জুমলার কাস্টমাইজ থিম ডাউনলোড ২

আজকে আপনাদের যে থিমটির ডাউনলোড লিংক দিব, সেটা জুমলা আর্টের সম্প্রতি মুক্তি পাওয়া থিম JA Teline IV । যারা ওয়েব ডেভেলপমেন্ট এর সাথে জড়িত তারা প্রায়ই ভাল মানের থিম এর সংকটে পড়েন। কাজেই তাদের কথা চিন্তা করে পর্যায়ক্রমে ভাল কিছু থিমের ডাউনলোড লিংক দিব। প্রথমে থিমটির ডোমো দেখুন। তারপর নামিয়ে ফেলুন।

কাস্টমাইজ থিম সম্পর্কে:
কাস্টমাইজ থিমগুলোর মডিউল ও এক্সটেনশন এর পজিশন থিমের প্রয়োজন অনুসারে সেটআপ করা থাকে। আগের সেটআপ দেয়া জুমলার সাথে ব্যবহার করা যাবে না। বিকল্প হিসাবে শুধু থিম নামিয়ে চালানো যেতে পারে। এতে ভাল মান হবে না।
কাজেই ডাউনলোডের সময় অবশ্যই কুইক স্টার্ট প্যাকেজ টি নাময়ে নিবেন। শুধু থিমটিও নামিয়ে রাখতে পারেন। এর পর আপনার লোকাল কম্পিউটারে ঠিক জুমলা মতো সেটআপ দিন। এরপর আপনার রিমোট সাভারে আপলোড করে নিন।
ধন্যবাদ

ডেমো:

http://www.joomlart.com/demo/#templates.joomlart.com/ja_teline_iv

ডাউনলোড:
সরাসরি ডাউনলোড লিংক দেয়ায় সমস্যা থাকার কারনে অনুগ্রহ করে নিচের লিংক থেকে ঘুরে আসুন।

http://masterzones.com/?p=1028

Level 3

আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাইল সাইজটা দেখেই ভয লাগছে ভাই, ৮৯ মেগা (+)

ফাইল সাইজ দেখে মনে হচ্ছে এবার ইন্টারনেটের বিল……………….. কারন আমার এ মাসের ব্যান্ডুইথ প্রায় শেষ। তবু ধন্যবাদ।

ভাই, ভয় পাওয়ার কিছু নাই। সাইজের কারনে আমি ব্যক্তিগত ভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করছি। জুমলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাস্টমাইজ টেমপ্লেট পুরো জুমলার সাথে সেট আপ করা থাকে যেটা একটু ভারী হয়। তবে ভেতরের কুইক স্টার্ট প্যাকেজ ১২ মেগাবাইটের বেশী হবে না। পরবতীতে অন্য টেম্পপ্লেট ব্যবহার করলে প্রায় গাধার খাটুনি খাটটে হয়। পুরো মডিউলের পজিশন, প্লাগিন পরিবর্তন করা লাগে। এছাড়া নিয়মিত আপডেটে সমস্যা হয়। আর ওয়ার্ডপ্রেস এ সকল সমস্য মুক্ত। এক ক্লিকেই পুরো টেম্পপ্লেট পরিবর্তন করা যায়। নিয়মিত সিএমএস, মডিউল আপডেট করা যায় এবং আমি মনেকরি জুমলার থেকে ওয়ার্ডপ্রসে দ্রুত ব্রাউজারে লোড হয়। ব্যবহারের দিক থেকে জুমলার থেকে ওয়ার্ডপ্রেস বেশী জনপ্রিয়।
ধন্যবাদ