http://ariyanholidays.com- জুমলায় বানানো আমার প্রথম সাইট। আমি অনেক দিন ধরেই জুমলা সিখার চেস্তা করছিলাম এবং এই চেস্তায় আমকে সবচেয়ে বেসি সাহাজ্জ করেছে techtunes. এখানে অনেকেই জুমলা এর উপর ধারাবাহিক tune করেছেন জা আমার অনেক উপকারে এশেছে। আর সেটার ফলাফল হল এই website. আমি এই সাইট টা joomla 1.5 ব্যবহার করে বানিএছি, জদিও joomla 1.6 রিলিজ হয়ে গেছে। আমি অনেক কস্টে 1.5 সিখেছি তাই সেতা দিয়াই সাইট টা বানালাম। তবে joomla 1.6 এ অপশন অনেক বেশি। আমি joomla 1.6 সিখার চেস্তা করছি। যদি কনো ভাই জুমলা নীয়া কনো problem face করেন তো আমকে জানাতে পারেন। আমি আমার সাদ্ধ মতো সাহাজ্জ করার চেস্টা করব।দেখে বুঝতেই পারছেন সাইট টা একটি company এর। এটা বানানর জন্য আমকে তারা payment করছে 🙂 techtunes এর জন্য আমার ভবিসসতের একটা নতুন দুয়ার খুলে গেল, এ জন্য আমি techtunes এর কাছে সারাজিবন ক্রিতজ্ঞ থাকব।
আমি মনে হয় অনেকের সময় নস্ত করলাম, কিন্তু আমি আমার আনন্দ আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না। তাই ভুল হলে ক্ষমা করবেন। আর একটা অনুরধ , আপনারা একটু সাইট তা দেখবেন এবং কেমন হয়েছে সাইট তা আমকে একটু জানাবেন, এতে আমি আমার ভুল গুল জানতে পারব, নিজেকে আরো improve করার সুজোগ পাব। আমার জন্য সবাই দুয়া করবেন...and...techtune Rockzzzzzzzzzzzzzzzzzzzz 😀
সাইট টার URL: http://ariyanholidays.com/
আমি পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://thewisesolutions.com/
নতুন হিসেবে অনেক ভালো করেছেন। সাইটটা দেখে মনে হল কমার্শিয়াল, সেই দিক থেকে বিবেচনা করলে থিমটা ছেলেমানুষি লাগছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আর কালারের দিকে নজর দিন। হালকা কোনও থিম ব্যবহার করুন। শুভকামনা।