আমি কোনো টাকা ইনভেস্টমেন্ট এর কথা বলবো না, মেধা ইনভেস্টমেন্ট এর কথা বলবো। আর লেখাটি অনেক বড় হতে পারে তাই আপনি যদি আসলেই নিজে কিছু করতে চান তাহলে লেখাটি সম্পুর্ন পড়বেন আর আপনি যদি এই গ্রুপে শুধু ফাজলামির জন্য আসেন তাহলে আর পড়ার দরকার নেই।
আমি নিজে iGeneration নামে একটি স্টার্টআপ শুরু করছি। আমরা মেইনলি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করে থাকি। তবে আপনাকে এসবের কিছু করতে হবে না। আপনার কাজ কি হবে?
আপনি মুলত ওয়ার্ডপ্রেসের কাজ করবেন। সাধারণত ওয়ার্ডপ্রেসের কাজ খুব ই সহজ। কমনসেন্স থাকলে আপনাকে কোনো কিছু শিখিয়ে দেয়া লাগবে না।
এখন কিভাবে কাজ করবেন? ধরুন আপনি একটি শপিং সাইট ডেভেলপমেন্টের অর্ডার পেয়েছেন। একটি সাধারন শপিং সাইট ডেভেলপ করতে ৩০ হাজার থেকে ৫ লাখ টাকাও নেয়া হয়। আমরা আপনাকে একটি শপিং সাইটের থিম ডেভেলপ করে দেবো। থিম টি আপনি ১৫ হাজার টাকা দিয়ে কিনে নিলেন। আর ডোমেইন হোস্টিং কোনো এক কোম্পানির কাছ থেকে ২-৩ হাজার টাকা দিয়ে নিলেন। টোটাল খরচ ১৮ হাজার টাকা আপনি কাস্টমারের সাথে ডিল করলেন ৩০ হাজার টাকা। তাহলে আপনার প্রথম কাজে লাভ হচ্ছে ১২ হাজার টাকা।
এরপর আপনি যত শপিং সাইটই করেন না কেনো ডোমেইন হোস্টিং এর ৩ হাজার টাকা বাদ দিয়ে সম্পূর্ণ টাই আপনার লাভ। কারন আপনি যে থিম আমার কাছ থেকে নিয়েছেন সেটাই আবার ব্যবহার করবেন। যার জন্য আমাদের আর টাকা দেয়া লাগবে না।
পরবর্তীতে আপনি যত শপিং সাইট করবেন ওই থিম টাই ব্যবহার করতে পারবেন। আপনি যদি আপনার কাস্টমারের সাথে ৫০ হাজার টাকার ডিল করেন তাহলে আপনার লাভ থাকবে ৪৭ হাজার টাকা। আবার যদি ৫ হাজার টাকার ডিল করেন তাহলেও লাভ থাকবে ২ হাজার টাকা।
এখন আপনি যদি মনে করেন শুধু শপিং সাইট না, সব টাইপের সাইটের কাজ করবেন তাহলে বিভিন্ন টাইপের সাইটের জন্য আপনি আমাদের কাছ থেকে বিভিন্ন থিম মেকিং এর অর্ডার দিতে পারেন। কোনো কাস্টমার যদি বলে আমাকে একটি স্কুলের অটোমেশন সাইট বানিয়ে দিতে হবে তাহলে আমরা আপনাকে থিম বানিয়ে দেবো।
ধরুন আপনি একমাসে ৫ টা কাস্টমার পাইছেন এবং তাদের অটোমেশন মুভি সাইট বানিয়ে দিতে হবে। প্রতিটি কাস্টমারের সাথে আপনি ২৫ হাজার টাকা করে ডিল করলেন এবং অগ্রিম ১০ হাজার টাকা করে নিলেন। আমার কাছ থেকে থিম বানিয়ে নিতে খরচ হলো ২০ হাজার টাকা, ৫ টা সাইটের ডোমেইন হোস্টিং এ খরচ ১৫ হাজার টাকা। তাহলে টোটাল খরচ ৩৫ হাজার টাকা। অগ্রিম যে টাকা নিছেন সেটা থেকে এই টাকা পে করে দিন। এরপর থিম নিয়ে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কিছুটা কাস্টমাইজ করে আপনার বায়ারদের কাজ ডেলিভারি দিয়ে দিন। বায়ার রা আপনাকে বাকি টাকা পে করে দিলে আপনার টোটাল ইনকাম হচ্ছে ১ লাখ ২৫ হাজার টাকা। খরচ ৩৫ হাজার টাকা। আপনার থাকছে ৯০ হাজার টাকা। আপনি যদি মাসে ৫ টা কাজও পেয়ে থাকেন তাহলে প্রতি মাসে কমপক্ষে ৯০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
এরপরও আপনি কাজ কিভাবে পাবেন সেটাও যদি আমাকে বলে দিতে হয় তাহলে আপনার কোনো কিছু না করে ঘরে চুরি পরে বসে থাকেন।
আর এই পদ্ধতিতে কাজ করলে আপনার নিজের পকেট থেকে কোনো টাকা খরচ করতে হচ্ছে না। নতুন সাইটের অর্ডার না পেলে তো আর আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে থিম কিনবেন না।
আপনি বায়ারদের সাথে অনলাইনে, ফোনে সহজেই কন্টাক্ট করতে পারছেন। আবার কোনো কোডিং করে সাইট বানানো লাগছে না। শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টমাইজ করবেন, যেটা ক্লাস ৫ এর পোলাপাইন ও করতে পারবে।
এখন আপনার যদি কোনো কম্পিউটার না থাকে তাহলে আপনি বায়ারদের সাথে আপনার নিজের মত ডিল করে আমাদের দিয়ে সম্পূর্ণ কাজ করে নিতে পারেন।
আপনি মনে করেন না যে এই পদ্ধতি টা আমি আকাশ থেকে নিয়ে আসলাম। এটা খুব ই কমন একটা ইনকাম মেথড। মুলত ওয়ার্ডপ্রেস ডেভেলপার রা এভাবেই কাজ করে। তবে সাধারন ব্লগ সাইট বা সাধারন সাইটের কাজ যদি পান সেটার জন্য আমাদের কাছ থেকে থিম কেনা লাগবে না, ওয়ার্ডপ্রেসেই অনেক ফ্রি থিম পাওয়া যায়।
আপনি চাইলে অন্য কারোর কাছ থেকেও থিম কিনে সাইট ডেভেলপ করতে পারেন। আর যদি আমার কাছে ওয়ার্ডপ্রেসের ফ্রি কোর্স করতে চান তাহলে মেসেজ দিতে পারেন। ওয়ার্ডপ্রেসের কাজ করতে ৮ম শ্রেণী পাশ হলেও চলবে।
ফেসবুকে আমি
আমি ফিন্টেক্স সফট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।