এইবার ৫ মিনিটেই ওয়েবহোস্ট সেটআপ করুন-নিজের সাইট নিজেই উপলোড করুন আর হয়ে যান ওয়েব ডেভলপার

আসসালামুওলাইকুম, কেমন আছেন প্রান প্রিয় টেকবাসি?আমি আপনাদের দোয়াতে আর প্রযুক্তির কল্যানে ভালই আছি। আবারো আপনাদের সবার প্রিয় সিরিজের আরো একটা সুপার ডুপার টিউন উপহার দিতে যাচ্ছি 😆 তোহ চলেন ভূমিকা করে সরাসরি টিউনে চলে আসি। একটা ওয়েব সাইট আমরা সবাই বানাতে চাই কিন্তু পারি না সবাই 😥  কারন কোডিং ডোমেইন কেনা হস্টিং আরো কত্তো ঝামেলা! তাই আমি গত টিউনে দেখিয়েছিলাম কিভাবে ফ্রী ডোমেইন + হস্টিং নিয়ে বিনা কস্টে বিনা টাকায় সম্পূর্ন ফ্রিতে একটা উন্নত মানের ওয়েবসাইট বানানো যায় আর আজ দেখাবো কিভাবে অনলিমিটেড হস্টিং এ আপনার নিজের কোডিং করা ওয়েবপেজ  এবং আপনার যেকোন ফাইল উপলোড  করা যায়। টেকটিউনসবাসি অনেকেই আমাকে এই বিষয়ে একটা টিউন করতে বলেছেন।

তোহ চলেন আমরা ওয়েব ডেভলপার হওয়া শুরু করে দেয়ঃ

প্রথমে আমাদের কিছু সফটয়্যারের দরকার হবে যেমন ফাইলজিলা এফ টি পি ক্লাইন্ট।

গুগল ড্রাইভ ডাউনলোড লিংক  (সাইজ মাত্র ৮ এম্বি)

এই প্রক্রিয়াটা আপনাকে খুবই ভাল ভাবে অনুসরন করতে হবে তাই আপনাদেরই জন্য আমার এই ভিডিও টিউন করা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাই দয়া করে মনযোগ দিয়ে ভিডিটা দেখুন।

ভিডিওতে যে যে বিষয়ে আলোচনা করা হয়েছেঃ

১। কিভাবে ওয়েব হোস্ট সেটআপ করতে হয় এবং হোস্টে কিভাবে সাইট উপলোড করা যায়।

২। নতুন নিয়মে সবাই কিভাবে ৫ বছরের জন্য আনলিমিটেড হোষ্টিং নিবেন ১০০% ফ্রী।

৩। নতুন ভাবে আবারো কিভাবে কাষ্টম ডোমেন নিবেন টোটালি ফ্রী ১ বছরের জন্য।

৪। কীভাবে প্রফেশনাল ওয়েব সাইট বানাবেন স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে।

ধন্যবাদ সবাইকে দয়া করে জাস্ট একটু সাপর্ট করবেন প্লীজ আপনাদের অনুপ্রেরনা আমাদের বড় পাওয়া প্লীজ চ্যনেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন নাহ।

আল্লাহ হাফেজ। দেখা হবে আগামি টিউনে।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস