আস্সালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
আজ শিখাবো কিভাবে খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড সাইট বানানো যায়। টিউন পুরো পড়লেই বুঝবেন সহজ নাকি কঠিন।
প্রথমে এই রেফারেল লিংকে ক্লিক করুন, তাহলে নিচের মতো পেজ আসবে,
এরপর নিচের ছবিটির মত নিজের ইমেইল, সাপোর্ট ফোরামের ইউজারনেম, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে Register বাটন এ ক্লিক করুন।
রেজিস্টার সম্পূর্ণ হলে নিচের মত ড্যাশবোর্ড আসবে,
এখন Create new site এ ক্লিক করুন, নিচের ছবিটার মত পেজ আসবে।
এখন নিচের ছবির মত Subdomain ইনপুট বক্সে আপনার পছন্দ অনুযায়ী নাম দিয়ে Video search portal রেডিও অপশন সিলেক্ট করে Create new site বাটনে ক্লিক করলেই তৈরী হয়ে যাবে আপনার ইউটিউব ডাউনলোড সাইট।
যদি এই স্টেপেই ডোমেইন পার্ক করতে চান, তাহলে উপরের দেয়া নেমসার্ভার বসিয়ে আপনার ডোমেইন আপডেট করুন এবং Domain ইনপুট বক্সে সেটা বসিয়ে Create new site বাটনে ক্লিক করবেন।
তবে পরেও ডোমেইন পার্ক করতে পারবেন, তার জন্য ড্যাশবোর্ডে যেয়ে সাইট সিলেক্ট করুন,
তাহলে নিচের মত পেজ আসবে, Site settings লিংকে ক্লিক করুন।
এবার Domain ইনপুট বক্সে আপনার ডোমেইন নাম দিয়ে Save site settings বাটনে ক্লিক করলেই ডোমেইন পার্ক হয়ে যাবে।
এই টিউনের স্বার্থে তৈরী করা সাইটের স্ক্রিনশট
আজ এই পর্যন্তই, কারো কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন, পরের টিউনে তা সমাধান করে দেব। আর ছোটদের জন্য আমার বিজ্ঞাপন মুক্ত কার্টুন সাইট Toons.Mobi তে ঢুঁ মারার আমন্ত্রণ রইলো।
সবাই ভালো থাকবেন।
আমি আব্দুল হালিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইটা কি total ফ্রি ?