বিসমিল্লাহির রহমানির রাহীম। সবাইকে সালাম জানিয়ে আমার প্রথম লেখা শুরু করছি । এই সাইটে আমার অনে্ক ওস্তাদ রয়েছে তাদের প্রতি সম্মান জানাচ্ছি ,আমি কিছুদিন নিজের একটি ব্লগে লেখালেখি শুরু করে ছিলাম কিন্তু কপি পেস্ট কারণে লেখা বন্ধ করে দিয়েছিলাম ।পরে আমী এই পদ্ধতি ব্যাবহার করছি ,আপনারা চাইলে BLOGGER এটা ব্যাবহার করতে পারেন ।
<a href="http://www.poorchilds.com">BANGLADESHI POOR CHILDREN</a><script type="text/javascript"> var omitformtags=["input", "textarea", "select"] omitformtags=omitformtags.join("|") function disableselect(e){ if (omitformtags.indexOf(e.target.tagName.toLowerCase())==-1) return false } function reEnable(){ return true } if (typeof document.onselectstart!="undefined") document.onselectstart=new Function ("return false") else{ document.onmousedown=disableselect document.onmouseup=reEnable } </script>
কোথায় বসাবেন এ নিয়ে নতুনদের জণ্য নমুনা দেখানো হল
</div>মাঝামাঝি এখানে কোড বসাতে হবে<div id='main-wrapper'>
এবার দেখুন কপি ও পেস্ট একেবারে বন্ধ । অবশেষে আপনাদের মতামতের আশায় রইলাম ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কোথায় কোডটা বসিয়েছেন বলুন আমি লেখা কপি করে আনছি।
মন খারাপ করবেন না। কথাটা আমি আপনার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলেছি। আমি নিজেও একজন ব্লগার। আসলে এই কপিপেস্ট ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, যতক্ষণনা আমরা আমাদের নিজেদের মন মানসিকতার পরিবর্তন করছি। এজন্য নিজের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। আরেকটা জিনিস করতে হবে। সেটা হলো ডাইরেক্ট একশন। রিয়া আপুর মত করেই বলি। যেখানেই দেখবেন কপিপেস্ট সেখানেই রিপোর্ট করুন। এভাবে ডাইরেক্ট একশনে গেলেই এদেরকে থামানো যাবে।