বাংলা ভাষায় যেকোন কিছুর প্রতি আমাদের কিছু ধারনাঃ
১. তত্ত্ববিহীন ও কোন কোয়ালিটি নেই।
২. একই কথা বার বার বলে বিরক্ত করা হয়। ফলে ৩০ মিনিটের বাংলা কোন ভিডিও টিউটরিয়ালে আসলে শেখার মত অংশ ৫ মিনিটের।
.
.
.
এভাবে এই তালিকা বড় হতে থাকবে। আমাদের নিজের ভাষায় কোন কিছুতে আমাদের এরকম অনিহা- এখন একটা অভ্যাসে পরিনত হয়েছে। এর পেছনে কারনও আছে। কিন্তু আমরা সবাই যদি গড়পরতা সব কাজকে এভাবে মূল্যায়ন করি তাহলে যারা ভাল কিছু করার চেষ্টা করছে তারা থেমে যাবে। বাংলা ভাষায় ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু টিউটরিয়াল শেয়ার দিচ্ছি। বাংলা টিউটরিয়ায়লের প্রতি সবার গতানুগতিক ধ্যান-ধারনাকে পরিবর্তন করে দিবে সেই চলেঞ্জ করছি না। তবে চেষ্টা করেছিঃ
"তত্ত্ববহুল ও কোয়ালিটি সম্পন্ন করতে"
থিম ডেভলপমেন্ট নিয়ে টিউটরিয়ালঃ
[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]
এই সিরিজে যা থাকছেঃ
কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন, কিভাবে থিম কাস্টমাইজ করবেন, কিভাবে প্লাগিন ব্যবহার করবেন, কিভাবে নিজেই থিম বানাবেন(একেবারে স্ক্রেচ থেকে), কিভাবে মেনু নিয়ে কাজ করবেন, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ফাইল কিভাবে কাজ করে।
প্লাগিন ডেভলপমেন্ট নিয়ে টিউটরিয়ালঃ [টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]
এই সিরিজে যা থাকছেঃ
কিভাবে প্লাগিন বানাবেন, কিভাবে একশন হুক ও ফিল্টার হুক কাজ করে, কিভাবে শর্ট কোড কাজ করে।
-হেপি কোডিং 🙂
আমি আবদুস ছাত্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।