ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলমেন্ট দক্ষতা পরীক্ষা করে নিন ছোট্ট একটি ওয়েব সাইট থেকে

নমস্কার, আশা করি সবাই ভাল আছেন, আজকের টিউনটি যারা ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলমেন্ট শিখতেছেন তাদের জন্য,
দক্ষ ওয়েব ডিজাইনার ও ডেভেলাপারদের জন্য নয়।

তাহলে শুরু করা যাক, আমরা অনেকেই ইউটিউব ও বিভিন্ন ওয়েব সাইট থেকে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলমেন্ট শিখে থাকি কিন্তু আমরা অনেকেই জানতে পারিনা আমাদের জানার মধ্যে কোন ভুল আছে কিনা, দক্ষতা বৃদ্ধি করা জন্য কি করা উচিৎ,
নিজে কতটুকু দক্ষ হলাম, পরবর্তী ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করার মত দক্ষ হতে পেরেছি কিনা তা জানতে পারিনা।
এই সব সমস্যা সমাধানের জন্য wdguideline.com ওয়েব সাইট আছে।

এই ওয়েব সাইট যা করতে পারে:
১. প্রশ্নের (MCQ)মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট দক্ষতা পরীক্ষা করতে পারে।
২. দক্ষতার ভিত্তিতে ফলাফল প্রকাশ করতে পারে।
৩. ভুল ধরতে পারে।
8. ভুল সংশোধন করার জন্য দিক নির্দেশনা দিতে পারে।
৫. দক্ষতা বৃদ্ধি করার জন্য দিক নির্দেশনা দিতে পারে।
৬. পরবর্তী ল্যাংগুয়েজ শেখার মত দক্ষতা আছে কিনা তা জানাতে পারে।

যেভাবে দক্ষতা পরীক্ষা করবেন (নতুনদের জন্য):
প্রথমে Basic IT Skill Tester দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করে নিন।
তারপর পর্যায়ক্রমে HTML, CSS, JavaScript, SQL, PHP এর উপর দক্ষতা পরীক্ষা করুন। প্রত্যেক পরীক্ষাতে আপনার
ফলাফল অনুসারে দিক নির্দেশনা দেবে এই দিক নির্দেশনা অনুসরণ করুন।
ওয়েব সাইটির লিঙ্ক: wdguideline.com

Level 1

আমি শ্যামল সিংহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

[url=”https://www.bestchange.com/?p=550276″]E-currency exchangers[/url]