বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় টেকটিউনস কমিউনিটি, আশা করি সবাই ভাল আছেন অনেক দিন পর আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম।
Laravel Version: 5.7
প্রজেক্ট এর নাম: Student Management System
প্রজেক্ট যা যা ফিচার থাকবে :
১. Admin Panel
2. Department
3. Class
4. Student
5. Report
আরো ফিচার যদি আপনারা চান, তাহলে আমাদের চেনেলটি এইখান থেকে Subscribe করে Comment এ বলুন।
আজ আমরা Laravel এর প্রজেক্ট তৈরি করব।
পূর্বশর্ত
এই টিউটোরিয়াল শিখতে হলে আপনাকে আগে, এইচটিএমএল, কোর পিএইচপি এবং অ্যাডভান্স পিএইচপি এর সাথে পরিচিত জানা থাকতে হবে।
Laravel এর প্রজেক্ট তৈরি করার আগে composer download করতে হবে। এই লিংক থেকে composer download করুন। ডাউনলোড করে অন্য সফটওয়ার এর মতো ইনস্টল করুন। এর পর
composer create-project -prefer-dist laravel/laravel SMS
SMS হলো প্রজেক্ট এর নাম।
যে লোকেশনে প্রজেক্টটি তৈরি করবেন সেখানে টারমিনাল ওপেন করে উপরের কমান্ডটি দেন।
কি ভাবে Laravel শুরু করবেন সে সব বিষয়ে ভিডিটিতে সব কিছু বলা আছে। ভিডিটি দেখুন।
খুব তাড়াতাড়ি পর্ব ২ নিয়ে আসব। সবাই ভাল থাকবেন।
আমি ফজলে রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।