আইডি কার্ড জেনারেটর বর্তমানে অনেক গুরুত্বপূর্ন একটি টুল। যে কোন প্রতিষ্ঠানের সকল সদস্যদের জন্য আইডি কার্ড বানানো অনেক ঝামেলার। তাই আইডি কার্ড জেনারেটর এর মাধ্যমে যে কেউ খুব সহজে আইডি কার্ড বানাতে পারবে। আইডি কার্ড জেনারেটর এর বেসিক হল ইমেজ প্রোসেসিং। এখানে প্রথমে ডিফল্ট আইডি কার্ড থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ বানাতে হয়, তারপর কো অর্ডিনেট অনুসারে ফন্ট এর পজিসন এবং কালার ঠিক করতে হয়, সবার শেষে এক্সটেনশন অনুযায়ী ক্রিয়েট এবং রিসাইজ করতে হয়।
এখানে ডেমো হিসেবে পূর্বের নাশনাল আইডি কার্ড এর ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া আছে। চাইলে যে কোন ইমেজ দেয়া যাবে। কো অরডিনেট গুলো নতুন ইমেজ অনুযায়ী সেট আপ করে নিলেই হবে। যে কোন আইডি কার্ড জেনারেটর বানাতে পারবেন এই কোড দিয়ে।
নিচে আইডি কার্ড জেনারেটর এর ডেমো এবং ফুল সোর্স কোড দেয়া হল ঃ
ডেমো : http://idcardgenerator.000webhostapp.com/
সোর্স কোড : https://github.com/shawon100/IdCard-Generator
More Tutorials : https://www.facebook.com/MekTekBD/
আমি দিগন্ত দিগন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।