আপনার ডোমেইন, আপনার-ই নিয়ন্ত্রন ।

ইদানিং প্রায়-ই শোনা যায় ডোমেইন এর কন্ট্রোল প্যানেল ছাড়াই ডোমেইন কেনা-বেচার কথা।
অবশেষে রেজিস্টার (তথাকথিত) দ্বারা ডোমেইন আটক ওথবা ভারী জরিমানা দেয়া ডোমেইন উদ্ধার ।

এই ধরনের বিব্রতকর পরিস্থিতির হাত থেকে রেহায় পেতে যা করবেন -
১. ডোমেইন কেনার সময় অবশ্যই কন্ট্রোল প্যানেল আপনার নিয়ন্ত্রণে রাখবেন।
২. ডোমেইন এর লক অফ/অন করার কর্তৃত্ব থাকবে আপনার।
৩. জানা থাকতে হবে ডোমেইন এর অথ কোড।

বিস্তারিত জানতে

Business Hosting

Level 0

আমি Kabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ডোমেইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছি।

    Level 0

    মামুন ভাই,
    আপনি যদি ডোমেইন কিনতে চান, তাহলে সবচেয়ে ভাল পথ হল –

    http://www.whois.com
    http://www.namecheap.com
    http://www.networksolutions.com
    http://www.godaddy.com
    http://www.domain.com
    এরকম বিশ্বাসযোগ্য এবং স্বীকৃত সাইট থেকে নিজের মাস্টার / ভিসা কার্ড অথবা alertpay, moneybookers, paypal ইত্যাদি অ্যাকাউন্ট দিয়ে ডোমেইন কিনা।

    আর যদি তা না হয়, এমন কারো কাছ থেকে ডোমেইন কিনা, যে আপনাকে ডোমেইন এর কন্ট্রোল প্যানেল দিয়ে দিবে Business Hosting

    বিশেষ করে খেয়াল রাখবেন, বাংলাদেশ এর কেও যদি দাবি করে যে আমি বা আমরা ডোমেইন রেজিস্টার / ICANN স্বীকৃত ( http://www.icann.org ) তাহলে অবশই ICANN এর সাইট থেকে তাদের স্বীকৃত রেজিস্টারদের লিস্ট টা দেখে নিয়েন ( http://www.icann.org/en/registrars/accredited-list.html ) ।

পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।