খুব সহজেই বানিয়ে ফেলুন ইউটিউব ভিডিও ডাউনলোড সাইট!

আস্সালামু আলাইকুম, সবাই কেমন আছেন?

আজ শিখাবো কিভাবে খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড সাইট বানানো যায়।  টিউন পুরো পড়লেই বুঝবেন সহজ নাকি কঠিন।

যা যা লাগবে:

  • ইমেইল একাউন্ট:  একাউন্ট ভেরিফাই এবং পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে  লাগবে।  রেজিস্ট্রেশনের পর ভেরিফিকেশন ইমেইল না আসলেও চিন্তা নাই।
  • রেফারেল লিংক: আপনি সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন না, রেফারাল লিংক লাগবে। যাতে সার্ভিসটির অপব্যবহার না হয় সেই জন্য রেফারেল লিংকের ব্যবস্থা।
  • একটি ডোমেইন: আবশ্যিক নয়, তবে SEO এবং ব্র্যান্ডিং  এর জন্য দরকার। ডোমেইন পার্ক করার জন্য নেমসার্ভার ns1.wap4.co ও  ns2.wap4.co দিয়ে ডোমেইন আপডেট করুন। 

যা যা লাগবে না:

  • ইউটিউব এ.পি.আই.: সাধারণত ইউটিউব থেকে ডাটা ফেচ করতে এইটা লাগে, কিন্তু এখানে লাগবে না।
  • হোস্টিং সাবস্ক্রিপশন : আপনাকে কোন হোস্টিং প্যাকেজ কিনতে হবে না তাই  হোস্টিং এর  মেইনটেইন এর চিন্তাও নেই।
  • প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এর জ্ঞান: সাইট এর ডিজাইন করতে HTML, CSS  ও TWIG টেম্পলেট ইঞ্জিন এর জ্ঞান  থাকলে ভালো, না থাকলে ডিফাল্ট ডিজাইন দিয়েই চালিয়ে যেতে পারবেন।

কেন বানাবেন :

  • বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জন: সাইটে বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জন করতে পারবেন, তবে সাইটের ভিজিটর বাড়ানোর দায়িত্ব সম্পূর্ণ নিজেদের।
  • ডেডিকেটেড সাপোর্ট : ফোরামের মাধ্যমে মডারেটরগণ সব সমস্যার সমাধান করে থাকে।
  • সম্পূর্ণ ফ্রি : আপনাকে এক টাকাও দিতে হবে না।

 

কিভাবে বানাবেন:

প্রথমে এই রেফারেল লিংকে  ক্লিক করুন, তাহলে নিচের মতো পেজ আসবে,

 

এরপর নিচের ছবিটির মত নিজের ইমেইল, সাপোর্ট ফোরামের ইউজারনেম, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে Register  বাটন এ ক্লিক করুন।

 

রেজিস্টার সম্পূর্ণ  হলে নিচের মত ড্যাশবোর্ড আসবে,

 

এখন Create new site  এ ক্লিক করুন,  নিচের ছবিটার মত পেজ আসবে।

 

এখন নিচের ছবির মত Subdomain ইনপুট বক্সে আপনার পছন্দ অনুযায়ী নাম দিয়ে Video search portal  রেডিও অপশন সিলেক্ট করে Create new site  বাটনে ক্লিক করলেই তৈরী হয়ে যাবে আপনার ইউটিউব ডাউনলোড সাইট।
যদি এই স্টেপেই ডোমেইন পার্ক করতে চান, তাহলে উপরের দেয়া নেমসার্ভার বসিয়ে আপনার  ডোমেইন আপডেট করুন  এবং Domain  ইনপুট বক্সে সেটা বসিয়ে Create new site  বাটনে ক্লিক করবেন।

 

তবে পরেও ডোমেইন পার্ক করতে পারবেন, তার জন্য ড্যাশবোর্ডে যেয়ে সাইট সিলেক্ট করুন,

 

তাহলে নিচের মত পেজ আসবে, Site settings লিংকে ক্লিক করুন।

 

এবার Domain  ইনপুট বক্সে আপনার ডোমেইন নাম দিয়ে Save site settings বাটনে ক্লিক করলেই ডোমেইন পার্ক হয়ে যাবে।

 

 

ডেমো সাইট:

এই টিউনের স্বার্থে  তৈরী করা সাইটের স্ক্রিনশট

 

আজ এই পর্যন্তই, কারো কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন, পরের টিউনে তা সমাধান করে দেব।  আর ছোটদের জন্য আমার বিজ্ঞাপন মুক্ত কার্টুন সাইট Toons.Mobi তে ঢুঁ মারার আমন্ত্রণ রইলো।

সবাই ভালো থাকবেন।

Level 1

আমি আব্দুল হালিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা কি total ফ্রি ?

    সম্পূর্ণ ফ্রি, তবে ভবিষ্যতে wapka বা xtgem এর মত সাইটের নিচে একটা ব্যানার লিংক বা টেক্সট লিংক বিজ্ঞাপন দেখাতে পারে।
    তবে দুইবছর যাবৎ তাদের পক্ষ থেকে কোন বিজ্ঞপন দেখি নাই।