টেকটিউনে এইটাই আমার প্রথম টিউন (যদিও যা লিখছি তাকে টিউন বলব কিনা নিজেও জানি না)।
আমি কোনো ভালো কোনো টিউনার/ব্লগার না। এককথায় তার আশেপাশের কোনো কিছুর ভেতরেও পড়ি না। কোনো কথা কারো কাছে কিভাবে তুলে ধরতে হয় তাও ঠিক জানি না। তবে আর কিছু আরি বা না পারি মাথায় বিভিন্ন বুদ্ধি (অখাদ্য/ফালতু যাই বলেন না কেন) গিজগিজ করতে থাকে।
যাই হোক আমি যা ভেবেছি তা হয়ত আপনাদের অনেকের মাথাতেও আসতে পারে। তবুও তা আপনাদের কাছে share করলাম। যাদি ভাল লাগে তবে একটু রেস্পন্স দিয়েন।
কিছুদিন আগে শুনলাম ফেসবুক নাকি বন্ধ হয়ে যাবে। আমার মাথা হ্যাং হয়ে গেল। ভাবলাম হায় হায়, এখন কি হবে? নেট তে আসলে এই একটা জায়গায় আমার সময় কাটে। তাছাড়া মাঝে মাঝে অন্যান্য ব্লগে/টিউনিং সাইটে একটু আধটু ঢুঁ মারি। কিন্তু আমার ৪৪০০^ ফ্রেন্ড নাই হয়ে যাবে? কত আপন মানুষ বানিয়ে ফেলছি কিন্তু তাদের আমি কই পাবো? ভাবলাম ‘ইশ! আমার যদি অনেক টাকা থাকতো বা আমি যদি খুব ভাল ওয়েব ডেভলপার হতাম তাহলে আমি নিজেই একটা সোশ্যাল সাইট বানায়ে ফেলতাম!’ কিন্তু আশা সে তো মরীচিকা। নেট এ এক ভাইয়ার সাথে আমার পরিচয় ছিল যে মোটামুটি ওয়েব ডেভেলপিং জানে। তাকে কল করলাম। বললাম ভাইয়া চলেন একটা সোশ্যাল সাইট বানাই। ভাইয়া ২-৩দিন আমার সাথে খুব লাফালো। আমাকে বলল একটা লোগো বানা তো। কিছুই তো পারি না তার পরেও ভয়ঙ্করি অল্পবিদ্যা লাগায়ে একটা ফালতু টাইপ লোগো বানালাম।
ভাইয়া দেখে বলে কি বানাইছিস রে (যদিও মনে হয় insult)! তারপর বলল ডোমেইন নেম দ্যাখ তো এভাইলেবল আছে নাকি।
সেইটাও দেখলাম। http://www.fnf.net is still available.
জানানোর পর ভাইয়া বলল থাম আমার কিছু ফ্রেন্ড আছে তাদের সাথে নিয়ে কাজ শুরু করি। তার কয়দিন পর ভাইয়া ফুট। যাইহোক স্বপ্ন শুরু হবার আগেই ভেঙ্গে গেল।
আমার কথা হল ফেসবুক যেই বেটা বানাইছে আমরা তো তার থেকে কম যাই না। এইখানে যারা ভাইয়ারা আছেন আমরা সবাই মিলে যদি কাজটা শুরু করি তাহলে আমরা তার চাইতেও অনেক ভাল কিছু একটা তৈরি করতে পারবো। সবচাইতে বড় কথা হল আমরা বাংলাদেশ থেকে যদি এরকম একটা কাজ শুরু করি তাহলে আমরা পশ্চিমা বিশ্বরে আবার দেখাইয়ে দিতে পারবো যে দ্যাখ সাদা চামড়া। আমরা তগ থিকা কম যাই না। প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার আর ডিজাইনার ভাইয়া রা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমি কি খুব খারাপ বলছি? আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি তাহলে কি পারব না?
ভুল হলে কিছু মনে করবেন না। আমি খুব সাধারন একজন নিঃসঙ্গ মানুষ। আম জনতা।
আমি নিঃসঙ্গ পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আংশিক সমর্থন করলাম। কিন্তু পুরোটা করতে পারলাম না। কারণ নতুন কোন আইডিয়া না। বাংলাদেশ থেকে এরকম একটা সাইট অনেক আগেই লঞ্চ করা হয়েছে। নাম নগরবালক। এই ধরণের কপিপেস্ট আইডিয়া ভাল লাগে না। যদি নতুন ধরণের কোন আইডিয়া হয় তবে অবশ্যই আমার পূর্ণ সমর্থন থাকবে। শুভকামনা রইল।