সাহায্য চাই!!!!!!!!!

টিউনার ভাইয়েরা আমি কিছুদিন ধরে চিনতা করছি যে আমি একটা ওয়েব সাইট খুলব।
সে কারনে আমি আপনাদের কাছে জানতে চাই যে,
1।কোথায় গেলে আমি এই সুবিধা পাব?
2।খরচ কত পরবে?
3।এর জন্য মাসে মাসে টাকা দেয়া লাগবে কিনা?
4।Extra কোন software programming জানতে হবে কিনা?(আমি dreamweaver টা হালকা পাতলা জানি)
দয়া করে আমাকে বিসতারিত জানালে খুশি হব।

Level 0

আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাকিল ভাই উনাকে একটু হেল্প করুন।

রাব্বি ভাই আপনি +৮৮০১৯১২৯৫৫০০৬ এ নাম্বারে কল করতে পারেন অথবা [email protected] or [email protected] এখানে যোগাযোগ করতে পারেন। আমি মনে হয় আপনাকে হেল্প করতে পারবো।তবে সময়ের কারনে এখানে বিস্তারিত বলতে পারলাম না।

আমার মনে হয় আপনার প্রথমে ফ্রি হোস্টং দিয়ে সাইট তৈলী করা,টেস্ট করা, সি প্যানেল ও এফটিপি একাউন্ট সম্পর্কে জানা দরকার। টেকটিউনসে ফ্রি হোস্টের অনেক পোস্ট আছে।
১. বিশ্বের সবচেয়ে সেরা হোস্ট কম্পানির মধ্য অন্যতম Godaddy.com আমি ওদের থেকে হোস্ট কিনেছি। বাংলাদেশেও অনেকে শেয়ার হোস্ট দেয়, আমি নাম উল্লেখ করতে চাই না।
২. অনেকেই বছরে তিন – চার হাজার টাকায় ডোমেইনসহ হোস্ট ও দিয়ে থাকে। প্রথমে এর চেয়ে বেশিতে না যাওয়াই ভাল ।
৩. সাধারনত: বছরে পেমেন্ট হয়, অনেকে মাসেও নেয়।
৪. ওয়েবে অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায় ডাউনলোড করে, কিছু ইডিট করলেও ভাল সাইট হতে পারে। অথবা ফ্রি জুমলা (joomla.org)বা ব্লগের ক্ষেত্র ওয়ার্ডপ্রেস (wordpress.org) দিয়ে সাইট বানাতে পারবেন। dreamweaver পারলেও চলবে। আপনার সাইটের ধরন অনুযায়ী দক্ষতার ব্যাপারটা বুঝা যাবে।

আমি একটি বুল্গ সাইট তৈরী করেছি। কিন্তু আমি এই বুল্গ সাইটে কি ভাবে টাকা আয় করতে পারি এবং খুব দুরত্ব এই সাইটে ভিজিটর ভারাতে পারি একটু বলবেন কী?

Level 0

হুমমমম

Level 0

Sorry I don’t have bangla keybord & also weak in bangla type. Please dont mind.
However, I am just a new tuner here & by profession I am a Web designer. If you hope to make a professonal web site.
You can contact to me. My cell no: 01914621496 nike name: musa.
or any kind of quiry you can email: [email protected]

হাসিব কি খবর। তুমি বর্ণমালা স্কুলে ছাত্র তাই না। হা হা হা
তোমার ওয়েব সাইটির জন্য যোগাযোগ করতে পার এই নাম্বারে ০১৬৭২৫৮৫৮১৪
আমি তোমার সহপাঠী।