ওয়েব সাইট তৈরি করে সাইটে ভিজিটর সংগ্রহ করা খুব একটা সহজসাধ্য কাজ নয় কেননা ভিজিটর আসবে সাইটের কন্টেন্ট এর ওপর ভিত্তি করে। সাইটের কন্টেন্ট ভাল হলে কিংবা প্রচুর পরিমান কন্টেন্ট থাকলে সাইটটি গুগলের কাছে বেশ গুরুত্ব পাবে, যার ফলে বাড়তে থাকবে ভিজিটর। এজন্য প্রয়োজন হয় Search Engine Optimization এর। যদি এমন হয় যে, রাতারাতি কিছু ভিজিটর দরকার তখন কিন্তু আপনি ভিন্ন একটি প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। যার নাম Traffic Exchange। এটা অনেকটা Give and Take এর মত ব্যাপার। এর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ভিজিটর পাবেন। আসুন এবার দেখি যে কোন সাইটগুলোতে Traffic Exchange করা যায়:
http://www.codx.me/
http://www.easyhits4u.com
http://www.startxchange.com
http://www.clicksia.com
http://www.myyoutubeviews.com
http://www.rankraise.com
উপরোক্ত সাইটগুলোতে কাজের সিস্টেম প্রায় একই। নিচের নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরন করুন:
১. প্রথমে সাইটে সাইন আপ করুন এবং লগইন করে প্রবেশ করুন।
২. আপনার সাইটটি সাবমিটের জন্য মাই সাইট বাটনে ক্লিক করুন এবং আপনার সাইটগুলো সাবমিট করুন।
৩. এসব সাইটের আরেকটি সিস্টেম হচ্ছে আপনি অন্যের এ্যাড যত দেখবেন আপনার সাইটের ভিজিটর তত বাড়বে, তাই surf ads বাটনে ক্লিক করে প্রদত্ত সাইটগুলো ভিজিট করুন।
সাইটে Traffic বৃদ্ধির পদ্ধতি তো জানা হল এবার নিজের সাইটের জন্য প্রয়োগ করুন
Email: [email protected]