ভাল মানের হোস্টিং নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটা বিষয় নিয়ে ভেবে দেখা খুবই প্রয়োজন। যেমন আপনি Space কতটুকো পাচ্ছেন, আপনি Bandwidth কতটুকো পাচ্ছেন, কয়টা Domain Allowed করছে। কয়টা Database বানাতে পারবেন ইত্যাদি। এই রকম আর অনেক কিছুই আছে। Space বলতে বুঝানো হচ্ছে আপনি কতটুক জায়গা পাচ্ছেন বা কতটুক ফাইল আপলোড করতে পারবেন। Bandwidth টা আমি একটা উদাহরন দিয়ে বুজাচ্ছি, আমারা প্রায় সময় দেখি যে এস এস সি বা এইস এস সি রেসাল্ট দেখার সময় ওয়েব সাইট গুলা দেখতে পারিনা। এই রকম ম্যাসেজ দেখায় server not found বা এই ধরনের অনেক কিছুই। ধরে নিন আপানার ওয়েব সাইটের Bandwidth ৫ জিবি, আমি আপনার ওয়েব সাইটের ভিতরে প্রবেশ করলাম তাহলে আপনার যে ওয়েব সাইট তা যদি ৫ মেগাবাইটের সাইজের হয়ে থাকে তাহলে ৫ জিবি থেকে ৫ মেগাবাইট কমে গেল বা আমি যদি আপনার সাইট থেকে ২ জিবি ডাউনলোড করি তাহলে আপনার সাইটের Bandwidth ৫ জিবি - ২ জিবি = থাকছে আর মাত্র ৩ জিবি যখন এই ৩ জিবি ও থাকবে না তখন আপনার সাইট আর কেও দেখতে পারবে না। অনেক সার্ভার বিক্রেতা আছেন যারা আপনাকে বলবে আনলিমিটেড Bandwidth, এই বিষয় নিয়ে যেটি বলব তা হল, ওনার সার্ভারের Bandwidth লিমিট করা তাহলে আপনাকে কি ভাবে আনলিমিটেড Bandwidth দিবে।
উদাহরনঃ গ্রামিনফোন কোম্পানি থেকে যখন আমরা আনলিমিটেড ইন্টারনেট কিনি দেখা যায় যে ৮ জবি ব্যবহার করার পর তা আর ব্যবহার করার উপযোগী থাকে না তখন তার স্পিড থাকে কেবিপিস স্পিডে যার ধরনে তখন এই ইন্টারনেট দিয়ে আর কিছু কাজ করার মত থাকে না। যারা আপনাকে স্পস্ট ভাবে বলে দিবে যে আপনাকে কতটুকু Bandwidth দিবে আমি মনে করি তাদের কাছ থেকে ই ক্রয় করা উত্তম।
একটি সার্ভার প্যাকেজ নিন্মের ছবির মত দেওয়া থাকতে পারে।
Domain Allowedঃআপনি যদি একটা ওয়েব সার্ভার কিনেন তাতে কয়েকটা
Domain Allowed করে তাতে করে আপনার খরচ কমছে, কারন আপনার নতুন আরেক টা ডোমেইন এর জন্য
হোস্ট সার্ভার ক্রয় করা লাগছে না।
Database: যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা তার গুরুত্ব টা ঠিক ভাল ভাবে ই বোঝেন।
কারন ডাইনামিক সাইট তৈরি তে ডাটা বেস এর গুরুত্ব অনেক বেশী, তাই আপনাকে কয়টা ডাটা বেস তৈরি করতে দিচ্ছে
তা দেখে নেওয়া অনেক বেশী দরকারি।
সার্ভার ক্রয় বা [ SSD Hosting ] টিপস রিলেটিভ যে কোন প্রশ্ন থাকলে প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন ঃ
০১৭৫৯৮৬৩৬৭৪।
আমি পার্থ দেবনাথ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।