কিছু দিন ধরেই সি-প্যানেল টিউটোরিয়াল লিখতেছিলাম। এখানে ওয়েব ডিজাইনের উপরেও অনেকগুলো টিউটোরিয়াল লেখা আছে। অনেকে নিজস্ব সারভার পরিচালনা করার দক্ষতা অর্জনের আগেই টাকা দিয়ে হোষ্টিং কিনে পরিচালনা করতে ঝামেলায় পড়ে যায়। টিউটোরিয়ালবিডির লেখক, মতামত দাতা ও পাঠকদের জন্য নির্দিষ্ট সংখ্যক ফ্রি হোষ্টিং সেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ নিজস্ব সি-প্যানেল সহ প্রফেশনাল ওয়েব হোষ্টিং পেতে পারেন একেবারে ফ্রি।
নিচের মতো ওয়েব হোষ্টিং পেতে পারেন বিনামূল্যে।
নং | রিসোর্স | পরিমান |
---|---|---|
১ | ওয়েবস্পেস | ৩০০ মেগাবাইট |
২ | ব্যান্ডউইড্থ | ৫ গিগাবাইট প্রতিমাসে |
৩ | ডোমেইন | ১ টি |
৪ | সাবডোমেইন | ১০টি |
৫ | ডাটাবেজ | ৫টি |
৬ | ইমেইল | ২০টি |
৭ | এফটিপি একাউন্ট | ৫টি |
৮ | সি-প্যানেল | আছে |
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
আমি অনেক দিন যাবতই ভাবছি একটা ব্লগ বানাবো ডোমেইন/হোষ্টিং কিনে।আসলে এই সম্মন্ধে খুব একটা কিছু বুঝিনা তাই এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছি।
আসলে কি করতে হবে,অনেকের কাছে জানতে চেয়েছি কিন্তু ঠিক মতন উত্তর কোন পাই নাই।
তাছারা টেকটিউন্সের অনেক টিউনে দেখেছি এই সব নিয়ে অনেক প্রতারনা হয়।তাই সাহস হারিয়ে ফেলি।
*এখন আমার করনিয় কি কিভাবে আমি ব্লগ তৈরি করতে পারি বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকিব।