বেশী বেশী ব্লগিং করে হয়ে যান ওয়েব সাইটের মালিক

প্রিয় ভাই-বোন,
আমরা সবাই টেকটিউন এর ভক্ত।কিন্তু মাত্র এরকম দু'একটি বাংলা ফোরাম থাকলে কি চলে? তাই আমি আপনাদের জন্য একটি বাংলা ফোরাম বানিয়েছি। যারা আমার এই ফোরামে ২৬ মার্চ পর্যন্ত সব চাইতে বেশী ব্লগিং/পোষ্ট করবেন তাদের জন্য একটি সুন্দর ওয়েব সাইট বানিয়ে দেয়া হবে।
এটি প্রথম ৫ জনের জন্য প্রযোজ্য হবে।

মাসিক টপ কমেন্টার এবং টপ ব্লগার এর জন্য রয়েছে মোবাইল ব্যালেন্স।
আপনারা আমার এই ফোরামে যোগদান করতে এখানে ক্লিক করুন

এরপর I Agree to these Terms এ ক্লিক করুন

এরপর user name ,password এবং e-mail address সাবমিট করে রেজিস্টার করুন।
ভাল থাকুন ,আর অনেক বেশি ব্লগিং করে জিতে নিন আকর্ষনীয় পুরস্কার।

বিস্তারিত জানতে মেইল করুন

[email protected]

Level 3

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ফোরামে তো শুধু একটা ক্যাটাগরি। তাও আবার শুধু কম্পিউটার টিপস্ নিয়ে।
সব চাইতে বেশী ব্লগিং/পোষ্ট করলে একটা সাইট বানিয়ে দিবেন। কিন্তু সেইটা কি সেল্ফ হোস্টেট নাকি আবার ধার করা (মানে কারো অধীনে)।

    কারো অধীনে থাকবে কেন? হোষ্টিং আমি বাড়িয়ে দিতে পারবো

    ভাই একটা রিকোয়েস্ট এ জাতীয় উদ্দোগকে সবাগত জানাই, তবে অন্যকে নতুন ওয়েবসাইট দেয়ার আগে নিজেই একটা ব্লগ বানান যার ডোমেইন আর হোস্টিং টাকা দিয়ে কেনা? আর আপনি যা বলছেন তা ব্লগ না একে বলা হয় ফোরাম পোস্টিং।

    অনেকেই আছে যারা কিছুই জানে না ,শুধু ব্লগিং করে ।তাদের জন্য এই অফার অনেক মুল্যবান হবে বলে মনে করি।

হে হে হে হে হায়রে পৃথিবী কত রকমের অফার!!!!!!!!!!

আপনার দেখছি ফোরাম সম্পর্কে ধারণাই নাই। অনেক গুলো বাংলা ফোরাম এরই মধ্যে গড়ে উঠেছে।

http://www.itechbangla.com
http://forum.projanmo.com
http://www.rongmohol.com
http://forum.amaderprojukti.com
http://www.hostalapon.com
http://www.opentuto.com

এ অফারে ঈদের আগে আসলে ভাল হতো॥

    ঈদ অফার হিসেবে অনেকেই লুফে নিত, তাই।

    তবে সামনে একটা সুযোগ আছে তা হল নতুন বৎসরের অফার হিসেবে অনেকে নিতে পারে আমার মত যারা । আমি ভাই সবছেয়ে শুখে আছি ব্লগ নাই ওয়েবসাইট নাই কিসসু নাই। হা হা সব কিছু ফেলে দিয়ে আমার মত সুখি হয়ে জান