ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি, কেন, কিভাবে?

যারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন কিংবা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন? কি কি শিখবেন? কোথায় থেকে শিখবেন? এছাড়া ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের টিউটোরিয়ালটি লেখা হয়েছে।

আজকের আলোচনার বিষয়;

  • ওয়েব ডিজাইন কি?
  • ওয়েব ডেভেলপমেন্ট কি?
  • কোথায় থেকে শিখবো?
  • ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর।

ওয়েব ডিজাইন কি?

একজন ওয়েব ডিজাইনের কাজ একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে তা নির্ধারণ করা। তিনি ওয়েব সাইটের জন্য টেম্পলেট ডিজাইন করে থাকেন। আমরা একটি ওয়েবসাইটের ভিজিটর হিসেবে ওয়েবসাইটের বাইরের যে কাঠামো দেখতে পাই, তা একজন ওয়েব ডিজাইনার তৈরি করেন। তিনি বিভিন্ন আইডিয়া থেকে ওয়েবসাইটের জন্য টেম্পলেট ডিজাইন করেন। আর ওয়েব ডেভেলপার কিভাবে ওয়েবসাইটটি কাজ করবে তা নির্ধারণ করেন। আপনি ৩-৬ মাসের মধ্যেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন। তবে ৬ মাস আপনি বসে থাকলেই ওয়েব ডিজাইনার হয়ে যাবেন না, এজন্য আপনাকে প্রতিদিন নিয়মিতভাবে শিখে যেতে হবে।
একজন ওয়েব ডিজাইনার হতে হলে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়েরি জানতে হবে। এছাড়া, আপনাকে সিএসএস ফ্রেমওয়ার্ক (যেমনঃ টুইটার বুটস্ট্রাপ) শিখতে হবে এবং কিভাবে গুগল ব্যবহার করতে হয় তা জানতে হবে।

ওয়েব ডেভেলপমেন্ট কি?

একজন ওয়েব ডিজাইনার বিভিন্ন আইডিয়া থেকে ওয়েবসাইটের জন্য টেম্পলেট ডিজাইন করেন। আর ওয়েব ডেভেলপার কিভাবে ওয়েবসাইটটি কাজ করবে তা নির্ধারণ করেন। অর্থাৎ, ওয়েব ডেভেলপার সাধারণত ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে থাকেন। একজন ভাল ওয়েব ডেভেলপার হতে হলে ৬-১২ মাস সময় লাগতে পারে।
একজন ওয়েব ডিজাইনার হতে হলে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি এর পাশাপাশি পিএইচপি, মাইএসকিউএল জানতে হবে। এছাড়া, আপনাকে সিএমএস সম্পর্কে জানতে হবে।

কোথায় থেকে শিখবেন?

যদি আপনি কোন কাজ শিখতে চান, সেই কাজ শেখার জন্য ইন্টারনেট এ প্রচুর রিসোর্স পাবেন। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনি ইন্টারনেট থেকে ওয়েব ডেভেলপমেন্ট এর রিসোর্স সংগ্রহ করতে পারেন। যদি আপনি নিজে নিজে শিখতে না পারেন, তাহলে আপনি কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে পারেন।

আপনি যদি প্রতিষ্ঠান থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে প্রশিক্ষণ নিতে পারেন। আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন কিংবা প্রতিষ্ঠান এ এসে কোর্স করতে না পারেন তাহলে আপনি সফটটেক-আইটি ইন্সটিটিউট এ অনলাইন এ কোর্স করতে পারেন।
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর

যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখবেন তাঁদের মনে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জাগে। তাই আমার এই অংশে প্রশ্নোত্তর এ সাজিয়েছি। এতে, যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখবেন আশা করি তাঁরা সহজেই তাঁদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক;
ওয়েব ডিজাইন শিখতে হলে কি কি শিখতে হবে?

এইচটিএমএল, সিএসএস, বেসিক ফটোশপ, সিএসএস ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি। এখানে আমি ধাপে ধাপে লিখে দিয়েছি।

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে অনলাইনে কি আয় করা যাবে?

ওয়েব ডিজাইনের উপর ইন্টারনেট এ প্রচুর পরিমাণে কাজ রয়েছে।

ওয়েব ডিজাইন কোথায় থেকে শিখবো?

ওয়েব ডিজাইন শেখার জন্য ইন্টারনেট এ ভাল রিসোর্স রয়েছে। তবে, নিজে নিজে শেখা মুটামুটি সময় সাপেক্ষ এবং কঠিন। এছাড়া, আপনি চাইলে ভাল একটি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিতে পারেন।

ওয়েব ডিজাইন শিখতে হলে প্রথমে কি শিখবো?

প্রথমে এইচটিএমএল শিখতে হবে। এইচটিএমএল শিখতে কেমন সময় লাগবে এটা আপনার উপর নির্ভর করে। তবে, ভালভাবে পরিশ্রম করলে আর এইচটিএমএল শেখার ভাল রিসোর্স হলে ৭ দিনেই শেখা সম্ভব।

আমি এইচটিএমএল শিখেছি, এখন কি করবো?

সিএসএস শিখুন। এইচটিএমএল এবং সিএসএস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করুন। বেসিক ফটোশপ জানা থাকলে পিএসডি টু এইচটিএমএল কনভার্ট করা শিখুন।

জাভাস্ক্রিপ্ট শেখার পর কি করবো?

জেকুয়েরি শিখুন। জেকুয়েরি প্লাগিন ব্যবহার করতে শিখুন।

 

আজ এ পর্যন্তই। টিউনটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।

আমার ফেইসবুক আইডিঃ এখানে

ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে টিউনটি পড়ার জন্য।

লেখাটি টিউটোরিয়ালমেলা এ প্রকাশিত।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় জিহাদুর রহমান নয়ন,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।