নতুন একটি Adnetwork সাইট ইনকামের সেরা সাইট must see

আশাকরি ভালো আছে। আমি আজ আবারো নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হলাম। আজকের টিওনটি মূলত কাজে আশাকরিয়ে দিচ্ছি। আগেই বলি এটার ক্লিক রেট অনেক বেশি অন্য সাইটের তুলনায়। এই সাইটের সকল এমাউন্ট ৳ তে প্রকাশ করা হয়। কোনো ডলার হিসাব না। তাই আপনারা সহজেই বুঝতে পারছেন যে এটি বাংলাদেশি এডনেটওয়ার্ক। এটি প্রতি এড ক্লিকে ১টাকা+ দিয়ে থাকে। দেখুন অন্য সাইটের চেয়ে কত বেশি। তো আমি আপনাদের সব শিখিয়ে দিব কিভাবে রেজিস্টার করবেন এবং একাউন্ট ভেরিফাই করবেন।

তো চলুন শুরু করিঃ-

১মে Click here  এ ক্লিক করুন। 

তারপর স্কিন শট ফলো করুন। আপনার যেহেতু একাউন্ট নেই তাই নতুন খুলব।

তারপর রেজিষ্ট্রেশন এক্লিক করে নিচের মত পেজ আসবে এবং তা সঠিকভাবে পূরন করুন।

খুব খেয়াল করে বক্স গুলো পূরন করুন। তারপর

আপনার ইমেইলেদেখুন একটি ভেরিফিকেশন কোড গেছে। কোডটি কপি করে verification code: কক্স এ দিন। আর পাসওয়ার্ড বক্সে আপনার দেয়া পাসটি দিন। এবার login ে ক্লিক করুন।

এরকম পেজ আসবে। get ad code এ ক্লিক করুন।

এবার কোড গুলো কপি করে আপনার সাইটে বসান।

আর ভিজিটর আপনার এডেক্লিক দিলেই ইনকাম হবে। ভাবছেন ইউজার তো আর ইচছা করে এডে ক্লিক দিবে না। এই সাইটের এটাই মজার বিষয় ক্লিক দিতে বাধ্য আপনার ভিজিটর। তো এবার মজা নিতে থাকুন। ধন্যবাদ। কোনো ভুল হলে ক্ষমা করবেন।

Level 0

আমি মোঃ শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস