১ মিনিটেই ইন্সটল করুন ওয়ার্ডপ্রেস ব্লগ, জুম্লা, সপিং কার্ট, WHMCS সহ আরও আনেক কিছু।

আপনি কি আপনার সাইট বানাতে গিয়ে প্রচুর শ্রম ও সময় খরছ করেছেন ? তাহলে পোস্টটি আপনার-ই জন্য । ১ মিনিটেই ইন্সটল করুন ওয়ার্ডপ্রেস ব্লগ, জুম্লা সাইট, WHMCS, আপনার নিজের সোশাল নেটওয়ার্কিং সাইট [ ফেসবুক ] আরও আনেক কিছু আপনার নিজ সাইটে ।

আপনার ওয়েব সাইটের এডমিন প্যানেল যদি সফটোকোলাস ইন্সটল করা থাকে তাহলে এই সেকশনে পাবেন ১৮২ টি ওয়েব আপ্লিকেশান / সফটওয়্যার । এই সফটোকোলাস হচ্ছে ১ টি অটো-ইন্সটলার যা দারা কোন ডাটাবেস বা প্রোগ্রামিং নলেজ ছাড়াই আপনি ১ মিনিটে-ই ইন্সটল করতে পারবেন মোট ১৮২ টি ওয়েব আপ্লিকেশান / সফটওয়্যার ।
ফেইসবুকে শেয়ার করা বা টেকটিউনসে পোস্ট করার চেয়েও সহজ । আরও জানতে হলে সফটোকোলাস এর অফিসিয়াল সাইট http://www.softaculous.com ভিজিট করতে পারেন । সফটোকোলাস যেই সিস্টেম গুলকে সাপোর্ট করে -
* cPanel
* Direct Admin
* Plesk Linux
* H-Sphere
* ISP System Linux
* Interworx

সফটোকোলাস ইন্সটলের বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবেন …

এই ধরনের আরও অনেক কিছু পড়তে ...

Level 0

আমি Kabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

kew ki amakey Tv card diye tv proggram PC te record korar softwer ebong ki ki lagbe bistarito picture soho post korey amakey sohojogita korte parben plz plz ple

    Level 0

    ভাই আপনার কথা আমি ঠিক ভাবে বুঝিনি, তবে আমি যেই সফটওয়্যারটা ব্যাবহার করেছি তা http://www.techsmith.com/ থেকে ডাউনলোড করতে পারবেন।

আ্চছা ভাই,softaculou আমার সীপ্যানেল এ ইন্সটল করব কিভাবে? একটু সহজে বুঝিয়ে দেন।

    Level 0

    মাহমুদ ভাই,
    softaculou আপনার ইন্সটল করতে হবেনা, আপনার Hosting প্রভাইডারকে রিকোয়েস্ট করবেন যাতে উনি তাদের সারভারে softaculou ইন্সটল করে দেয়। তাহলেই আপনি এটা ব্যাবহার করতে পারবেন।

@Kabir,

আমার মন্তব্য মুছার কারণটা কি জানতে পারি?

    Level 0

    আপনার মন্তব্য মুছার কারণ,
    ১. অপ্রাশংগিগক মন্তব্য
    ২. বিজ্ঞাপন মূলক মন্তব্য

    যদি আমার পোস্ট আপত্তিকর মনে করেন তাহলে টি.টি মডারেশন প্যানেলকে জানান / অভিযোগ করুন।

    জনাব আমার মন্তব্য কিভাবে অপ্রাসঙ্গিক হলো? সাহিত্য মাহমুদ জানতে চেয়েছেন কিভাবে সেটাপ দিবেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ভিপিএস না ডেডি সার্ভার। এটা অপ্রাসঙ্গিক হয় কিভাবে? আর বিজ্ঞাপনমুলক মন্তব্য হয় কিভাবে?
    আমি সফটাকোলাস এর ফি সফটাকোলাস এর ওয়েব সাইট থেকে তুলে দিয়েছিলাম।

    আর
    সাহিত্য মাহমুদ জিজ্ঞাসা করলেন কিভাবে ইন্সটল দিবেন। আপনি উত্তর দিলেন হোস্টিং প্রোভাইডারকে রিকোয়েস্ট করতে দেয়ার জন্য। এটা কি মাথা ব্যথার জন্য পেটে ব্যথার ঔষধ দেয়া হয়ে গেল না?

    এখন মনে করেন উনার ভিপিএস আছে উনি নিজেই চাইতেছেন সেটাপ দিতে। আপনার উত্তর কি প্রাসঙ্গিক হলো?

    Level 0

    ভিডিও টিউটোরিয়াল টা cPanel ইউজারদের জন্য ছিল, ওয়েব হোস্টিং প্রোভাইডারদের জন্য নয়। আশা করি এটুকু বুঝার ক্ষমতা আপনার আছে।

    অবশ্য তা আপনি নাও বুঝতে পারেন, আপনি তো আর হোস্টিং প্রোভাইডার নন বরং ফ্রী হোস্টিং প্রোভাইডার / তথ্য প্রদানকারি ( .info ) …

    জনাব,

    আমি সাহিত্য মাহমুদের মন্তব্যে উত্তর দিয়েছিলাম। এটা কিসের টিউটরিয়াল তা বিষয় ছিল না।
    আর রিসেলার হোস্টিং ব্যবহার করেই হোস্টিং প্রোভাইডার ভাব নিবেন না। পারলে নিজের সার্ভার ব্যবহার করেন। তখন বলেন আমি হোস্টিং প্রোভাইডার আর আপনি ফ্রী হোস্টিং প্রোভাইডার। আর আমি শুধু ফ্রী হোস্টিং ও প্রোভাইড করি না। পেইড হোস্টিং ও ফ্রী তে দিয়ে থাকি। এবং সফটাকোলাস, ফ্যানটাসটিকো দুইটাই আছে। এবং আমাদের ব্রান্ড শুধু লোকাল না ইন্টারন্যাশনাল।

    Level 0

    ভাই উত্তর যদি দিতেই চান তবে softaculou ইন্সটল করার WHM টিউটোরিয়াল পোস্ট করে উত্তর দিন।

    কাদা ছুরাছুরি না করে পজেটিভ কম্পিটিশন করুন, যদি পারেন।

    এখানে আমি কারো সাথে কম্পিটিশন করিনি এবং কাদা ছোড়াছুড়ির প্রশ্নই আসে না। আপনি আমার মন্তব্যটা কোন কারণ ছাড়াই মুছে দিয়েছেন। আমি আপনার পোস্টটা রিভিউ বিভাগে মানাতো এটাই বলেছিলাম মাত্র। এটা সমালোচনা ও না, কিন্তু আপনি আমার মন্তব্য মুছে দিলেন। আবার বলেন আমার মন্তব্য অপ্রাসঙ্গিক এবং বিজ্ঞাপনমুলক মন্তব্য। আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন দেইনি। যতগুলো রিপ্লাই দিয়েছেন আমার মন্তব্যের কোন ব্যাখ্যা না দিয়ে কথা ঘুরিয়েছেন।

    যাই হোক ভাল থাকুন, মন্তব্য হজম করার মানসিকতা অর্জন করুন। কারণ কাস্টমার ম্যানেজ করতে হলে আরো ধৈর্য্য ধারণ করতে হবে। কাস্টমাররা অনেক কঠিন কথাবার্তা বলবে। সো সেগুলো হজম করেই আপনাকে কাস্টমারের সাথে ভাল ব্যবহার করতে হবে। হোস্টিং মার্কেটে নতুন ঢুকছেন বলে এরকম আচরণ করতেছেন।

    ধন্যবাদ।

    Level 0

    আমাদের ডোমেইন রেজিস্টার করা হয়েছে 17 Mar 2010
    আপনাদের ডোমেইন রেজিস্টার করা হয়েছে 01-Nov-2010

    মনে হয় আমরাই নতুন, আর আপনি এত পুরান হয়েও এটা জানেন না .INFO (Informational)

    দয়া করে ভালো পোস্ট করার মানসিকতা অর্জন করুন, এভাবে অযথা সময় নষ্ট না করে ভালো কিছু পোস্ট দেন যাতে সাধারণ ব্যাবহারকারীদের কাজে আসে।

সাবডোমেইন হোস্ট করা যাবে ?
খরচাপাতি কত তা তো কিছু দিলেন না !!!!!!!!
এই রকম পোস্ট না দেওয়াই ভালো যদি বিস্তারিত কিছু না থাকে।

    Level 0

    সাবডোমেইন এ যাবে, তবে মেইন ডোমেইন এ হোস্ট করাই ভালো। সার্চ ইঞ্জিন অপটিমাইযেশন, এডসেন্স এবং এসব অন্যান্য বিষয় গুলো সাবডোমেইন সাপোর্ট করেনা।

    আমি ভিডিওতে শুধু উদাহরন হিসাবে সাবডোমেইন ব্যাবহার করেছি।

    এটা আপনার হোস্ট প্রভাইডারের খরছ, আপনার না।

Level 0

সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য, এবং সমালোচনা যদি প্রাসঙ্গিক হয় তবে আমি আমার পোস্ট মডিফাইও করতে পারি, [ https://www.techtunes.io/web-development/tune-id/60326/ ] এই পোস্টটি তে আমার সমালোচনা করেন Tanvir ও ফিরোজ, তাদের সমালোচনায় আমি আমার পোস্ট টা মডিফাইও করেছিলাম।

সফটএকুলাসের ফ্রী ভার্সনে তো মনে হয় মাত্র ৫০ টা স্ক্রীপ্ট থাকে। ১৮২ টা নয়। সেজন্য খরচের বিষয়টাও দেয়া উচিত ছিল। কারণ কেউ যদি নিজের সার্ভারে ইন্সটল করতে চায় তবে টাকাটা তার পকেট থেকেই দিতে হবে। আর যদি বলেন খরচ তো হোস্টিং প্রোভাইডারের, তাহলে বলব এই পোস্টেরই তো কোন দরকার নেই। কারণ ইন্সটলও তো প্রোভাইডারই করে দিবে।

    Level 0

    আপনার ক্লায়েন্ট যদি softaculou রিকোয়েস্ট করে তবেই না আপনি এটা ইন্সটল করবেন, আর আমিতো WHM টিউটোরিয়াল পোস্ট করিনি।
    cPanel টিউটোরিয়াল হিসাবে পোস্ট করেছি।

    হোস্টিং প্রোভাইডারের যদি সফটাকোলাস না থাকে একজন ক্লায়েন্ট রিকোয়েস্ট করলেই ইন্সটল করে দিবে না। আর বর্তমানে সব প্রোভাইডারই সফটাকোলাস ব্যবহার করে। আর আপনার পোস্টে টিউটরিয়ালের কিছু পেলাম না। আপনার পোস্টকে বড়জোর রিভিউ বলা যেতে পারে।

    Level 0

    জী softaculou ব্যাবহার করার ভিডিও রিভিউ

ভাই,
আমারে নিয়া কত কিছু ঘটে গেল……যাই হোক,একটা প্রশ্নঃ আমি হোস্টিং কিনছি ইকরা থেকে,তাদের সাপোর্ট এ বললেই হবে?

    Level 0

    ইকরা বেশ বড় হোস্টিং কোম্পানি, ওদের cPanel এ softaculou থাকার কথা। না থাকলে আপনি তাদের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে।

আচ্ছা, কবির ভাই,ইকরায় কন্টাক করে কিছু পেলাম না।
আমি ওদের ২৫০ মেগাবাইট লিনাক্স হোস্টিং নিয়ে ছিলাম http://eicra.com/linux-hosting-packages.php
ওদের সাথে কন্টাক করার পরে আমাকে এই মেইল দিয়েছে।

Dear Sir,

Many thanks for getting back us considering eicra.com, we truly appreciate that you are considering using our services.

Before purchasing the hosting from eicrasoft, you checked the feature list of hosting. the Cpanel is fixed, we can not add any thing more into that,

if it does not fulfill your requirement we have 3o days money back guaranty opting. you can request for refund

Please feel free to contact for any further information required. We are looking forward to hear from you soon. Your feedback is what helps us improve and enhance our service. I look forward to hearing from you.
Our Sales & Support team is waiting for you email round the clock. Everyone at Eicra is always happy to be of assistance. If there is anything else we can do for you, please don't hesitate to reopen this ticket.

___________________
Regards,
MD. Azizur Haque (Pavel)
Day Shift Support Engineer
Level 02 Support Team.
Eicra Soft Ltd.
Road – 33 House – 06 (1st Floor)
Appt – B1, Gulshan – 2 Dhaka
Bangladesh.
Tel : +880-2-9862613 / +880-2-8859072
Mob: +8801921096842-3 [Support Desk 9 Am to 12 Pm ]
Office hour (Saturday to Thursday)

শুধু softaculous দিতে এত কার্পন্য?কি করি বলেন ত ভাই?

    Level 0

    ভাই,
    ইকরার মতো এত বড় কোম্পানি যে তার ক্লায়েন্টদের softaculous প্রভাইড করে না তা আমি জানতাম না, চিন্তাও করিনি।
    আপনাকে বুদ্ধি দেওয়ার মতো আপাতত কোন কিছু আমার মাথায় নাই, দুখিত …