সার্চ ইন্জিন বান্ধব ওয়ার্ডপ্রেস সাইটে যেসকল প্লাগইন্স না হলেই নয়।আর আজ আমি আসছি মিটআপে, আপনি আসছেন তো?

কেমন আছেন সবাই? মিট-আপকে সামনে রেখে কেউই খারাপ থাকার কথা নয়।যেহেতু আজ আমি আসছি তাই সেই আনন্দে ও ভালো লাগা থেকে আমার এই ছোট টিউনটি আমি মিট আপকে উৎসর্গ করে শুরু করলাম।

আমাদের অনেকেই আছেন যারা চান তাদের নতুন নতুন ওয়ার্ডপ্রেস সাইট গুলোকে সার্চ ইন্জিন বান্ধব করে তুলতে।আর ওয়ার্ডপ্রেস হলো এমন একটা প্লাটর্ফম যেখানে এই কাজটি আপনি খুব সহজেই কিছু অতিগুরুত্বপূর্ণ প্লাগইনস ব্যবহার করে করতে পারেন।আজ আমি আপনাদেরকে সেই রকমের ১০টি এসইও প্লাগইনস এর নাম ও কাজ সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করবো।তো আর দেরী না করে চলুন দেখে আসি কি কি প্লাগইন্স থাকছে আমার টিউনে।

১।All in one SEO Pack প্লাগইনস

এই প্লাগইনস হলো সবচেয়ে বেশি এসইও এর কাজে ব্যবহারিত প্লাগইনস।এমন কোনো সার্চ ইন্জিন বান্ধব ওয়ার্ডপ্রেস সাইট খুজে পাওয়া দূষ্কর All in one SEO Pack প্লাগইনস ছাড়া।

All In SEO pla

এই প্লাগইনস এর কাজের মধ্যে রয়েছে ,এটির মাধ্যমে আপনি আপনার সাইটের যেকোনো পোষ্ট এর মেটা ট্যাগ জেনারেট করতে পারবেন।যেকোনো পেজ এ টাইটেল ,ডেসক্রিপশন,কী-ওয়ার্ড ইত্যাদি মেটা ট্যাগ যোগ করতে পারবেন, তা ছাড়া আপনি যেকোন পেজ ,পোস্ট ,ট্যাগ, ক্যাটাগোরী ইত্যাদিকে noFollow বা Dofolloew তে রুপান্তর করতে পারবেন,ডাউনলোড করে নিন এখান থেকে

২।Google XML Sitemaps প্লাগইনস

আমরা জানি যে একটি সাইটম্যাপের কতোটা গুরুত্ব আছে সার্চ ইন্জিনের কাছে।কেননা XML সাইটম্যাপ এমন একটা ফাইল যা সব ধরনের সার্চ ইন্জিন খুব সহজেই এক্সেস করে অতি দ্রুত সাইট বা পেজকে ইনডেক্স করতে পারে।তাই সার্চ ইন্জিন অপটিমাইজেশনের জন্য XML Sitemaps কোন তুলনা হয় না।

আর আপনার সেই অতিমূল্যবান সাইটম্যাপটি বানিয়ে দেবার দ্বায়িত্ব আপনি দিতে পারেন Google XML Sitemaps নামক এই প্লাগইনসকে।এই প্লাগইনসের মাধ্যমে আপনি খুব সহজেই তৈরী করতে পারবেন XML Sitemap।ডাউনলোড করুন এই লিংক থেকে

৩।SEO Slugs প্লাগইনস

এই প্লাগইনসটাও বেশ জনপ্রিয় ওয়ার্ডপ্রেস সাইটের ব্যবহার কারীদের কাছে।এই প্লাগইনস এর সবচেয়ে বড় বিষেশায়িত হলো এটি আপনার পোস্টের লিংকের অপ্রয়োজনীয় সব ওয়ার্ডকে অটোমেটিক ভাবে অপসারণ করবে।যেমন আমরা জানি যে সার্চ ইন্জিন সবসময় a’, ‘the’,'in’,'what’,'you’ ইত্যাদি ওয়ার্ডকে এড়িয়ে চলে।

এর জন্য এসব ওয়ার্ডের কোনো মূল্য নেই সার্চ ইন্জিনের কাছে।এর এই প্লাগইনসটা আপনার এসব অপ্রয়োজনীয় ওয়ার্ডকে অটোমেটিক ভাবে অপসারণ কররে দেবে খুব সহজেই।ডাউনলোড করে নিন এখান থেকে

৪।Redirection প্লাগইনস

ধরুন আপনি আপনার একটা সাইটের লিংক স্ট্রাকচারকে রেখেছেন http://yourblog.com/what-you-can-do-immediately-for-higher-rankings এই ভাবে।এই লিংকটিকেই গুগল ইনডেক্স করে নিল।অর্থাৎ কেউ সার্চ করলে আপনার উপরের লিংক টি দেখাবে।কিন্তু আপনি ভুলবশত বা কোনো কারনে যদি আপনার লিংক স্ট্রাকচারকে পরিবর্তন করে http://yourblog.com/02/02/2011/what-you-can-do-immediately-for-higher-rankings এমন করে ফেলেন তাহলে স্বভাবতই আগের লিংকে ক্লিক করলেই সবাই পোস্ট টিকে আর খুজে পাবে না।এখন উপায়?

এই সমস্যার সমাধান করে দিতেই আছে Redirection নামর এই প্লাগইনসটি।এটির মাধ্যমে আপনার পরিবর্তিত লিংক থেকে 301 redirectionsএর মাধ্যমে আসল লিংকে রিডাইরেক্ট করে দেব।ফলে কোন চান্স থাকবে না পোস্ট না খুজে পাওয়ার।ডাউনলোড করে নিন এখান থেকে

৫।SEO Friendly Images প্লাগইনস

এই প্লাগইনসটি ব্যবহারিত হয় আপনার সাইটের যেসকল ইমেজ আছে তাদের সার্চ ইন্জিন আপটিমাইজেশনের (এসইও) জন্য।আমরা জানি সার্চের একটা বড় অংশ জুড়ে আছে ইমেজ সার্চ।আর এই বড় অংশে আপনাকে অংশগ্রহনের সুযোগ করে দেবে SEO Friendly Images নামের প্লাগইনসটি।এই প্লাগইনস এর মাধ্যমে আপনি আপনার সাইটে ব্যবহারিত ছবি গুলোর অটোমেটিক ভাবে টাইটেল ,ছবিতে ALT ট্যাগ যোগ করা ইত্যাদি করতে পারবেন।

আর এসকল কাজ করার জন্য ডাউনলোড করে নিন SEO Friendly Images প্লাগইনসটি এখান থেকে

৬।SEO Smart Links প্লাগইনস

আমরা জানি internal linking বা পোষ্টের মধ্যে ঐ সাইটের আন্ত:লিংক গুলো সার্চ ইন্জিনের কাছে কতটা গুরুত্বপূর্ণ।তা ছাড়া আপনার সাইটে CRT বা পেজ ভিউ বাড়াতে internal linking এর কোন জুড়ি নেই।আর এই কাজটি যদি আপনি সাধারণ ভাবে করতে যান তাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে করতে।আর এই কাজটি আপনি খুব সহজেই শুধুমাত্র SEO Smart Links নামের প্লাগইনস ইনস্টল করে অতি দ্রুত সেরে নিতে পারেন।

এই প্লাগইনস ব্যবহার করে আপনি আপনার পোষ্টের ওয়ার্ড গুলোকে কী-ওয়ার্ড অনুযায়ী লিংক তৈরী করতে পারেন।এইসব লিংক আপনার সাইটের অন্যসব পেজ,ক্যাটাগরি,আর্কাইভ,পোষ্ট ইত্যাদি থেকে কী-ওয়ার্ড অনুযায়ী লিংক দিয়ে দেয়,
এই প্লাগইনসটি দিয়ে যদি আপনি গড়ে তুলতে পারেন আপনার সাইটের internal linking এর সুন্দর গঠন।ডাউনলোড লিংক

৭।Robots Meta প্লাগইনস

একটি সাইটের সবগুলো পেজ যদি কোনো সার্চ ইন্জিন ইনডেক্স করে তাহলে কিছু সমস্যা হয়।যার কারনে আপনি এসইও তে অনেক পিছিয়ে পড়তে পারেন।যেমন একটি পোস্ট এ যে কনটেন্ট থাকে সেই কনটেন্ট এর কিছু অংশ করে আবার পেজ,ট্যাগ,ক্যাটাগরি,আর্কাইভ ইত্যাদিতে ও থাকে।ফলে কপি কনটেন্ট হবার সম্ভবনা অনেক অংশেই চলে আসে।
আর এই সমস্য থেকে বাচতে আপনি ব্যবহার করতে পারেন Robots Meta নামের প্লাগইনসটি।

এই প্লাগইনসটি ব্যবহার করলে আপনি সকল পেজে এ Robots Meta নামে একটি মেটা ট্যাগ যুক্ত করতে পারবেন।যার মাধ্যমে আপনি পেজ,ট্যাগ,ক্যাটাগরি,আর্কাইভ ইত্যাদিকে noindex করে দিতে পারেন।ফলে সার্চ ইন্জিন এসব পেজ গুলোকে ইনডেক্স করা থেকে বিরত থাকবে।ডাউনলোড লিংক

৮।Google Positioner প্লাগইনস

যারা এসইও করে থাকেন তাদের কাছে কী-ওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ।অর্থ্যাৎ কোন কোন কী-ওয়ার্ডের মাধ্যমে আপনার সাইটে ভিজিটর আসলো সেটা জনা খুবই জরুরী।এর মাধ্যমে আপনি আপনার কী-ওয়ার্ডকে আরো শক্তিশালী করে তুলতে পারেন।
আর আপনার সাইটে ভিজিটর কোন কোন কী-ওয়ার্ডের মাধ্যমে ভিজিট করলো এটা জানার জন্য আপনি ব্যবহার করতে পারেন Google Positioner প্লাগইনসটি।ডাউনলোড লিংক

৯।HeadSpace2 প্লাগইনস

অনেকে মনে করেন গত বছরের সবচেয়ে জনপ্রিয় প্লাগইনস এর তালিকায় নাম ছিল HeadSpace2 এর।যা কিনা All in one SEO Pack থেকেও কার্যকর.এই প্লাগইনসটি প্রায় All in one SEO Pack এর মতোই ।তবে এই প্লাগইনসটিতে রয়েছে বেশ কিছু নতুন নতুন অপশন যা All in one SEO Pack এ নেই।

যেমন এতে আপনি Google Analytics,Google Webmaster, Google section targeting, Mint statistic,103bees,Statcounter,CrazyEgg heat map ইত্যাদি এড করতে পারবেন।এই প্লাগইনসটি * Ultimate Tag Warrior
* All-in-one SEO
* HeadMeta Decription
* Jerome's Keywords
* lud.icro.us Head Meta
* SEO Title Tags
* Simple tagging
প্লাগইনস গুলোর সমন্বয়ে গঠিত।তাই বলা চলে এসইও এর জন্য প্লাগইন্সটি খুবই গুরুট্বপূর্ণ।ডাউনলোড লিংক

১০।ShareThis প্লাগইনস

আমরা জানি সামাজিক ওয়েবসাইট/সোশিয়াল সাইট গুলো ও এসইও এর জন্য অনেক বড় ভুমিকা পালন করে।তাই একে হেলা-ফেলা করা ঠিক নয়।আর আপনার সাইটের এসইও এবং ট্রাফিক বাড়াতে আপনার ওয়েবসাইটকে সামাজিক ওয়েবসাইট গুলোতে সবমিট করানো একান্ত জরুরী।আর এই কাজটি আপনি করতে পারেন ShareThis প্লাগইনস দিয়ে।

এই প্লাগইনস এর মাধ্যমে আপনি ফেসবুক,টুইটার,ডিগ,গুগল বাজ সহ ৫০ টিও বেশি সোসিয়াল নেটওয়ার্কিং সাইটে আপনার সাইট এড করতে পারবেন।ডাউনলোড লিংক

তো এই হলো আমার দেখা সার্চ ইন্জিন অপটিমাজেশনের জন্য ১০টি গুরুত্বপূর্ণ এসইও বান্ধব ওয়ার্ডপ্রেস প্লাগইনস।আশা করি এসকল প্লাগইনস গুলো আপনি ও আপনার ওয়ার্ডপ্রেসের সাইটে ইনেস্টল করে এসইও তে আর ভালো করবেন।কষ্ট করে টিউনটি পড়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।ভালো থাকবেন সবাই।আর হ্যা আজ দেখা হচ্ছে মিট আপে সকলে সাথে.............................। 🙂

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন পর টিউন করলেন। খুব ভাল হইছে। ধন্যবাদ আপনাকে

গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ।

প্রিয়তে নিলাম । জোস হইছে ধন্যবাদ

থ্যাংকু-

খুবই ভাল হয়েছে। দরকারী সব প্লাগইন গুলো একইসাথে দেয়ার জন্য ধন্যবাদ।

    আপনাকে ও ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য।

Level 0

ভাল লেগেছে।

উপকারী টিউন ধন্যবাদ!

    উপকারী মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

হ্যাঁ সজীব ভাই চালিয়ে যান। আপনার এ্যাডসেন্স থেকে ইনকাম কেমন চলছে?

জোস লেখা , প্রিয়তে , মিট আপে গিয়েছিলাম।

    ধন্যবাদ মিট আপে আসার জন্য আর মন্তব্য করার জন্য।

কাজের টিউন, যারা ওয়ারডপ্রেসে নতুন তাদের কাজে আসবে… ধন্যবাদ সজীব ভাই, আপনাকে আজ মিট-আপ এ পেয়ে ভালো লেগেছিলো।

    আপনাদের ও মিট আপে পেয়ে আমি ধন্য।কবে যে আবার সবাই এক সাথে হবো………।আশায় থাকলাম

Level 0

অনেক দিন পর টিটি তে মন্তব্য করছি, আসলে ই ভাই লেখাটা অনেক ভাল হইছে…

    অনেক দিন পর টেকটিউন্সে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

ভাই seo প্লাগইনস গুলো normal server এ কি চালাতে পারবো?

    আশা করি কোন সমস্যা হবে না

    খুব নরমাল সার্ভার হলে একটু বেছে চালানোই ভালো। খুব দরকারী না হলে এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি।

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ সজীব ভাই এমন সব প্লাগইনস সবার সাথে শেয়ার করার জন্য।

Level 0

For SEO its impotent to link back your site.
You can visit
http://linkstocker.com
http://articlestocker.com
For free listing of your website or blog.

Level 0

ভাই একসাথে কি ১০ টি প্লাগিনসই ব্যবহার করা যাবে?