এইবার ফ্রীতে নিজেই বানিয়ে ফেলুন প্রফেশনাল ওয়েবসাইট কাষ্টম ডোমেন + আনলিমিটেড হোস্টিং এর সাথে।যারা আগে কখনো পারেন নি তারাও এইবার পারবেন মাত্র ১০ মিনিটে।

আসসালামুওলাইকুম। কেমন আছেন প্রিয় টেকবাসি? অনেক দিন পর লিখতে বসলাম।আর লেইট ফাইন হিসাবে আপনাদেরকে দিবো অবিশ্বাস্য ও খুবই প্রয়োজনীয় একটা উপহার তোহ চলেন দেরি না করে সরাসরি টিউনে চলে আসি। একটা ওয়েব সাইট আপনার ব্যক্তিত্যবোদকে আরো উন্নত করে তুলতে পারে এবং আপনার ব্যাবসা অথবা আপনার যে কোন প্রজেক্ট কে পাবলিকের সামনে ফোকাস করতে পারে কিন্তু আপনি কোন ওয়েব সাইট বানাতে পারছেন না।

কারন আপনার নিজের কোনো ডোমেন আর হোস্টিং নেয় আর সেই কারনে আপনি ওয়েব সাইট বানাতে পারছেন নাহ।আর ছাত্র জীবনে টাকা দিয়ে ডোমেন এবং হোস্টিং কেনার মত কেউ অগ্রহ প্রকাশ করে নাহ।তাই আর আমি আপনাদের সামনে এমন একটি টিউন অনেছি যেটি দেখলে আপনি নিজেয় কোনো কোডিং নলেজ ছাড়া প্রফেশনাল ওয়েব সাইট বানাতে পারবেন এবং সেটা আপনার  নিজের ডোমেন এ আর এখানেই শেষ নয় আপনি আরো পাচ্ছেন আনলিমিটেড হোষ্টিং। মাঝে মাঝে আপনারা সবাই দেখেন যে, টেকটিউনস এ বিভিন্ন কোম্পানির এড সো করে ১ জিবি হোস্টিং ১৮০০ টাঁকা এমন টাইপের তাহলে চিন্তা করুন যে আপনি এখন ফ্রীতে টোটালি আনলিমিটেড হোস্টিং পাচ্ছেন ব্যাপারটা কত মজার। তাই নাহ?

তোহ চলেন ঝাপিয়ে পড়িঃ

এই প্রক্রিয়াটা আপনাকে খুবই ভাল ভাবে অনুসরন করতে হবে তাই আপনাদেরই জন্য আমার এই ভিডিও টিউন করা যাতে আপনাদের বুঝতে শুভিদা হয়।তাই দয়া করে মনযোগ দিয়ে ভিডিটা দেখুন।

ভিডিওতে যে যে বিষয়ে আলোচনা করা হয়েছেঃ

১। কিভাবে ৫ বছরের জন্য আনলিমিটেড হোষ্টিং নিবেন ১০০% ফ্রী।

২। কাষ্টম ডোমেন নিবেন কীভাবে টোটালি ফ্রী ১ বছরের জন্য।

৩। কীভাবে প্রফেশনাল ওয়েব সাইট বানাবেন স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে।

ধন্যবাদ সবাইকে দয়া করে জাস্ট একটু সাপর্ট করবেন প্লীজ আপনাদের অনুপ্রেরনা আমাদের বড় পাওয়া প্লীজ চ্যনেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন।কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন নাহ।

আল্লাহ হাফেজ।দেখা হবে আগামি টিউনে।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Onek onek thanks bro..