চাইলেই আপনার সাইটে চ্যটিং সুবিধা সংযুক্ত করতে পারেন, কোন প্রগ্রামিং না জেনেই। এখানে গিয়ে রেজিস্ট্রশন করলে আপনার সাইটের জন্য কোড দিবে। সেই কোড কপি পেস্ট করলেই হবে। কোন আইপি ব্যান করারও ব্যবস্থা আছে। আপনার ইচ্ছা মতো রঙ ঢঙ পরিবর্তনও করতে পারবেন।এর সুবিধা হলো-এটি ব্যবহার করলে আপনার সাইট স্লো হবে না, এ অংশটি আপনার ব্যানডউথও খাবে না।
ডেমো দেখুন এখানে ।
অবশ্য এরকম অনেক সাইট ই আছে যারা এই সুবিধা দিয়ে থাকে। এখানে মাত্র একটির কথা বললাম।
নিচের কোডগুলো কপি/পেস্ট করেও দেখতে পারেন করে-
<!-- Begin ShoutMix - http://www.shoutmix.com -->
<center><iframe title="tutorialbd" src="http://www4.shoutmix.com/?tutorialbd" frameborder="0" scrolling="auto">
<a href="http://www4.shoutmix.com/?tutorialbd">View shoutbox</a>
</iframe></center>
এরকম একটি আউটপুট পাবেন
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
Good tunes………if it works.