লুফে নিন ফ্রি হোষ্টিং সুবিধা

কিছু দিন ধরেই সি-প্যানেল টিউটোরিয়াল লিখতেছিলাম। এখানে ওয়েব ডিজাইনের উপরেও অনেকগুলো টিউটোরিয়াল লেখা আছে। অনেকে নিজস্ব সারভার পরিচালনা করার দক্ষতা অর্জনের আগেই টাকা দিয়ে হোষ্টিং কিনে পরিচালনা করতে ঝামেলায় পড়ে যায়। টিউটোরিয়ালবিডির লেখক, মতামত দাতা ও পাঠকদের জন্য নির্দিষ্ট সংখ্যক ফ্রি হোষ্টিং সেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ নিজস্ব সি-প্যানেল সহ প্রফেশনাল ওয়েব হোষ্টিং পেতে পারেন একেবারে ফ্রি।

নিচের মতো ওয়েব হোষ্টিং পেতে পারেন বিনামূল্যে।

নংরিসোর্সপরিমান
ওয়েবস্পেস৩০০ মেগাবাইট
ব্যান্ডউইড্থ৫ গিগাবাইট প্রতিমাসে
ডোমেইন১ টি
সাবডোমেইন১০টি
ডাটাবেজ৫টি
ইমেইল২০টি
এফটিপি একাউন্ট৫টি
সি-প্যানেলআছে

সুবিধাঃ

  • সর্বোচ্চ ২০ জনকে এই সুবিধা দেওয়া হবে। আগে যোগাযোগকারী ও প্রোজেক্টের ধরন অনুযায়ী প্রাধান্য দেওয়া হবে।
  • আপাততঃ একবছরের জন্য সি-প্যানেল হোষ্টিং দেওয়া হবে । পরবর্তিতে সময় বাড়ালে জানানো হবে।
  • হোস্টিং ও ডাটাবেজ পরিবর্তনের বেপারেও সহযোগিতা করা হবে।
  • হোষ্টিং নিয়ে কোন কাজ না করে ফেলে রাখলে হোষ্টিং বাতিল করে অন্যকে সুযোগ দেওয়া হতে পারে।
  • হোস্টিং পেতে এই পোষ্টে মন্তব্য দিন অথবা মেইল করুন mahbubpalash(at)yahoo.com এ অথবা ফোন করুন ০১৯১৩৫৩১৫৫৬ এ।
  • আন্তর্জাতিক দামে ডোমেইন কিনতেও সহযোগিতার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি অনেক দিন যাবতই ভাবছি একটা ব্লগ বানাবো ডোমেইন/হোষ্টিং কিনে।আসলে এই সম্মন্ধে খুব একটা কিছু বুঝিনা তাই এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছি।
আসলে কি করতে হবে,অনেকের কাছে জানতে চেয়েছি কিন্তু ঠিক মতন উত্তর কোন পাই নাই।
তাছারা টেকটিউন্সের অনেক টিউনে দেখেছি এই সব নিয়ে অনেক প্রতারনা হয়।তাই সাহস হারিয়ে ফেলি।
*এখন আমার করনিয় কি কিভাবে আমি ব্লগ তৈরি করতে পারি বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকিব।

    কার কাছ থেকে ডোমেইন কিনবেন ? সবাই বাটপার। আপনার টাকা দিয়ে ডোমেইন কিনবেন আর রেজিস্ট্রেশন হবে বাটপারদের নামে। ডোমেইন ট্রান্সফার বা বিক্রি করতে পারবেন না। সবচেয়ে ভালো হয় http://www.godaddy.com or http://www.blogger.com থেকে ডোমেইন কিনলে। প্রথম টা বিশ্বের সবচেয়ে বিশ্বাষ যোগ্য আর দ্বিতীয় টা গুগল এর । তবে এক্ষেত্রে credit অথবা Debit কার্ড থাকতে হবে। আমি নিজে বাটপারের শিকার হয়েছি। তাই আপনাকে সাবধান করলাম। আর ও একটা তথ্য দিলাম, ওরা ডমেইন কিনে বিশ্বের সবচেয়ে পচা কম্পানি থেকে, যাদের সার্ভিস বলে যা আছে সেটা কিনলে বুঝবেন। আর একটা কথা ভুলেও কখনো আজাদ টাওয়ারের ধারে কাছে যাবেন না কারন ওখানেই বাটপার দের বড় একটা গ্রুপ রয়েছে।

    ভাই, আপনাকে আমি বলতাছি, উনি যে দুইটা সাইট-এর সাজেস্ট করেছে এ দুইটা থেকে ডোমাইন কিনবেন না।

    Level 0

    ভাইজানেরা পারলে এখানে ক্লিক করুন http://www.nic.cz.cc/index.php?ref=nazmulbd00 লুপে নিন ৫টা ডোমেইন এবং আয় করুন প্রতি রেফার $1.00 ডলার করে । ধন্যবাদ সবাইকে

    আতাউর রহমান কেঃ বাংলাদেশি কারো কাছ থেকে ডোমেইন কেনার চেয়ে godaddy.com অথবা namecheap.com থেকে কেনা ভাল। যাদের ক্রেডিট কার্ড বা পে-পাল একাউন্ট নেই তারা সাধারনতঃ সরাসরি কিনতে পারেন না। সেক্ষেত্রে যার কাছ থেকে কিনবেন তার কাছ থেকে জেনে নিবেন ডোমেইনের কন্ট্রোল কার কাছে থাকবে, এবং যে কোন সময় ট্রান্সফার কার যাবে কিনা। বর্তমানে ১০ থেকে ১২ ডলারে (প্রভাইডার ভেদে) ডোমেইন কিনতে পারবেন। যে কোন যায়গা থেকেই ডোমেইন কিনেন না কেন আমি ফ্রি হোষ্টিং দেবো।
    .co.cc ফ্রি ডোমেইন নিয়ে এবং আমার কাছ থেকে ফ্রি হোষ্টিং নিয়েও টাকা ছাড়া সাইট বানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।

    আতাউর ভাই, আপনার মনে এক প্রশ চলছে আর আমাকে একবার জানালেন না? হিহি, গো ডেড্ডি খুব ই ভালো সাইট। ডোমেন ওদেরটা নিন, ১দিনে ডোমেন একটিভ করে ওরা। হোস্টিন নিন ড্মিমহোস্ট অথবা সার্টেক্স। (সার্টেক্স এর সাপর্ট নাইল খুব ই ভালো, যে কনো হেল্প ওরা করে থাকে) আমাকে মেইল করুন যে কনো হেল্প লাগলে। ভালো থাকুন।

    টিউনার কে বলছি। অনেক ধন্যবাদ টিউনের জন্য। ভালো থাকুন।

    সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুচিন্তিত পরামর্শ দেয়ার জন্য।
    দেশে আসলে কাঙ্খিত ঠিকানায় যোগাযোগ করব ইনশাল্লাহ।
    টিউটো ভাই আপনার কথা আমার মাথায় থাকবে।আপনার নাম্বারটা কি টিউটোরিয়াল বিডি’তে যেটা দেয়া আছে সেটাই?
    পুদিনা পাতা ভাই মেইল চেক না করেই মনে হয় বললেন যোগাযোগ করিনাই,আবারো মেইলটা চেক করেন,
    এই ছাড়াও অনেকের কাছে মেইল করেছিলাম বিষয়টা জানার জন্য,
    খুশির খবর হইল কেউই আমার মেইলের উত্তর দেয় নাই,হয়তো সময়ের অভাবে উত্তর দিতে পারেনাই।
    তারপরেও সবাইকে আন্তরিক ধন্যবাদ।

bangladeshi batpar der kach theke kinle ki apni khushi ? amar suggest kora site duita ki oporadh korlo ? ami jani era valo se jonne bolechi. kharap kichu thakle bolun.and tuner ke thanks for his great offer. (mobile diye comments korlam tai bangla lekha gelo na).

    আপনাকেও ধন্যবাদ আসলাম ভাই।

আমি চাই ফ্রি হোষ্টিং । [email protected]

    আপনার ডোমেইননেম সহ একটি মেইল করুন।

সবাইকে সালাম+শুভেচ্ছা।আশা করি সবাই ভাল থাকবার জন্য চেষ্টা করতেছেন,আমিও আপনাদের ও মত ১জন।আমি যেটা বলব সেটা হলো যে টিউটো ভাই কোন কমেন্ট করেননাই কেন।

    এই তো কমেন্ট করলাম। ধন্যবাদ তৌফিক ভাই।

আমিও চাই ফ্রি হোষ্টিং।আমার ই-মেইল ঠিকানা: [email protected]

    আপনার ডোমেইন নেম সহ মেইল করুন।

bhai amaro ekta dorkar…………

messengera a add korsi……

    আপনি যে ডোমেইনের জন্য নিতে চাচ্ছেন তার নাম দিন। ই-মেইলে লগইন তথ্য পাঠানো হবে।

……………… বুঝতেছি না। কিন্তু আপনার কাছ থেকে কিনলে ডোমাইন চুরির আশংকা থাকবে না। মানে চুরি হলে আপনি ঠিক করে দিতে পারবেন।
আমার “কোর” ফাইল গুলোর সাইজ ১০০+ এমবি…………………… আপনার সার্ভারের স্পিড কেমন তাও জানি না…………………..
আচ্ছা টিউটো ভাই আপনি আপনি আমাকে একটা ফ্রি হোস্ট দেন ট্রাই করে দেখি……………. ট্রাই করে কিনব। (আপনার কোন টিউটোরিয়ালেই দেখে কিনতে বলেছিলেন 😀 )

    আপনি যে ডোমেইনের জন্য নিতে চাচ্ছেন তার নাম দিন। ই-মেইলে লগইন তথ্য পাঠানো হবে।

আমি কি আপনার ফ্রি হোষ্টিং পেতে পারি? আমার ই-মেইল [email protected].

    অবশ্যই। আপনি আপনার ডোমেইন নেমটি দিন। আমি একাউন্ট তৈরী করে মেইল করে দেব।

মাহবুব ভাই আমার ইচ্ছার কথা আগেই জানিয়েছি, তবুও যদি হাসান ভাইয়ের ব্লগে যে কন্টেস্ট হবে সেটাতে প্রাইজ পেলে হয়তোবা হোস্টিং নেয়ার চিন্তা-ভাবনা করবো।

    আপনার জন্য বরাদ্দ আছে। যে কোন সময় নিতে পারবেন। ধন্যবাদ।

টিউটো ভাই আপনার এখানে কি সাবদোমেইন হোস্ট করা যাবে। যেমন : http://blog.samazgor.tk/

Level 0

ভাইজান আমার একটি ফ্রি domain registration করা আছে , আপনি কি আমাকে ফ্রি হোস্টিং দিতে পারেন? এক বছর ভাল চললে আমি হয়তো payable hosting e যেতে পারব। আমার domain হলো http://www.unitechbd.co.cc । আর আমার মেইল আই ডি হলো [email protected]. কবে পাঠাবেন জানালে ভাল হতো।

Level 0

PRIYO BHAIYA RA,
AMI FREE DOMAIN NIE RONGMOHOLER MOTO EKTA FORUM BANATE CHAI KEU KI AMAKE FREE HOSHTING DIE HELP KORTE PAREN.?
HELP KORLE CHIRO KRITONGO THAKBO.
AMAKE MAIL KORUN PLS.= [email protected]

টিউটোরিয়াল বিডি থেকে ফ্রি হোষ্টিং ও ফ্রী ডোমেন চলছে http://www.poorchilds.com কোন সমস্যার মুখোমুখি হই নাই । ধন্যবাদ টিউটোরিয়াল মাহবুব ভাই ।

Level 0

‌আমি কি আপনার ফ্রি হোষ্টিং সূবিধা পেতে পারি? আমার ই-মেইল [email protected]

Level 0

আমার ওয়াপ সাইট সাব ডোমেইন তৈরি করা ফ্রি হোষ্টিং কি পেতে পারি ? আমার এ ব্যপারে কিছু জানিনা দয়া করে জানাবেন কি ?
cenaj238(at)aol dot com