ওয়েব ডিজাইন
বেসিক ওয়েব ডিজাইন টিউটিরিয়ালের প্রথম পর্বে সবাইকে স্বাগতম ও আভিনন্দন।
আজ আমরা যে বিসয় নিয়ে আলকপাত করবো যখন আপনি একটি ওয়েবসাইট তৈরি করার পরিকল্পনা করবেন এবং শিখবেন তখন আপনার কিছু হেল্পার লাগবে
কিছু কিছু এলিমেন্ট বা সফটওয়্যার আপনার ওয়েবসাইটকে ডিজাইন করতে সাহায্য করবে।
যেহেতু আমি ধরে নিলাম আপনারা একেবারে বিগিনিং লেবেলের অরথাত প্রাথমিক অবস্থা থেকে শুরু করছেন, এক্ষেত্রে আপনারা কি করবেন
ওয়েবসাইট ডিজাইন শেখার জন্য w3schools এই সাইটের সহয়তা নিতে পারেন এর জন্য http://www.w3schools.com এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন অনেক html এবং css এর অনেক টিউটিরিয়াল পাবেন এই সাইট দেখুন দেখে বেসিক ধারনা নেবেন
আমি আপনাদের দেখতে বলেছি আবার মুখস্ত করতে বলিনি যেমন আমি ক্লিক করলাম html link নিচে দেখুন সচ্রিন সর্ট
লিঙ্কে ক্লিক করার পর নিচের মতো পেজ ওপেন হল
<a href=” এইখানে লিংক দিতে হবে” > এইখানে লিখতে হবে আপনি যে লেখার ভিতর লিংক ঢুকাবেন </a>এভাবে একে একে দেখুন সবগুলো প্রাথমিক ধারনা পেয়ে যাবেন
এছাড়া ওয়েব ডিজাইনের কাজ করতে হলে আগে আপনার কম্পিউটারকে রেডি করতে হবে এর জন্য জা জা লাগবে
১। ইডিটর যেখানে আপনি কোড লিখবেন notepad ++ এই লিংকে ক্লিক করে আপনার ইচ্ছা মতো একটা ইডিটর নামিয়ে নিন।
২। এবার লাগবে কালার পিকার জা দিয়ে আপনি কালার কপি করবেন এর জন্য pixie লিখে সার্চ করলে পেজ সামনে আসবে অথবা এই
Pixie কিলিক করে ডাউনলোড করে নিন ব্যাস পিক্সজির কাজ সেস।
৩। এখন আর কিছু লাগবে যেমন Snipping Tool জা দিয়ে আপনি সক্রিন সর্ট নেবেন কারন ওয়েব ডিজাইন করতে গেলে মাজে মাঝে ইমেজ প্রয়োজন হয় Snipping Tool এটা আপনার কম্পিউটারে start বাটুনে কিলিক করে run গিয়ে Snipping Tool লিখে সার্চ করলে পেয়ে যাবেন
৪। এবার আমাদের ইনপরটেন একটা জিনিস আমাদের লাগবে সেটা হল Zen.Coding-Notepad++ এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন
৫। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হল কম্পিউটারে ফাইলের এক্সটেনশন সো করান যেমন আমরা ফাইল তয়রি করি
কিন্তু তার এক্সটেনশন হাইট থেকে যাই এর জন্য প্রথমে জাব my computer তারপরে জেকন ফাইল বা ফোল্ডার সিলেক্ট করে বামে উপরে অরগানাইজ কিম্বা ফাইল জেটাই লেখা থাক বাকি পর্ব গুল আমার সাইটে দেখতে পারেন
আমি আইটি ব্লগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।