হোস্ট প্যানেলে মূল ডোমেইন ব্যবহার করার পাশাপাশি এবার যে কোন সাব-ডোমেইন যোগ করুন ব্লগার সাইটে!

السلام عليكم আসসালামু আলাইকুম।

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ্ তায়ালার অশেষ মেহের বানীতে সবাই এক প্রকার কুশলেই আছেন। আসলে ব্যতি ব্যস্ততার কারনে নিজের ব্লগ সহ অন্যান্য কমিউনীতি সাইটে আমার প্রকাশিত টিউনগুলো তেমন একটা শেয়ার করার সময় হয়ে ওঠেনা। তবুও চেষ্টা করি সপ্তাহে অন্তত একটি টিউন/টিউন পাবলিশ হোক। যাইহোক দীর্ঘ বিরতির পর আজকের টিউনটাও হচ্ছে ব্লগার সাইট রিলেটেড যাহা টিউনের শিরোনামে উল্লেখ করেছি। 

অবশ্য গত পর্বে একই বিষয় নিয়ে একটি টিউন করেছিলাম এখানে। সেখানে আলোচ্য বিষয় ছিল ব্লগার সাইটে সংযুক্ত ডোমেইনের সাথে কিভাবে আপনার সাব-ডোমেইন ব্যবহার করবেন! টিউটোরিয়াল অনুসরন করে অনেকেই হয়ত কাজটি করতে পেরেছেন। কিন্তু এর মধ্য অনেকে অভিযোগ করেছেন। যদি মূল ডোমেইন তোন হোস্ট সাইটে যুক্ত থাকে তাহলে তার সাব ডোমেইন কিভাবে ব্লগার সাইটে কাজে লাগাব? কারন, হোস্টে মূল ডোমেইন যুক্ত থাকলে তার সাব ডোমেইন ব্লগার সাইটে যুক্ত হচ্ছে না। নো চিন্তা! ডু ফূর্তি!! এবার কৌশলটি শুরু করছি-

১ম ধাপ

১। মনে করি আপনার হোস্ট সাইটে কোন মূল ডোমেইন যোগ করা আছে। সুতরাং আপনার হোস্ট সাইটের সি প্যানেল লগইন/প্রবেশ করুন

Tutorialgift

১। মনে করি আপনার হোস্ট সাইটে কোন মূল ডোমেইন যোগ করা আছে। সুতরাং আপনার হোস্ট সাইটের সি প্যানেল লগইন/প্রবেশ করুন

৩। সাব ডোমেইন যুক্ত করার জন্য আপনার সি প্যানেলের Sub Domain আইকনে ক্লিক করুন।যে নামে সাব ডোমেইন তৈরি করতে চান সেটি লিখুন যেমনঃ bd। নিচের চিত্র অনুযায়ী-

৪। এবার Advanced DNS Zone Editor আইকনে ক্লিক করুন > ডোমেইন অপশনটি নির্বাচন করুন।

৫। এবার Add a Record অপশনের তালিকা হইতে নতুন করে ডেটা ইনক্লুডেড করুন নিচের তথ্যানুযায়ী-

  • CNAME (Alias) = এখানে আপনার সাবডোমেইন অংশ টাইপ করতে হবে (eg: bd.mysite.com, news.myplaycite.com etc.)
  • Pointing to = ghs.google.com
  • TTL = 14400

৬। যদি পূর্বে নামটি তৈরি করা থাকে তাহলে Zone File Records তালিকা হইতে সাব ডোমেইনটি নির্বাচন করে এডিট অপশনে ক্লিক উপরোক্ত তথ্যাদি ইনপুট করে Edit Record করুন। ব্যাস ১ম অংশের কাজ শেষ। এবার ২য় অংশ শুরু করি

২য় ধাপ

  • আপনার গুগলের ব্লগার লগইন করুন। Settings > Basic অপশনে ক্লিক করুন।
  • Publishing > Blog Address অপশনে আপনার সাব ডোমেইনের ঠিকানা লিখে Save করুন।

  • ১০ মিনিট পর আপনার ব্লগ সাইট ভিজিট করে কাজের মান যাচাই করুন।

সর্বশেষ

ব্যাস সফলভাবে কাজ শেষ করলেন। এবার কাজের মান নিজেই পরীক্ষা করুন। আশা করি টিউটোরিয়াল অনুসরন করে অসুবিধা হবার কথা নই। তারপরেও অসুবিধা থাকলে টিউমেন্ট করুন এবং টিউনটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন।  এবং টিউটোরিয়ালটির উদ্দেশ্য কিন্তু হোস্টিং প্রভাইদের সুনাম নষ্ট করার পক্ষপাতী নই। মূলত সবাই যাতে প্রযুক্তি শিখতে পারি, বুঝতে পারি এবং সোনার বাংলাদেশেকে তথ্য প্রযুক্তিতে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি সেই উদ্দেশ্য টিউনটি উৎসর্গ করলাম। পরিশেষে সবাইকে আবারো শুভেচ্ছা, সবাই ভাল থাকবেন।- আল্লাহ্ হাফেয-

বিশেষ প্রয়োজনে আমাকে অনুসরন করতে পারেন
বাংলা ব্লগ | ফেসবুক টুইটার |

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস