সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভাল আছেন। টেকটিউনস ব্লগ ভিজিট করার জন্যে সবাইকে স্বাগতম। যারা ওয়েব ডিজাইনকে ভালবাসেন আজকে সেই সকল ভাইদের জন্যে আমার এই টিউন। আশা করি সকলের ভালো লাগবে এবং কাজে লাগবে। যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখছে অথচ W3Schools এর নাম শোনেনি এমন মানুষ পাওয়া যাবে না। এখানে খুব সুন্দরভাবে ওয়েবডিজাইন, ডেভেলপমেন্ট টিউটোরিয়াল দেওয়া আছে। W3Schools হল একটি টিউটোরিয়াল ভিত্তিক ওয়েবসাইট। W3Schools এ দেওয়া আছে কয়েক হাজার কোড এর উদাহরণ। একটি অনলাইন এডিটর (Try it yourself) ব্যবহার করে আপনি উদাহরণ সম্পাদনা করতে পারেন।
১৯৯৮ সালে এ ওয়েবসাইটি মুলত Refsnes data, একটি নরওয়ের সফটওয়্যার উন্নয়ন ও পরামর্শ কোম্পানি নিমার্ণ করেন। যাতে যে কেউ সহজে নিজে নিজে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে পারে অনলাইন থেকে। আমাদের যাদের আনলিমিটেড নেট নেই কিংবা সব সময় ব্যবহার করা সম্ভত হয় না বা অনেক সময় নেট সংযোগ সমস্যা হয়। সেজন্য আমরা যদি ওয়েবসাইটি অনলাইন এর সাথে সাথে Offline Version ডাউনলোড করে রাখি তাহলে নেট সংযোগ ছাড়া আমরা অনলাইন এর মত ব্যবহার করতে পারি। আশা করি নতুন যারা ওয়েব ডিজাইন শিখতে চায় নেট সংযোগ ছাড়া Latest Offline Version টি তাদের জন্য উপযুক্ত। W3School এর Offline Version 2016 ডাউনলোড করে নিন। টিউন এর শেষে ডাউনলোড লিংক।
ডাউনলোড করার পর যা করতে হবেঃ
প্রথমেই আপনি w3schools এর rar ফাইলটিকে WinRAR অথবা যে কোন জিপ ওপেনার দিয়ে Extract করে নিন (জিপ ফাইলে কিভাবে Extract করে দেখে নিন), করার পর ফোল্ডারটি ওপেন করুন, এর পর index.html নামে ফাইলটি ক্লিক করুন। এরপর আপনার ব্রাউজার যে পেজটা আসবে সেটাই w3schools.com এর অফলাইন ওয়েবসাইট। আপনি এখান থেকেই নেট কানেকশন ছাড়াই খুব সহজেই শিখতে পারবেন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট।
টিউনটি ভাল লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। এ টিউনটি এর আগে এ ব্লগে প্রকাশিত হয়েছে। আমার ফেসবুক পেইজ এবং ফেসবুকে আমি। টেকটিউনের সবার শুভ কামনা করে আজকের মত বিদায়, আগামী টিউনে দেখা হবে। আল্লাহ হাফেজ!
আমি Mohammed Jahangir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।