ওয়েব ডিজাইনার ও ডেভেলপার ভাই ও বোনদের আমার Jquery plugin's সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম।
আপনারা জানেন যে jquery একটি javascript ফ্রেমওয়ার্ক। একটি ওয়েবসাইটের সৌন্দর্য ও কার্যকারিতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রকার জেকুয়েরি প্লাগিনের তুলনা অপরিসিম।
একটি static html পেজকে বিভিন্ন জেকুয়েরি প্লাগিন ব্যবহার করে প্রানবন্ত করা যায়। বলা হয়ে থাকে, যে ওয়েব ডিজাইনার যত বেশি ভাল জেকুয়েরি জানে সে ওয়েবের দুনিয়াই তত বেশি এক্সপার্ট।
তাই যেকোনো ওয়েব ডিজাইনার এর জন্য জেকুয়েরি জানা আবশ্যক। জেকুয়েরির বাসিক আপনি অনেক সহজেই অনলাইনের বিভিন্ন সাইট থেকে জেনে নিতে পারবেন। আমার টিউটোরিয়াল এ আমি জেকুয়েরির
কিছু চমৎকার প্লাগিন নিয়ে আলোচনা করব এবং দেখাব কিভাবে সেগুলো আপনি ব্যবহার করে themeforest বা অন্যান্য প্রিমিয়াম মার্কেটপ্লেস এর জন্য প্রিমিয়াম থিম তৈরি করবেন কিংবা আপনার নিজস্ব ওয়েব
সাইটে ব্যবহার করবেন।
আজকের টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিভাবে আপনার ওয়েব পেজ এ রেটিনা রেডি সাপোর্ট দেওয়া যায়।
এই টিউটরিয়ালের প্রতিটি step অনেক সহজ ও সাবলীলভাবে বর্ণনা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। যেহেতু এটি একটি লং টার্ম প্রসেস তাই এই টিউটরিয়ালটি ভিডিওতে করেছি।
নিচের ভিডিও থেকে দেখে নিন কিভাবে আপনার ওয়েব পেজ এ রেটিনা রেডি সাপোর্ট দেওয়া যায়।
টিউটরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
আমি পারভেজ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।