ডোমেইন ও হোস্টিং নিয়ে কাজ করুন :: আপনার দক্ষতার পরিচয় দিয়ে জিতে নিন ফ্রী ডোমেইন সহ ২০ গিগা হোস্টিং।

টেকটিউনের সবাই কেমন আছেন? ভালো সম্ভবত।

আপনারা যারা ভালো  ওয়েব ডেভেলোপার কিন্তু বিভিন্ন কারনে নিজেদের ডোমেইন, হোস্টিং কিনে সাইট বানাতে পারছেন না  তাদের জন্য আমি একটি প্রতিযোগীতার আয়োজন করেছি।এই প্রতিযোগীতায় জিতলে আপনি পাবেন ২০ গিগা হোস্টিং সহ একটি ডোমেইন এবং আরো অনেক কিছু। আমার নিজের প্রায় ১০০ টা ডোমেইন সিডোতে পার্ক করা আছে। আমি ডোমেইন গুলার নাম নিচে দিচ্ছি, আপনাদের কার কোনটা নিতে ইচ্ছা করছে তা এই খানে এবং আমাকে মেইল করবেন ।

ডোমেইন এর সাথে বেশ কিছু শর্ত রয়েছে-
১। ডোমেইন এবং হোস্টিং এর নাম যিনি আগে দিবেন তার জন্য বিবেচনা করা হবে।
২। আপনি কেমন ডেভলপার, তা বোঝানোর জন্য আপনার করা একটি সাইট এর নাম দিবেন(সাব ডোমেইন, ফ্রী ডোমেইন )
৩। প্রতিটা সাইট এর জন্য ১ গিগা স্পেস দেয়া হবে।
৪। এই চুক্তি ১ বছর এর জন্য বহাল থাকবে। (সাইট ভালো জনপ্রিয় হলে মেয়াদ বাড়ানো হবে)
৫। সব থেকে ভালো ডেভেলপাররা পাবেন এশিয়ান আইটির পক্ষ থেকে

প্রথম, ২০ গিগা হোস্টিং এ একটি ডোমেইন,

২য়, ১০ গিগা হোস্টিং এ একটি ডোমেইন,

৩য়, ৫ গিগা হোস্টিং এ একটি ডোমেইন,

৬। পুরুস্কার দেয়া হবে এপ্রিল মাসের ১৫ তারিখে।
৭। ডেভেলপের কাজ শেষ করতে হবে এপ্রিল এর ১০ তারিখের মধ্যে।

ডোমেইন এর তালিকা____
adobevideotutorials.com
amaronlinediary.com
artofquran.com
asianmlm.com
asianptc.com
bangladeshtourguide.com
bangladiary.com
bestfreeincome.com
bestphotoshopplugins.com
brokertemplate.com
checkinternethistory.com
cricketlime.com
definitionofdomain.com
deshiptc.com
deshitourguide.com
developbank.com
digitalalquran.com
earnbdcash.com
educatingmlm.com
findeasyincome.com
firmradio.com
firstuniversityintheworld.com
flashgame2u.com
forexscholar.biz
forexscholar.com
forexscholar.in
forexscholar.info
forexscholar.net
forexscholar.org
fpshare.com
freebestratedantivirus.com
freedesktopwallpaperdownloads.com
freedownloadvectorfiles.com
freeislamicbookdownload.com
freemicrosoftwordtutorial.com
freenokiagamesdownloads.com
freevectorbrushes.com
freewebdesigngraphics.com
greetingu.com
hajjdates.com
hajjvideo.com
halloweenamerican.com
history-of-islam.com
hollywebsite.com
horrorshare.com
hostfileshare.com
hwsuccess.com
ibestdownload.com
insurancelearn.com
ipodincome.com
islamicsongcollection.com
justdefinition.com
kidsislamicsongs.com
legendventurebd.com
legendventurebd.com
madinasharif.com
muhammadbiography.com
muslim-beliefs.com
nobelquran.com
onlineislamicradio.com
onlinemobileload.com
outincome.com
paperstudent.com
picturesofmecca.com
prayer-schedule.com
radiokf.com
radioturn.com
ramadancamp.com
ramadan-time.com
sharendownload.com
snsforex.com
soleloan.com
sonyericssonmobilegames.com
sosuccess.com
sunnahhadith.com
thatforex.com
thegodallah.com
tohelplearn.com
totallyincome.com
trylearn.com
uselibrary.com
voipvoyager.com
vtalkvoip.com
vtforex.com
women-islam.com
yourdownloadhome.com
zakirnaikvideos.com

তো শুরু করে দিন আপনার দক্ষতার পরিচয়।

Level 0

আমি muhibbur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবন এক বহতা নদী ................. কোন বাধা মানে না বয়ে যাওয়াই তার কাজ.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ভাল কাজ হাতে নিয়েছেন । আপনার পাশে আসি।

    Level 0

    সাথে থাকতে চাওয়ার জন্য ধন্যবাদ। নিচের মন্তব্য পড়েন , কাউকে কিছু ফ্রী দিতে চাইলে কেউ কেউ ভাবে যে গোপনে বিরাট কোন লাভ করতেছে অথবা খারাপ জিনিস চালানোর ধান্ধা করতেছে………..। ফ্রী দিলে এই সমস্যা।

ভাই আপনি এভাবে মন্তব্য লিঙ্ক দিলে , খুব তারাতারি আপনার আইডি হারাবেন!!!

Stop it…..

    পছন্দ হয়েছে ভালো কথা, আপনার পরের ৩ টা তো পোস্ট এর লিন্ক তো উপরে নাই। কেন ফালতু স্পাম মারেন???? এগুলো করে আপনি হয়ত ২-১ জন ভিজিটর পেতে পারেন কিন্তু তারা কেউ পসেটিভ ভাবে আপনার সাইটে যাবে না।

আপনার ভালো উদ্যোগকে স্বাগত জানাই ।

Level 0

vai faltu sab host newar theke na newa valo. ami amar host er jonno yearly 7000 TAKA ki pay korchi joke korar jonno

Don't mind apnar faltu sab business idea diye onnoke bibroto korben na

    Level 0

    আপনি আপনার হোস্টিং এর জন্য বছরে ৭ হাজার টাকা দেন ভালো কথা। আপনি বুঝলেন কিভাবে যে আমার হোস্টিং খারাপ? আপনার ৫ বছরে হোস্টিং এর জন্য যে টাকা খরচ হয় তা আমার ১ মাসে হয়। শুধু শুধু না জেনে কমেন্ট করা ঠিক না।

    Level 0

    ১টা ডেডিকেটেড আর ৫ টা ভিপিএস সাথে আরো একটা রিসেলার মিলে প্রতি মাসে আপনার ১০০ ডলার খরচ?

    Level 0

    hey man apnar nijer vul bujha uchit chillo

    apni amake hosting shikhate eshen na. ami ai line e 2 year dhore achi

    apnar host three person visit korlei techtunes er moto dekhabe

    oops server kosto pacche . 😀

    Level 0

    Hote pare, Sometime, 7000 besio hote pare, abr kom o hote pare, Depend on u..Bosore 14 hazar o karo jnne kom hte pare tar site load er jonne

Level 0

ভাই, আপনার সাইটে দেখলাম অনলাইন ইনকাম নামে একটা লিংক। এবং তাতে ইউনিপেটুইউ নিয়ে অনেক লেখা। এতে আপনার টাকার প্রতি কত আগ্রহ বুঝা যায়।

আপনি ৩জনকে ৩৫ গিগাবাইট স্পেস দিবেন। বাকি সবাইকে ১ জিবি করে হোস্টিং দিবেন। কিন্তু বিনিময়ে আপনি কিছুই নিবেন না। বিষয়টা আমার কাছে ঘাপলা লাগতেছে। হোস্টগেটর থেকে রিসেলার হোস্টিং ব্যবহার করতেছেন। ৫০ জিবির দাম প্রতিমাসে ২৫ ডলার। কোন বিনিময় ছাড়াই আপনি দিয়ে দিচ্ছেন।

আরেকটা বিষয় ১ বছরের ভিতর কারো সাইট জনপ্রিয় হলো তখন যে আপনি সাইট টা নিয়ে নিবেন না তার কী গ্যারান্টি? আর কেউ ১ বছর তার সাইটের জন্য অনেক শ্রম দিলো কিন্তু ততবেশি জনপ্রিয় করতে পারলো না তখন আর সময় বাড়াবেন। এই একবছর সে কেন আপনার সাইটের জন্য কাজ করবে? ডোমেইন আর হোস্টিং এর বেশি দাম না। যে কেউ চাইলেই ১২০০-১৫০০ টাকায় ডোমেইন+হোস্টিং কিনে নিজের সাইট তৈরি করতে পারবে। একটা সাইটের জন্য প্রথম ২০০-৩০০ এমবি হোস্টিং হলেই চলে।

    Level 0

    কমেন্ট এর জন্য ধন্যবাদ। টাকার প্রতি আগ্রহ নাই কার? আপনার?? হাসালেন।
    আপনি কি মনে করেছেন যে আমি শুধু হোস্টগেটরের ৫০ গিগা দিয়ে কাজ করি? আমার নিজের ১ টা ডেডিকেটেড সার্ভার আছে এবং ৫ টা ভিপিএস আছে। আমি এই সুযোগটা তাদের দিচ্ছি যারা যে কোন কারনে ডোমাইন কিনতে পারতেছেন না । আমি বলি নাই যে তাকে সারা জীবনের জন্য ডোমেনি ও হোস্টিং দিব। ১ বছর পার হয়ে গেলে সাইট যদি যথেস্ট পরিমান জনপ্রিয় হয় তাহলে মেয়াদ বাড়ানোর কথা লেখা আছে।

    শুধু শুধু না জেনে কথাকে twist করবেন না।

    Level 0

    @muhibbur,
    টাকার প্রতি আমারো আগ্রহ আছে। কিন্তু আপনি আমার কথার অর্থ বুঝতে পারেননি। তাই হাসলেন। টাকার প্রতি আমার আগ্রহ আছে তবে ফটকাবাজি করে ১০০ টাকায় ২০০ টাকা লাভ টাইপের ব্যবসা করে টাকা অর্জনের আগ্রহ নাই। "অতি লোভে তাতী নষ্ট" বলে একটা কথা আছে। যা আশাকরি জেনে থাকবেন। অতিলোভে অনেকেই ইউনিপেটুইউ তে ইনভেস্ট করে বড়লোক হওয়ার চিন্তায় ছিল। কিন্তু বর্তমান অবস্থা সম্পর্কে আশাকরি অবগত আছেন।

    আমি না জেনে কথা বলছি না। আপনি আমার মন্তব্য ঠিক মতো বুঝতে পারেননি। আবারো ভাল করে পড়ার অনুরোধ রইল।
    আপনার ১টা ডেডিকেটেড এবং ৫ টা ভিপিএস থাকতে আপনার সাইটটা হোস্টগেটরের সার্ভারে হোস্ট করছেন কোন উদ্দেশ্যে?
    ভিপিএসের চেয়ে ডেডিকেটেড সার্ভার অনেক ভাল। তাহলে ৫টা ভিপিএস নেয়ারই দরকার কেন? ফাপর মারেন নাকি?

    Level 0

    ভাই ফালতু তর্ক করতে চাই না। আমার পোস্ট এর বিষয়ে কথা বলেন। বাইরের বিষয়ে না। আপনি যদি মনে করেন আমি ফাফর মারতেছি তাইলে ভাবব কারও এই জিনিস আছে এইটা ভাবার মত ক্ষমতা আপনার নাই। এটা আপনার দুর্বলতা। আমার মেইন সাইট হোস্টগেটরে আছে কারন হোস্টগেট এর ঐ হোস্ট এ আমার বিলিং সিস্টেম ও রয়েছে । আমার বিলিং সিস্টেমটা হোস্টগেটরের দেয়া তাই আইপি বদলালে ঐটাতে সমস্যা হবে। আরেকটি বিষয় আমি ফাফর মারতেছি কিনা এইটা বোঝার জন্য আপনি who.is/ns1.asianitbd.com who.is/ns1.firstnameserver.com লিন্কে জান এবং আমার সার্ভিসসে কতগুলা ডোমেইন আছে তা দেখেন। ইচ্ছা করলে তাদের ফোন করে আমার বেপারে শুনুন। আশা করি বুঝতে পারবেন আমি ফাফর মারতেছি কি না……………….. আশা করি আর ফালতু কমেন্ট না করে ভালো কমেন্ট করবেন।

    Level 0

    আমার ভাবার ক্ষমতা সম্পর্কে ও আপনার ধারণা নাই। আমি ও ফালতু তর্ক করি না। আমি প্রশ্ন করেছিলাম তা এড়িয়ে গেছেন আপনি। যাই হোক আপনার firstnameserver.com চেক করে মাত্র ১০ পিস সাইট দেখলাম। আর asianitbd.com করে দেখার কোন ইচ্ছা নাই। কারণ হোস্টগেটর এর সার্ভারে হাজারের উপরে ও কাস্টমার হোস্ট করা হয়। অন্যান্য রিসেলারের কাস্টমার ও থাকবে এখানে। শুধু আপনার গুলোই থাকবে না।

    আর বিলিং এর কথা বললেন? বিলিং যেকোন হোস্ট এ সরানো কোন ব্যাপারই না। আপনার যেহেতু ডেডিকেটেড সার্ভার, ভিপিএস কেনার ক্ষমতা আছে। সেহেতু বিলিং সফট কেনার ও ক্ষমতা থাকার কথা। হোস্টগেটরের ফ্রী বিলিং ব্যবহার করার দরকারই পরে না।

    ফালতু কমেন্ট করিনি আমি। সবসময় যে মানুষ তোষামোদি করে মন্তব্য করবে সেটা ভাবা ঠিক না। নেগেটিভ মন্তব্য হজম করার ক্ষমতাও অর্জন করেন।

ইশ পরীক্ষা না থাকলে যোগ দিতে পারতাম!

Level 0

এখানে দেখছি কিছু whois শিখেই অনেকে বিশাল গর্বিত পন্ডিত হয়ে গেছেন দেখছি!!! ভালো ভালো

মজার থিম lol

ঊনি হোস্টগেটর এর ফ্রী বিলিং software ব্যবহার করলে আপনার সমস্যা কোথায় ? আর বিলিং সফটওয়্যার ভিপিএস এ আনার দরকার কি? … যেখানে আছে ভালই আছে।

Level 0

ভাই প্রতিযোগিতায় যোগ দিতে চাই। কিভাবে দিবো???? আমার পছন্দ artofquran.com

zakirnaikvideos.com

give me that site . I will try my best to design it .

My site: zakirnaikaudiovideo.wordpress.com

ভাই সাথে আছি