xampp কিভেবে ইনিস্টাল করবেন

install xampp

আজ আমরা xampp নিয়ে কথা বলবো  xampp কি এবং  xampp কিভাবে ইনস্টল করতে হয় এবং  xampp এর কাজ কি। আমরা যারা ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভলপার আছি আমাদের কম্পিউটারে php কাজ করার জন্য আমাদের প্রয়োজন হয় একটি সার্ভার.

install xampp
install xampp

xampp কি 

xampp হচ্ছে একটি লোকাল সার্ভার অর্থাৎ কম্পিউটারে অফ লাইনে কাজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটি হলো  xampp যেন আমরা  এগুলো দিয়ে কাজ করতে পারি।

আমরা অফলাইনে ওয়ার্ডপ্রেস মেজেন্টো অথবা জুমলা সিএমএস ব্যবহার করতে পারি আমাদের অনলাইনের প্রয়োজন হয় না তাই এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার অর্থাৎ সার্ভার

install xampp
install xampp

 xampp ব্যবহারের জন্য আমাদের কি কি লাগবে

এর জন্য এই সাইটে লিঙ্ক দেওয়া আছে এবং  ওই লিংকে ক্লিক করে সফটওয়ারটি ডাউনলোড করে নিন

ওই লিংকে যাওয়ার পরে নিচের মত একটি পেজ আসবে ওই পেজে ডাউনলোড লেখাতে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন

install xampp

যখন ফাইলটি পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে তখন আপনার কম্পিউটারের ডাউনলোড ফোল্ডার এ প্রবেশ করুন

install xampp

এবং নিচের মত একটি ফাইল দেখতে পাবেন এই ফাইলটি উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন

install xampp

রাইট বাটন ক্লিক করার পর ওখানে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করতে হবে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করার পর যে ফাইলটি বেরিয়ে আসবে সে ফাইল এর উপর রাইট বাটন ক্লিক করে অথবা ডবল ক্লিক করে ওপেন করুন

install xampp

এবার যে পেজটি আসবে এই পেজের ইয়েস বাটনে ক্লিক করুন এবার নিচের মত দেখাবে.

install xampp

এবার কয়েকবার নেক্সট বাটনে ক্লিক করে সফটওয়ারটি ফিনিশ করুন অর্থাৎ সফলভাবে ইন্সটল করুন তাহলে নিচের মত দেখা যাবে

install xampp

ফিনিশ বাটনে ক্লিক করার পর নিচের মত একটি পেজ আসবে নিচের স্ক্রিনশট দেখুন

install xampp

অটোমেটিকলি সফটওয়্যারটি রান হয়ে যাবে তাহলে নিচের মত জে এস টি এসেছে এরকম একটি পেজ দেখাবে এখানে ডিফল্ট ভাবে যা দেওয়া আছে সেটাই দিয়ে সেভ প্রেস করুন তাহলে সফটওয়্যারটি পুরোপুরি চালু হয়ে যাবে

install xampp

এবার অ্যাপাচি এবং মাই স্কুল এই দুইটি অপশনে স্টার্ট বাটনে ক্লিক করুন ক্লিক করার পর পেসটি কেটে দিতে পারেন সমস্যা হবে না

বাকিটা  প্র্যাকটিক্যালি ভিডিওতে দেওয়া হয়েছে ভিডিও টি দেখে নিতে পারেন এখানে ক্লিক করুন 

Level 0

আমি আইটি ব্লগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস