http://ariyanholidays.com- জুমলাতে বানানো আমার প্রথম সাইট

http://ariyanholidays.com- জুমলায় বানানো আমার প্রথম সাইট। আমি অনেক দিন ধরেই জুমলা সিখার চেস্তা করছিলাম এবং এই চেস্তায় আমকে সবচেয়ে বেসি সাহাজ্জ করেছে  techtunes. এখানে অনেকেই জুমলা এর উপর ধারাবাহিক tune করেছেন জা আমার অনেক উপকারে এশেছে। আর সেটার ফলাফল হল এই website. আমি এই সাইট টা joomla 1.5 ব্যবহার করে বানিএছি, জদিও joomla 1.6 রিলিজ হয়ে গেছে। আমি অনেক কস্টে 1.5 সিখেছি তাই সেতা দিয়াই সাইট টা বানালাম। তবে joomla 1.6 এ অপশন অনেক বেশি। আমি joomla 1.6 সিখার চেস্তা করছি। যদি কনো ভাই জুমলা নীয়া কনো problem face করেন তো আমকে জানাতে পারেন। আমি আমার সাদ্ধ মতো সাহাজ্জ করার চেস্টা করব।দেখে বুঝতেই পারছেন সাইট টা একটি company এর। এটা বানানর জন্য আমকে তারা payment করছে 🙂 techtunes এর জন্য আমার ভবিসসতের একটা নতুন দুয়ার খুলে গেল, এ জন্য আমি techtunes এর কাছে সারাজিবন ক্রিতজ্ঞ থাকব।

আমি মনে হয় অনেকের সময় নস্ত করলাম, কিন্তু আমি আমার আনন্দ আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না। তাই ভুল হলে ক্ষমা করবেন। আর একটা অনুরধ , আপনারা একটু সাইট তা দেখবেন এবং কেমন হয়েছে সাইট তা আমকে একটু জানাবেন, এতে আমি আমার ভুল গুল জানতে পারব, নিজেকে আরো improve করার সুজোগ পাব। আমার জন্য সবাই দুয়া করবেন...and...techtune Rockzzzzzzzzzzzzzzzzzzzz 😀

সাইট টার URL: http://ariyanholidays.com/

Level 0

আমি পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://thewisesolutions.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন হিসেবে অনেক ভালো করেছেন। সাইটটা দেখে মনে হল কমার্শিয়াল, সেই দিক থেকে বিবেচনা করলে থিমটা ছেলেমানুষি লাগছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আর কালারের দিকে নজর দিন। হালকা কোনও থিম ব্যবহার করুন। শুভকামনা।

    আপনার মন্তব্বের জন্য ধন্নবাদ।

Level 0

owo via,Congratulation
ami to apnake e khujtasi
Plz apnar yahoo id ta dan
amar id [email protected]
google talk id [email protected]
apnar shatha kotha asa

Level 0

ok vai apnar creativity amar valo legeche… apnar skype information dile nijer kichu kaaj koriye nite parbo 🙂 or mail me ([email protected]) with your hourly price and expertise area.

Thanks
Priam

    ভাইয়া, আমার skype Id : mahfuzul_hasan । মেসেঞ্জার এ বাকি কথা হবে। মন্তব্বের জন্নো ধন্নবাদ।

Level 0

প্রথমেই আপনার জন্য শুভকামনা রইল । আমি জুমলা শিখতে চাই আপনি যদি আপনার টিউটোরিয়ালগুলো শেয়ার করেন এবং আপনি কোথা থেকে শিখেছেন সেই সাইটগুলো যদি শেয়ার করেন তাহলে কৃতজ্ঞ থাকব । আর আপনার জিটক আইডি টা দেন । অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন ।

দারুন। চালিয়ে যান।

সাইটটা অনেক সুন্দর হয়েছে।জুমলা নিয়ে আপনি টিউটোরিয়াল লিখতে পারেন।আর বাংলা স্পেলিং গুলো একটু ভাল ভাবে খেয়াল করুন।সঠিকভাবে লেখার জন্য অভ্র কিবোর্ড ডাউনলোড করুন।

    জুমলা নিয়া অনেকেই লিখছেন, আমার অভিজ্ঞতা তদের চেয়ে কম। আর আক্তু সিখি তারপর লিখব ইন্সাল্লাহ। জুমলা 1.6 নিয়া লিখার ইচ্ছা আছে।

Level 0

:D:D:):)

হাল্যো পাভেল ভাই দারুন হয়েছে ।আর কিছু কাজ করলে সাইট টা বেশ ভালই লাগবে ।আর প্রথম কাজ হিসেবে অনেক ভাল কাজ করেছেন ।

আপনার সাইট টা খুব সুন্দর হয়েছে। কিন্তু সাইটের Choose your Tour/Destination Package: অপশনে Sundarban এর স্থলে ভুলবশতঃ Sudarban লিখেছেন। সংশোধন করে দিয়েন, খুব জরুরী একটা অপশন কিন্তু এটা !!!!!!!!!!

কিছু মনে করবেন না,আরো কিছু বানান, যেগুলো সংশোধন করা দরকার। হাতে ব্যাথা পাওয়ার কারণে বিস্তারিত লিখতে পারলাম না, কষ্ট করে বুঝে নিয়েন……
Welcome to ariyan holidays:
‘Ariyan Holidays’ is a Bangladeshi tour operator company has been established in 2010 to offer you any type of Inbound and Outbound tours. You may rely on us for your holiday or vacation plans. We organize inbound tours, like, Dhaka City Tour, Dhaka-Sundarban-Dhaka, Dhaka-((((((((((Banderban)))))))))-Dhaka, Dhaka-(((((((Coxsbazar))))))-Saintmartin-Dhaka, Dhaka-Paharpur, Rajshahi with our own transportation system. Our planned overseas tour destinations are India, Nepal, Dubai, Malaysia, Maldives, Singapore and Egypt. We are highly specialized in variety of customized tours.

Daily Poll:
Your Favourite Tourist Spot
(((((Sundorban)))))
Cox’s Bazar
Kua Kata
(((((Sent Martine))))))
Paharpur
Bandarban

Your Favourite Tourist Spot
Hits Percent Graph
Cox’s Bazar
10 38.5%
((((Sundorban)))
8 30.8%
((((Sent Martine)))))
5 19.2%
Bandarban
2 7.7%
Paharpur
1 3.8%
Kua Kata

আরো ভুল থাকতে পারে, ভালো করে চেক করা দরকার………….

    খুবি ভাল লাগলো যে আপনি কস্ত করে সম্পুরনো সাইট টা দেখছেন। জতো জলদি সম্ভব ভুল গুল তিক করে দিব।

Level 0

valo hoise anek valo

Level 0

Khubi valo hoyese. Bro apnar kase ki joomla sekhar kono valo video tutorial ase? Thkale please amai janaben. I will wait for ur answer.

    Level 0

    amar kasa asa,al hera company ar video tutorial ta dakhta paran

    Level 0

    Many many thanks for ur reply. But bro alherar joomlar video tutorial ar ki kano link ase? Ar apnar kas theke ogulo paoar kono way ase?

THANK U

Hosting kon jaygar? eto slow kan site? Pool kaj kore na, Joomla’r koto version use kortesen?

Level 0

সত্যি বেশ সুন্দর হয়েছে, আমরা জুম্লা আর ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কাজ দেখি কিন্তু দ্রুপাল এর ব্যাবহার একটু কমই দাখি (বাংলাদেশে)। আমার মনে হয় জুম্লা আর ওয়ার্ডপ্রেস এর তুলনায় দ্রুপাল এর গতি বেশি। বাইরের ওয়েব প্রোফেসনালরা দ্রুপাল এর বেশ ব্যাবহার করে থাকেন। আসুননা আমরাও ব্যাবহার করে দেখি দ্রুপাল।

আমার প্রথম সাইট প্রথম জুমলা দিয়ে সাইট বানানো http://127.0.0.1 তে। 😀

Level 0

জুমলাতে ফটো গ্যালারি কিভাবে যুক্ত করবো এ ব্যাপারে জানালে খুশি হতাম। আপনার ওয়েব সাইটে Tourist Spots in Bangladesh লেখা যেখানে রয়েছে তার নিচে যে ছবি গুলো মুভ করছে ওটা কিভাবে করবো।

Level 0

onk sondor…hocha…ami joomla sikasilam but akon onkkhani vhola gsai
amr akta blog asa sa ta holo:http://mktgide.blogspot.com/

অনেক সুন্দর সাইট তৈরী করেছেন।

আমার একটি প্রশ্ন ছিল। জুমলায় লগ ইন ফর্মটা কীভাবে মুছে ফেলা/লুকিয়ে রাখা যাবে ফ্রন্ট পাতা থেকে। আমি মডুল ম্যানেজার থেকে ইতিমধ্যে ডিসেবল করেছি এবং মেনু আইটেম থেকেই নিক্রিয় করেছি। তারপরেও লগইন ফর্মটা সাইটে দেখাছে। যদি অনুগ্রহকরে বলতেন কীভাবে লগইন ফর্মটা লুকিয়ে রাখা যায় অনেক উপকার হত।
আগ্রীম ধন্যবাদ।

আর আপনি কী ধরনের এক্সটেনশন ব্যবহার করছেন তা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন অনেক উপকার লাগত।