প্রিয় টেকটিউনারস, আজকে আমরা দেখাব কিভাবে Ampss দিয়ে কিভাবে ফ্রি Domain নিয়ে Web ডিজাইন করবেন। আর আমি আপনাদেরকে বলে রাখছি Ampps দিয়ে সুধু WordPress নয় সারা বিশ্বে যত ওয়েব ডেভেলাপ Software আছে সব এর মধ্যে আছে। প্রথমে আপনাকে একটি Domain এর নাম ঠিক করে রাখতে হবে। আপনি কি নামে Domain নিবেন। [যদি বলে আপনি কোথায় নিয়ে Domain নিবেন।] Domain কি এমনি এমনি চলে আসে তাদরে জন্য আমি বলছি এখানে গিয়ে আমার ডিভিওটি দেখুন, তারপর বুঝতে পারবেন কিভাবে ফ্রি Domain পাওয়া যায়। যা বলছিলাম আপনি ampps এর ডেসবোডে গিয়ে Add Domain ক্লিক করুন। সেখানে দিয়ে আপনার পছন্দের Domain এর নাম লিখুন। যেদিকে লক্ষ রাখতে হবে তা হলো {Example.com} একটি ডোমেইন নিলেন। আপনি Example এর পরে .com ব্যবহার করতে পারবেন না।এর পরিবর্তে .dev ব্যবহার করতে হবে। কারণ আপনি একজন ওয়েপ ডেভেলপার। আপনাকে এরুপ Domain নিতে হবে যেমনঃ [Example.dev] যেমন আমিও ব্যবহার করেছি এবং শিখছি। আমাদের সাইটে যেতে এখানে ক্লিক করুন।
আমি আহাদ আসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।