কিভাবে আপনার website এ wordpress install করে ডিজাইন করবেন পর্ব – ১

WordPress Development - 1

আসসালামু আলাইকুম,

আসা  করি আপনারা সবাই ভালো আছেন। এই টিউনটি  পড়ার পর আসা করি আরো ভালো থাকবেন।

আমার টিউন করা অন্য টিউন গুলি পড়ুন

 

টিউনটি কাদের জন্য ঃ

  • যারা নিজের ওয়েবসাইট wordpress install  করতে চান
  • wordpress design শিখতে চান

চলুন শুরু করা যাক ঃ

ভালোভাবে বুঝতে ভিডিওটি দেখুন

 

প্রথমত, http://www.000webhost.com এ ভিজিট করুন। উপরে Free Sign Up বাটনে ক্লিক করুন। একটি Form দেখটে পাবেন। এখানে আপনার Email, Password and website এর নাম লিখে Get Free Hosting এ ক্লিক করুন। CapTcha  Verify করে আপনার Mail Inbox এ যান। 000webhost থেকে আসা Mail এ ক্লিক করে ওপেন করে  Click To Verify লেখাই ক্লিক করুন। Verify হয়ে গেলে Cpanel থেকে WordPress এর Banner দেখতে পাবেন। এখানে Install Now এ ক্লিক করুন। এবার Image এর মত ফরম দেখতে পাবেন। এখানে নতুন Username  and password দিন।

এটাই আপনার WordPress Login UserName And PassWord . তাই এটা অবশ্যই মনে রাখুন নাহলে problem এ পড়তে পারেন। এবার Install Button এ ক্লিক করুন। ২-৩ মিনিট সময় লাগবে wordpress install হতে। Install হয়ে গেলে Go to configuration Page এ ক্লিক করুন। এবার WordPress Login Page  আসবে,এখানে  Username and Password  দিয়ে Login করুন। WordPress dashboard  আসবে। আপনার Website এ WordPress Install হয়ে গেছে। আপনার ওয়েবসাইটে ভিজিট করলে WordPress এর Default theme দেখতে পাবেন।

Part -2 wordpress Design করে দেখাবো। ধন্যবাদ।

Level 0

আমি সিহাব উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এরা ফ্রি দেয় কিন্তু সার্ভার এতো স্লো যে আপনার মাথা খারাপ হয়ে যাবে।ওয়ার্ডপ্রেস থিম নিজেই তৈরী করার সহজ পদ্ধতি পাবেন এখানে। https://goo.gl/R7BDdS