Wapka Challenge কোন Coding দক্ষতা ছাড়াই ৬০ সেকেন্ডের ও কম সময়ে বানিয়ে নিন একটি সম্পুর্ন forum site

টিউন বিভাগ ওয়েব ডেভেলপমেন্ট
প্রকাশিত
জোসস করেছেন

টাইটেল অবাক করা হলেও কথা টি সত্য যে কোন Coding experience ছাড়াই wapka তে professional মানের একটি forum সাইট তৈরি করা সম্ভব। এই কাজটি আমরা করব Browser এর cookies ব্যবহার করার মাধ্যমে।

উপরের টাইটেল পড়ে অনেকেই ভাবছেন এটা কি আসলেই সম্ভব? আবার অনেকেই ভেবে বসে আছেন যে ভুয়া, , বা প্রতারণা মুলক টিউন।

সাধারণত এই ধরনের negative চিন্তা হয়েই থাকে আমাদের মনে।

যারা এ ধরনের কথা ভাবছেন তাদেরকে বলব,
Don’t Judge a book by its cover

আবার কেও কেও ভাবছেন যে iframe ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা কোন IFrame ব্যবহার করব না।

Requirements:
– একটি wapka Blank site.
– HTML5 Supported browser.

HTML 5 supported যে কোন browser হলেই হবে, কিন্তু আমি সাজেশন দিব যে Chrome এর letest build use করার জন্য।
বিঃদ্রঃ Opera mini/uc mini browser দিয়ে কাজটি করা যাবে না।

কার্যপ্রণালীঃ

Chrome browser এ 2 টি Tab open করেন। ১ম Tab দিয়ে wapka passport এ লগিন করে একটি সম্পুর্ন ফাকা সাইট সিলেক্ট করুন। সাইটে যদি কোন কোড থেকে থাকে তাহলে কোড গুলি ডিলিট করা আবশ্যক।

Step 1: Fixing Forum

Edit Site > Global Settings > Forum এ যেয়ে,

Maximal count of letters in one message: 20000
Maximal count of letters in theme name: 200
Time format —
Enable WCODE (about WCODE): ✓ (tick)

stechno

এভাবে উপরের মত করে “Set” button এ press করুন।

Step 2: BBCode Customization

এবার about Wcode এ যেয়ে,

  1. IMG
  2. Code
  3. Quote

এই তিনটি BBcode off করে দিবেন। এই তিনটি BBcode অবশ্যই off করে দিতে হবে।

Step 3: Copying Selected site Admin URl
এই step টি খুবই important, আপনার সাইটের Admin mode এ যেয়ে Home page এর URL টি নিখুঁত ভাবে copy করুন.

নোটঃ – Hash value is sensitive, Your rate of success depends on This step.

Step 3: Accesssing Stechno Trigger
এবার ২য় Tab এ যেয়ে এই সাইটটি তে একটি আইডি create করুন। Id create করতে valid Email লাগবে। অবশ্যই যথাযথ তথ্য দিয়ে Sign Up করতে হবে।

Login করার পর, আপনার Admin URL যেটি পূর্বে copy করেছিলেন, সেটি নিচের picture এর মত Paste করে Make button এ ১ বার press/click করুন।

বিঃদ্রঃ Incognito Mode on থাকলে অবশ্যই off করে নিতে হবে। Admin URL এর Hash ভ্যালুটির Accuracy আবশ্যক।

Make button এ ২ বার কেও ভুলেও press করবেন না। আমি আবারো বলছি Make button এ ১ বার press করবেন। ১ বারের বেশি press করলে সাইট hezzy হয়ে যাবে।

Make button এ press করার পর page Reload / Refresh করা থেকে বিরত থাকুন। নিছে ছোট করে একটি process bar দেখতে পাবেন। এবং কিছুক্ষন পর আপনাকে “Congratulation your site is ready” এই মেসেজটি প্রদর্শন করলেই বুজবেন কাজ শেষ।

এবার আপনার সাইটে visit করে দেখেন, আপনার সাইট ready.

CSS LOAD নিতে ১৫/২০ বা ৩০/৪০ মিনিট সময় লাগতে পারে।
Admin ID দিয়ে Post করতে পারবেন না, এ ক্ষেত্রে একটি User Id খুলে সেটিতে admin power দিয়ে কাজটি করা যেতে পারে

Conclusion:
আজ এই প্রর্যন্তই, আশা করি system টি আপনাদের অনেক কাজে লাগবে। Stechno একটি অসাধারণ এবং চমকপ্রদ Tool. Wapka এর condition এখন তেমন একটি ভাল না। তারপর ও অনেক wapka প্রেমিক আছেন যারা wapka তে কাজ করে থাকেন।

ও আর একটি কথা উপরে বলতে ভুলে গেছি, Chrome দিয়ে admin mode এ ধুকতে সমস্যা হলে একটি “VPN” connect করে নিবেন। অবশ্যই Indian server বাদে।

F.A.Q
1. What is Stechno Trigger?
= Stechno trigger is a wapka builder.

2. Is it safe?
= 100% Safe, it doesn’t inject any harmful code in your site. all code are editable and open source.

3. How stechno trigger works?
= Stechno Trigger use your browser cookies to build your site.

4. Why Admin URL is required?
= By inserting the admin URL, your are allowing stechno trigger to perform action in your site.

5. what’s the motto of stechno?
= Make wapka available for all class of people specially for those who don’t have money to buy or have enough coding experience to have a website.

Level 0

আমি সৈকত ইফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস