কোনো ইনভেস্ট না করে প্রতিমাসে কমপক্ষে ২ লাখ টাকা ইনকামের সবথেকে সহজ ও লিগ্যাল উপায়

হেই টেকটিউনস বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনেক বছর আগে থেকেই টেকটিউনস পড়ি, কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় এই সাইটে সবাই লেইম লেখা টিউন করে থাকে। যেগুলা দেখলে আমার নিজের খুবই হাসি পায়। বেশিরভাগ লেখা ফ্রিল্যান্সিং, আউটসোরসিং রিলেটেড হয়ে থাকে। আর এই কারনে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং ব্যাপারটা বুঝেই না বা খুবই কম বোঝে।

আমাদের আগে জানা উচিত আসল অনলাইন কাজ বলতে কোন গুলা বুঝাই। আপনি যদি অনলাইনে নিজের ফুল টাইম বা পার্ট টাইম ক্যারিয়ার গড়তে চান তাহলে ওয়েব ডেভেলপিং আর গ্রাফিক্স ডিজাইন ছাড়া অন্য কোনো কাজ করবেন না। অনলাইনে অনেক কাজ আছে কিন্তু সেই কাজ গুলা করতে গেলে আপনার লাইফ শেষ হয়ে যাবে কিন্তু পকেটে টাকা আসবে না।

অনলাইনে জনপ্রিয় ২ টি কাজ হচ্ছে অনলাইন মার্কেটিং আর ইউটিউবিং। আমি আপনাকে বলছি, আপনি বেকার বসে থাকলেও এই ২টি কাজ করবেন না। যারা এই ২টি কাজ নিয়ে স্ট্রাগল করছে তাদের কাছ থেকে শুনতে পারেন, আমি কিছু বলবো না। আমি আবারো বলছি, আপনি অনলাইনে কাজ করতে চাইলে ওয়েব ডেভেলপিং অথবা গ্রাফিক্স ডিজাইন শিখুন, আপনার ক্যারিয়ার কোথায় চলে যাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না।

আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সো আমি আজকে অনলি ওয়েব ডেভেলপিং নিয়েই কথা বলবো। ওয়েব ডেভেলপিং এ বাংলাদেশে ক্যারিয়ার কেমন সেটা একটু জানা দরকার। সবথেকে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ সরকার দেশে ওয়েব ডেভেলপার বানানোর জন্য ২০০ কোটি টাকা বাজেট করছে ফ্রি ট্রেনিং এর জন্য। তবে সেখানে যে কি লেভেলের ট্রেনিং দেই সেটা এখন সবাই জানে। যতই হোক সরকারি জিনিস বলে কথা। আপনি একজন স্কিলফুল ওয়েব ডেভেলপার হতে পারলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলাতে কাজ করে মাসে ৩-৪ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া দেশের মার্কেট প্লেস ও এখন ভালো ভালো কাজ পাওয়া যাচ্ছে। আমি নিজে লাস্ট ১ বছর দেশেই অনেক কাজ পাইছিলাম। ৩-৪ টা কাজ যদি দেশে করতে পারেন তবে কমপক্ষে ১ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তবে দেশের মার্কেট প্লেসে কাজ করলে সুবিধা হলো টাকা লেনদেন টা সহজ।

তবে বর্তমানে বাংলাদেশের ডেভেলপার রা ফ্রিল্যান্সিং করা প্রায় বাদ দিয়ে দিচ্ছে। সবাই বিভিন্ন আইটি ফার্মে জব করা শুরু করে দিচ্ছে। বাংলাদেশে ওয়েব ডেভেলপারদের বেতন মাসিক ৩০-৭০ হাজার টাকা। তুলনামুলক কম হলেও জব করা টাই শান্তির। আর ফ্রিল্যান্সার রা এটা খুব ভালো জানে। দেশের আইটি ফার্ম গুলাতে ভালো ডেভেলপার র খুব ই অভাব, আর এই জন্য আমাদের ডেভেলপার তৈরি করে নিতে হয়। ডেভেলপার হিসেবে কাজ করার পাশাপাশি আমাকে এখন ট্রেনার হিসেবেও কাজ করতে হচ্ছে।

যারা কোডিং করে বা করতে চাই শুধু তাদেরকে নিয়েই কথা বলবো না যাদের কোডিং নিয়ে অনেক ভয় তাদেরকে নিয়েও কথা বলবো, কম্পিউটার সাইন্স বাদে অন্য ডিপার্টমেন্ট এ পড়াশুনা করা পোলাপাইন দের জন্য ই এই লেখা। আপনি যদি মোটামুটি শিক্ষিত হয়ে থাকেন এবং কোডিং এ ইন্টারেস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি পিএইচপি ডেভেলপার হতে পারেন। একজন পিএইচপি ডেভেলপার হতে চাইলে আপনি ইউটিউবে অনেক ইংলিশ ভিডিও পাবেন, সেগুলা দেখে শিখতে পারেন। আর আমাদের ট্রেনিং সেন্টারে এসে শিখতে চাইলে আপনাকে ১৫ হাজার টাকা পে করে শিখতে হবে। তবে আমাদের ট্রেনিং সেন্টার থেকে শিখলে একটা সুবিধা হলো আপনার চাকরির জন্য আর টেনশন করা লাগবে না। আমি পার্সোনালি ট্রেনিং দিয়ে থাকি। আপনি যদি আপনার বাসাই টিউশন নিতে চান তবে আপনাকে ২৫ হাজার টাকা পে করতে হবে। আপনি আমার বাসায় এসে শিখতে পারেন, তার জন্য আপনাকে সেইম ২৫ হাজার টাকা পে করতে হবে। আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে অনলাইনে আমার কাছে কোর্স করতে পারেন, তার জন্য আপনাকে ১০ হাজার টাকা পে করতে হবে।

এবার আসি যারা কোডিং করতে ভয় পাই এবং একটু সহজ কাজ করতে চাই। আপনি যদি কোডিং লাইক  না করেন এবং খুব বেশি শিক্ষিত না হয়ে থাকেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারেন। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে গেলে খুব বেশি কষ্ট করতে হয় না, কোডিং এর ঝামেলা নেই। তবে ওয়ার্ডপ্রেস ডেভেলপার তৈরির জন্য আমাদের ট্রেনিং সেন্টার কোনো কাজ করতেছে না। আমি পার্সোনালি এটার ট্রেনিং দিয়ে থাকি। যদি আপনি ওয়ার্ডপ্রেসের উপরে টিউশন নিতে চান তাহলে ২০ হাজার টাকা পে করতে হবে আর অনলাইনে কোর্স করতে চাইলে ৬ হাজার টাকা পে করতে হবে।

ঈদের আগে ট্রেনিং সেন্টারে ভর্তি হলে ৩ হাজার টাকা ছাড়।

কোর্স করতে চাইলে কল করুনঃ ০১৭৮৯২২০৩২১

অথবা এই ফরম টি পুরন করুন

বোনাসঃ কেউ যদি আমার কাছে বা আমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়ে থাকে তাহলে তাদের জবের ব্যবস্থা করে দেয়া হবে, আর যদি কেউ জব করতে না চান তাহলে আমাদের সাথে ফ্রিল্যান্সিং বেস কাজ করতে পারেন।

#Be-a-real-freelancer

Level 0

আমি ফিন্টেক্স সফট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার ব্র্যান্ড, পণ্য ও সেবার সুষ্ঠু প্রচারণা করতে Techtunes Advertising – tAds এর সহয়তা নিন।

বিশ্ব ব্যাপি ৪ কোটি কমিউনিটির কাছে পৌঁছান আপনার ব্র্যান্ড। আপনার পণ্য আর সেবার তৈরি করুন আন্তর্জাতিক পরিচিতি টেকটিউনসের স্মার্ট ও হাই-পারফরমেন্স ব্যানার এড ও ‘স্পন্সরড টিউন’ এর মাধ্যমে।

Techtunes Advertising – tAds এর মাধ্যমে এডভার্টাইজমেন্ট করতে http://techtun.es/tAds-Advertising-Query লিংকে ক্লিক করুন।