একটি আইডিয়া অনেকদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিলো তাই share করলাম প্লিজ আমার আইডিয়ার অপমান করবেন না…

টেকটিউনে এইটাই আমার প্রথম টিউন (যদিও যা লিখছি তাকে টিউন বলব কিনা নিজেও জানি না)।

আমি কোনো ভালো কোনো টিউনার/ব্লগার না। এককথায় তার আশেপাশের কোনো কিছুর ভেতরেও পড়ি না। কোনো কথা কারো কাছে কিভাবে তুলে ধরতে হয় তাও ঠিক জানি না। তবে আর কিছু আরি বা না পারি মাথায় বিভিন্ন বুদ্ধি (অখাদ্য/ফালতু যাই বলেন না কেন) গিজগিজ করতে থাকে।

যাই হোক আমি যা ভেবেছি তা হয়ত আপনাদের অনেকের মাথাতেও আসতে পারে। তবুও তা আপনাদের কাছে share করলাম। যাদি ভাল লাগে তবে একটু রেস্পন্স দিয়েন।

কিছুদিন আগে শুনলাম ফেসবুক নাকি বন্ধ হয়ে যাবে। আমার মাথা হ্যাং হয়ে গেল। ভাবলাম হায় হায়, এখন কি হবে? নেট তে আসলে এই একটা জায়গায় আমার সময় কাটে। তাছাড়া মাঝে মাঝে অন্যান্য ব্লগে/টিউনিং সাইটে একটু আধটু ঢুঁ মারি। কিন্তু আমার ৪৪০০^ ফ্রেন্ড নাই হয়ে যাবে? কত আপন মানুষ বানিয়ে ফেলছি কিন্তু তাদের আমি কই পাবো? ভাবলাম ‘ইশ! আমার যদি অনেক টাকা থাকতো বা আমি যদি খুব ভাল ওয়েব ডেভলপার হতাম তাহলে আমি নিজেই একটা সোশ্যাল সাইট বানায়ে ফেলতাম!’ কিন্তু আশা সে তো মরীচিকা। নেট এ এক ভাইয়ার সাথে আমার পরিচয় ছিল যে মোটামুটি ওয়েব ডেভেলপিং জানে। তাকে কল করলাম। বললাম ভাইয়া চলেন একটা সোশ্যাল সাইট বানাই। ভাইয়া ২-৩দিন আমার সাথে খুব লাফালো। আমাকে বলল একটা লোগো বানা তো। কিছুই তো পারি না তার পরেও ভয়ঙ্করি অল্পবিদ্যা লাগায়ে একটা ফালতু টাইপ লোগো বানালাম।

ভাইয়া দেখে বলে কি বানাইছিস রে (যদিও মনে হয় insult)! তারপর বলল ডোমেইন নেম দ্যাখ তো এভাইলেবল আছে নাকি।

সেইটাও দেখলাম। http://www.fnf.net is still available.

জানানোর পর ভাইয়া বলল থাম আমার কিছু ফ্রেন্ড আছে তাদের সাথে নিয়ে কাজ শুরু করি। তার কয়দিন পর ভাইয়া ফুট। যাইহোক স্বপ্ন শুরু হবার আগেই ভেঙ্গে গেল।

আমার কথা হল ফেসবুক যেই বেটা বানাইছে আমরা তো তার থেকে কম যাই না। এইখানে যারা ভাইয়ারা আছেন আমরা সবাই মিলে যদি কাজটা শুরু করি তাহলে আমরা তার চাইতেও অনেক ভাল কিছু একটা তৈরি করতে পারবো। সবচাইতে বড় কথা হল আমরা বাংলাদেশ থেকে যদি এরকম একটা কাজ শুরু করি তাহলে আমরা পশ্চিমা বিশ্বরে আবার দেখাইয়ে দিতে পারবো যে দ্যাখ সাদা চামড়া। আমরা তগ থিকা কম যাই না। প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার আর ডিজাইনার ভাইয়া রা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমি কি খুব খারাপ বলছি? আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি তাহলে কি পারব না?

ভুল হলে কিছু মনে করবেন না। আমি খুব সাধারন একজন নিঃসঙ্গ মানুষ। আম জনতা

Level 0

আমি নিঃসঙ্গ পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আংশিক সমর্থন করলাম। কিন্তু পুরোটা করতে পারলাম না। কারণ নতুন কোন আইডিয়া না। বাংলাদেশ থেকে এরকম একটা সাইট অনেক আগেই লঞ্চ করা হয়েছে। নাম নগরবালক। এই ধরণের কপিপেস্ট আইডিয়া ভাল লাগে না। যদি নতুন ধরণের কোন আইডিয়া হয় তবে অবশ্যই আমার পূর্ণ সমর্থন থাকবে। শুভকামনা রইল।

    কিন্তু এই সাইট তো international রুপ দেওয়া ততটা পসিবল না। নাম উচ্চারন করতেই সবার দাঁত ভাংবে।

    হাসালেন দেখছি, কারণ নগরবালক নামটা বড় হতে পারে কিন্তু বানানটা অবশ্যই কঠিন না। আর আপনার ডোমেইনটাও খালি নেই।
    আর আমার দ্বিমতটাও সেখানে না। আমার দ্বিমত হচ্ছে কপি পেস্ট আইডিয়া নিয়ে। কারণ এই ধরণের সাইট বানানো খুব কঠিন কিছু না। অসংখ্য স্ক্রীপট পাওয়া যায়। আধাঘন্টার মাঝেই একটা সাইট দাড় করিয় ফেলা যাবে। কিন্তু তাতে কি লাভ? নতুন ধরণের আইডিয়া হলে তাহলে ঠিক আছে। নাহলে এসব কোন কাজের জিনিস না।

    আনি আরো বেশী হাসালেন। ধরেন চীনের একটা পপুলার সাইটের নাম changchungchipa.com আনি কি অইটাতে ঢুকবেন? নাম দেইখাই তো পলাইবেন…

    আমি নতুন কিছু করার জন্যেই সবার সহযোগিতা চাইছি।

আপনার আইডিয়াটা খারাপ না।পাকিস্তানে তারা তো আলাদা একটিসাইট বানালো,ফেইসবুকের মতই।আশা করি আপনার ঊদ্দ্যেগ ও হয়তো একদিন আমাদের দেশে বাস্তবে পরিনিত হতে পারে।

Level 0

ভাইয়া ডোমেইনটা কেমনে এভাইলেবল দেখলেন বুঝলাম না।
http://who.is/whois/fnf.net/

Registrar: ENOM, INC.
Whois Server: whois.enom.com
Referral URL: http://www.enom.com
Status: clientTransferProhibited

Expiration Date: 2011-09-26
Creation Date: 2000-09-26
Last Update Date: 2010-10-10

    সহমত

    এরকম একটা চিন্তা আমারো ছিল এবং ডোমেইন ও কিনেফেলেছিলাম। হঠাৎ মাথা থেকে এটা সরে গেল এবং ডোমেইনটি এখন পার্ক করা আছে। http://www.fnfclub.com

    সর‍্যি। মাত্র ১২দিন আগে who.is থেকেই আমাকে আর ভাইয়াকে এই রেজাল্ট দিয়েছিল। available @ 9.38$ আমি নিজেও ঠিক বুঝতেছি না।

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয় ? এই মনটা কেনো বাড়ে বাড়ে ভেঙে যায় ?

যা আপনার আয়ত্তের বাইরে তা পাবার স্বপ্ন দেখলে তা স্বপ্ন থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে ।যেহেতু নিজে ডায়নামিক বা ষ্ট্যাটিসটিক্স ওয়েবসাইট বানাতে পারেন না সেহেতু এই ধরনের চিন্তা বাদ দেন ।
আমার কথা ভেবে দেখতে পারেন , না হলে বারবার মন ভেঙে যাবে আর আপনি কষ্ট পাবেন ।

তবে সবশেষে একটা কথা না বললেই নয় আর তা হলো আপনার মাঝে স্বদেশপ্রেম কাজ করে ।
আপনার জীবন আরো সুন্দর হউক , এই প্রত্যাশায়

ইমরান খান

    ষ্ট্যাটিসটিক্স ওয়েবসাইট জিনিষটা কি ভাই ? 😮

ফেসবুক এর মত বানাতে কারো (অন্তত ওয়েব ডেভলপারের ) ১০ মিনিটের মেশি লাগার কথা না। সেহেতু স্ক্রিপ্ট আছে।
আর আপনার ড্রিমকে অপমান না করে বলছি, অন্যকিছু ভাবুন।

সবি হবে কিন্তু যতদিন পর্যন্ত হোস্টিং সমস্যার সমাধান না হবে !!

Level 0

HOLE KINTU KHUB VALOI HOTO.

    ভাই উপ্রের পাবলিক দের কমেন্ট গুলা দেখেন। এরা আসলে কি দিচ্ছে কিছুই বুঝি না।

Amaro matai erokom plan ace.deka jak ke hoe.apne chale jan

    সাপোর্ট পাবো কিন্তু কারো সহযোগিতা পাবো না এই আর কি

হারে ভাই ফেইসবুক আর বন্দ্ব হইসে এরা যেসব ফিচার আরো যোগ করতেছে অন্যান্য স্যোশাল সাইটের ভিজিটর নিজেদের দখলে আনার জন্য উঠে পড়ে লাগছে মনে হয়।।
আর সোশ্যাল নেটওয়ার্ক বাংলাদেশে আছে তো অই যে প্রিয়বন্দ্বু.কম,আমারস্পেস.কম,মাইবাংলাস্পেস.কম আরো থাকতে পারে জানিনা।তাই যদি কিছু করতে চান তাহলে আগে ওয়েব ডেভেলপার হন কাজ এ লাগবে।

    ভাই বাংলাদেশের এই টাইপের সাইটের নাম দেখেই কেউ ঢোকে না

    Mante parlam na pothik vai……………..Bangladesh e erokom onek site ase…….segula popular hoite pare nai……..namer karone na………….karon hochche..loke same jinish ekadhik ta bebohar korte agrohi na…….r ekta korle best tai korbe…………………….amar kothar proman hisebe bibechona korte paren Twitter, Perfspot er moto site gula k…………….eder nam to kharap na
    r Social networking site banano khub beshi tough na……………..J keu banaite pare………..emon ki ami j school e portam sei school er prakton o bortoman student der jonne ekta site banano hoise……………….Blunest.org…..dekte paren but dhukte parben na………..Bairer lok jate joinaite na pare er laiga bebostha kora ase……..

    Apne jodi notun kuno feature add korte paren jeita FB te nai but kajer……shuru korte paren……………but mone raikhen, se jonne age FB er somo porjaye jaite hobe……..jeita onek onek boro boro site o pare nai

    Sei jonnei sobai boltese notun idea nie kisu koren…………….Notun idear chuto kaj o appreciateable..

    Fb o 1st e chuto chilo but Idea unique chilo bole aj eto dur asche…………

    R notun idear mullo koto seta bujhte hoile kheyal koren……..Microsoft o young generation er kas theke notun idea nie kaj e lagnor jonno IMAGINE CUP er ayojon koreche………

    আপনি আরো বেশী হাসালেন। ধরেন চীনের একটা পপুলার সাইটের নাম changchungchipa.com আনি কি অইটাতে ঢুকবেন? নাম দেইখাই তো পলাইবেন…

Level 0

Vi, apnar idea ta valo, tobe kaj shuru korar age ar ektu vebe dekhun. Shomvabonal khuje pele purno uddome lege jan. Shomvabonar kotha bolar karon ei sector e onekgulo site bangladeshe ache.

    ভাই, করলে ইউনিক কিছু করব। তবে কিছু এটা করবই।

হেহে faceboi.com দেখেন না ক্যান।

viya apnadar modda ke kau amakay “shatter stock” ar premium acount ar coad ditay parban? pls pls pls pls pls

চ চ চ মচৎকার আইডিয়া, জটিল, মাইন্ড বলিং, আউট স্ট্যাম্পিং, সুপার
আতদিন কই আছিলেন পথিক ভাই, আপ্নারেই তো বিশ্ব খুঁজে। চাল্লু মার্ক যুকারবার্গ এর ছোট ভাইয়ের লগে দেখা করেন।

3 digit .net বা .com domain এখন সোনার হরিণ……. আর আপনি বলছেন fnf.net এখনো available!!!!!!!