যান্সিং এর কাজ করি না । কিছু দিন পর সুরু করবো । টেকটিউন এ ফ্রিল্যান্সিং এর উপর অনেক লেখা
    রয়েসে । আপনি টেকটিউন এর ফ্রিল্যান্সিং (57) বিভাগটি পড়েন অনেক হ্লপ পাবেন । আপনাকে ধন্যবাদ ।

ভাই অসারন লিখেছেন। এরকম একটি টিউন খুজছিলাম। আসা করি চালিয়ে যাবেন। পরের টিউন এর অপেক্ষায় বসে রইলাম। আসা করি পাব। অনেক অনেক………ধন্যবাদ। আপনি সবার প্রয়োজন বুঝেন । এজন্য আবার ধন্যবাদ।
চালিয়ে যান সাথে আছি এবং থাকব । কথা দিলাম।

    আপনাকেও ধন্যবাদ । অতি তারাতারি পরের লেখা লিখবো ।

Tune valo laglo. Oftopic: zahid bhai ke serpur politechnic a poren naki

না ভাই । আমি সিরাজগঞ্জ পলিটেকনিক এ পড়ি । টিউন পড়ার জন্য ধন্যবাদ ।

Level 0

জাহিদ ভাই আপনার সুন্দর উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ। আমাদের মত নবীশদের জন্য কাজে আসবে। প্লীজ থামবেন না। ধারাবাহিকভাবে চালিয়ে যান। পরবর্তী টিউইনসের জন্য বসে আছি।