জটিল ওয়েবসাইট তৈরির সহজ মাসিক সমাধান!

এখন ওয়ালি বিডি দিচ্ছে নাম মাত্র খরচে শুরু করে মাসিক ফি তে নির্ভেজাল হোস্টেড ওয়েবসাইট সার্ভিস।

 

*

১ম অপশনঃ

*

মাত্র ৫ হাজার টাকা সেটআপ ফি এবং ২ হাজার টাকা মাসিক ফি তে নিতে পারেন-

১। সিঙ্গেল ভেন্ডর ই-কমার্স/অনলাইন শপ

২। অনলাইন নিউজ পোর্টাল (ই-পেপার ছাড়া)

 

*

২য় অপশনঃ

*

মাত্র ১০ হাজার টাকা সেটআপ ফি এবং ৩ হাজার টাকা মাসিক ফি তে নিতে পারেন-

১। মাল্টি ভেন্ডর ই-কমার্স/অনলাইন মার্কেটপ্লেস

২। বুকিং সিস্টেম সহ ওয়েব অ্যাপ্লিকেশন

 

*

সাথে যা যা ফ্রি পাচ্ছেনঃ

*

১। ১টি টপ লেভেল ডোমেইন

২। ১টি ৫ জিবি শেয়ার্ড হোস্টিং

 

*

মাসিক ফ্রি সার্ভিস

*

১। পিএইচপি/ফ্রেমওয়ার্ক ভার্সনের সাথে সোর্স কোড আপগ্রেড

২। সিকিউরিটি মেইন্টেন্যান্স

৩। ১টি মাইনর ডিজাইন চেঞ্জ

৪। যে কোন সমস্যায় সাপোর্ট

 

*

শর্তাবলিঃ

*

১। এই সার্ভিসের আওতায় তৈরি ওয়েব সাইট/ওয়েব এপ্লিকেশন সম্পূর্ণ আমাদের দায়িত্বে থাকবে। সুতরাং সি-প্যানেল অ্যাকসেস কিংবা সোর্স কোড দেয়া হবে না।

২। সার্ভিসটি পেমেন্ট সাপেক্ষে সচল থাকবে। অর্থাৎ সেটআপের তারিখ এর পরের মাসের ঐ তারিখ থেকে মাসিক ফি শুরু হবে।

৩। মাসিক ফি ৩দিনের মধ্যে দেয়া না হলে সার্ভিস সাসপেন্ড হবে। আর ১ মাসের মধ্যে পেমেন্ট না হলে ওয়েবসাইট টার্মিনেট (ডিলিট) করা হবে।

৪। ডোমেইন আপনার নামে রেজিস্ট্রেশন করা হবে এবং প্রথম দিন থেকেই আপনার আওতায় থাকবে।

৫। আমাদের অফিস আওয়ারে (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা) ওয়েবসাইটের মেইন্টেন্যান্স সাপোর্ট দেয়া হবে। অফিস আওয়ারের বাইরে ই-মেইলে সমস্যা জানানো যাবে।

৬। সার্ভার/টেকনিকাল সাপোর্ট ২৪ ঘন্টা দেয়া হবে।

৭। মাসে একবার ডিজাইনে কোন পরিবর্তন রিকোয়েস্ট করা যাবে। তবে ডাটাবেইজ কিংবা সাইটের মূল স্ট্রাকচারে কোন পরিবর্তন করতে হলে সেটআপ ফি সমপরিমাণ ফি প্রদান করতে হবে।

 

*

 

বিঃদ্রঃ অ্যাফিলিয়েট সিস্টেম কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপ সহ অন্যান্য অ্যাড-অন সার্ভিস সাথে চাইলে খরচের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও ফিচার কম-বেশির উপর ভিত্তি করে খরচের বিষয়টি নির্ধারিত হতে পারে।

 

নিতে চাইলে মেসেজ পাঠান।

কল করতে পারেনঃ ০১৯৪৬৩৬৬৪৪৮

Level 3

আমি ওয়ালিউর রহমান। Founder & CEO, WaliBD, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একাডেমিকভাবে একজন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তবে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই উপার্জনের হাতেখড়ি। এ ব্যাবসায় জড়িত আছি সেই ২০০৮ সাল থেকে। এখনো আছি...। নিজ প্রতিষ্ঠান WaliBD.Com এর মাধ্যমে তাই চেষ্টা করছি ডিফরেন্ট কিছু করবার। যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য যোগাযোগ করুন: ০১৯৪৬-৩৬৬৪৪৮


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস