ব্লগ/ওয়েব সাইটের ভিজিটর নিয়ে চিন্তিত? তাহলে এবার এসইও, ডুফলো ছাড়াই নিয়ে নিন হাজার হাজার রিয়েল ভিজিটর আপনার সাইটে!!

السلام عليكم আসসালামু আলাইকুম।

পবিত্র রমজানুল মোবারক সবাইকে। আশা করি সুপ্রিয় টিটির সবাই ভাল আছেন। আজকের প্রকাশিত ২য় তম টিউনে আপনাদেরকে টপিকস দেখাব কিভাবে আপনার ব্লগ/ওয়েব সাইটের ভিজিটর ‍বৃদ্ধি করবেন। সত্যিকার অর্থে বর্তমানে ডিজিটাল যুগে আমাদের কম বেশী অনেকেরই ব্লগ/ওয়েব সাইট রয়েছে তথা সেটা ফ্রি হোক কিংবা পেইড ভার্সনের। তবে সকলের মূল অভিযোগ হল ভাল ভিজিটর পাচ্ছেন না। হ্যা আপনার সাথে আমিও এক মত এবং আপনার মতই নিজে একজন ভূক্তভোগী। ভাল ভিজিটর পাওয়ার জন্য অনেকেই হয়ত কত কান্ড করেছেন কিন্তু ফলাফল শূন্য!

যাইহোক প্রথম সাইট বানাতে গেলে ভিজিটর কিন্তু এমনি এমনি আসবেনা। তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও মূল্যায়ন। বর্তমানে আপনি যে সকল জনপ্রিয় সাইটগুলোতে ভিজিট করছেন কিংবা ইউজার ও গুগলের রেটিং খুবই ভাল। তারা কিন্তু এই সফলতা এক দিনে অর্জন করেছি। কত মেহনত করতে হয়েছে। কথায় আছে সবুরে নেওয়া ফলে! ব্যক্তিগত হিসাবে আমার বেশ কিছু ইংরাজী ব্লগ সাইটে ভিজিট করা আছে। সেখানের অধিকাংশ ইউজার রেটিং দেখে নিজেরই হিংসা হয়। ইশ! নিজের সাইট যদি এমন হত, কতই না ভাল হত। তথাপি আমি বেশ কিছু সাইটের অ্যাডমিন জিজ্ঞাসা করেছিলাম। তার প্রতিত্তরে অনেকেই বলেছেন সফলতা আসতে প্রায় ২-৩ বছর লেগেছে, কারোর ১ বছরের কম সময়। তার জন্য তাদের অনেক পরিশ্রম, নিয়ম এবং অর্থ খরচ করতে হয়েছে। অনেক কথা বল হল আশা করি উপরের ছোট উদাহরন দেখে বুঝতে পারছেন।

ব্লগের ভিজিটর বৃদ্ধির গোপন কৌশল

তথাপি যে কোন ব্লগ/ওয়েব সাইটের জনপ্রিয়তা করতে গেলে সর্বপ্রথম যে বিষয়গুলো নজরে রাখতে হবে-

  •  এমনিতে সেটি যদি মুভি, গেম কিংবা সফটওয়্যারের সাইট হয় তাহলে ভিজিটর পাওয়া একটু সুবিধা হয়। তবে ব্লগ সাইটের ক্ষেত্রে একটু পরিশ্রম করতে হয়। তবে সেখানে চালাকি করে যদি মুভি, সফটওয়্যার, গেম বিষয়ে কনটেন্ট কিংবা ট্যাগ করা যায় তাহলে ভিজিটর অাকর্ষন হবেই।
  •  গুগলের রেটিং এ- আসতে গেলে অবশ্যই কপি-পেষ্টের চিন্তা মাথা হতে ডিলেট করতে হবে।
  • SEO, Dofollow, Back link করার চেষ্টা করতে হবে।
  •  বেশী বেশী Social Site শেয়ার করতে হবে Facebook, Google+, Twitter, Pinterest সহ যাবতীয় সাইট।
  • অবশ্য ফেসবুকে শেয়ার করে কিভাবে ভিজিটর বৃদ্ধি করা যায় এই বিষয়ে একটি টিউন করেছেন টিটির জনপ্রিয় টিউনার (শফি-উল্লাহ) এখানে
  •  বিজ্ঞাপন, মার্কেটিং এর জন্য বেশ কিছু অর্থ ব্যয় করতে হবে।

উপরোক্ত বিষয় ব্যতিত ভিজিটর বৃদ্ধির কোন সহজ পদ্ধতি আছে কি?

প্রথমেই বলেছি যে কোন সাইটকে পপুলারিটি করতে হলে উপরের শর্ত অবশ্যই মানতে হবে। তবে এই ক্ষেত্রে ভিজিটর বৃদ্ধি করতে দোষ নাই। তাই যে কোন সাইটে আপনার ব্যাংক লিংক প্রেরন করতে পারেন। তাই বলে কিন্তু স্ক্যাম কিংবা এডাল্ট জাতীয় সাইটে কিন্তু আপনার সাইটের লিংক শেয়ার করবেন না। ভিজিটর বৃদ্ধির জন্য ইন্টারনেটে অসংখ্যক সাইট রয়েছে যারা আপনার সাইটটি পাবলিশ করে বেশ কিছু ভিজিটর দিতে বদ্ধ পরিকর। তবে তার জন্য অবশ্যই আপনার সাইট ইউনিক হতে হবে। কারন, ভিজিটর যেন আপনার সাইটটি মনে রাখতে পারে ও ২য়বার যেন আসে। উদাহরনঃ আপনি কোন সাইটের প্রমোটের মাধ্যমে আপনার সাইটে ১০,০০০ ভিজিটর (১ম টাইম) আনলেন। সেখানে সাইট ভাল হলে ২য় বার সময়ে এমনিতেই ৫০০০ ভিজিটর আসবে এবং ৫,০০০ ভিজিটর আসবেনা। সুতরাং ভিজিটরের মাধ্যমে ভিজিটর আসে। এমন সাইটে নিজের ব্লগের জন্য প্রমোট করতে বেশ অর্থ খরচ করতে হয় এবং এরুপ ফ্রি সাইটের সংখ্যা নাই বললেই চলে।

  • অবশ্য গত টিউনে বেশ কয়েকটি সাইটের সাথে পরিচয় করিয়েছিলাম যেখানে আপনি ভিজিটর সংগ্রহ করতে পারবেন। টিউন দেখুন এখানে

Web Syndic মাধ্যমে আপনার সাইটে হাজার হাজার ভিজিটর সংগ্রহ করুন

নিজেও অনেকদিন খোঁজে ছিলাম যেখানে কোন একটি সাইটের প্রমোটের মাধ্যমে নিজের সাইটে সুবিধামত ভিজিটর সংগ্রহ করতে পারব। তাই বেশ কিছু দিন ধরে সার্চ করতে করতে একটি সাইটের পরিচয় পাই এবং পরীক্ষা মূলক হিসাবে নিজের একটি ইংরাজী ব্লগ সাইট সেখানে যোগ করি। প্রায় ২ দিন পরেই দেখতে পাই ভাল কিছু ভিজিটর পেয়েছি এবং ব্লগের টিউনের ৪ টি টিউমেন্ট পাই। যদিও আমার ব্লগ সাইটের বয়স প্রায় ১ মাস হবে। বর্তমানে এখনো সেই সাইট ব্যবহার করছি। এবং আপনাদেরকে সেই রহস্যর উপায়টা বলে দিব।

Web Syndic সাইটের কিছু বৈশিষ্ট্য

১। এখানে ভিজিটর প্রমোটের জন্য আপনাকে পয়েন্ট সংগ্রহ করতে হবে। এবং সেই সংগৃহিত পয়েন্টের মাধ্যমে ভিজিটর টানিং করতে পারবেন। অবশ্য পয়েন্ট পেপালে কিংবা বিটিসির মাধ্যমে ক্রয় করার ব্যবস্থা আছে।

২। উক্ত সাইট 2006 সাল হতে চলছে। বর্তমানে এখানের Per day visitor প্রায় 20,000 এর মত, গুগল র‌্যাংক 17,977


৩। ব্যহারকারীদের মধ্য অনেকরে মতভেত আছে যেমনঃ কাজ হয় কিংবা হচ্ছে না। তবে আমার কাছে পরীক্ষা অনুযায়ী মনে হয়েছে কাজ হয়েছে।

৪। আপনার সাইট এখানে যুক্ত করলে গুগলের টার্ম অনুযায়ী সেই রকম ক্ষতি হবার সম্ভাবনা নাই।

৫। এখানে যে ভাবে ভিজিটর সংগ্রহ হয়। তার মূল কাজটা হলো অনেকটা অটোমেটিক ব্যাকলিংক ধনের কালেক্ট ও ক্রিয়েট করা। মানে আপনার সাইটের লিংক তারা তাদের প্রমোশনকৃত সাইটে বিলি করবে।

কিভাবে কাজ করবেন?

  •  ওয়েব সিন্ডিক সাইটে সাইনআপ করুন এখানে

1. সেখানে সাইনআপ বাটনে ক্লিক করুন। নিচের মত চিত্র আসবে> সবকিছু ফিলাপ করুন > আপনার মেইলের লিংকটি ভেরিফাই করুন।

2. মনে করি সফলভাবে একাউন্ট ক্রিয়েট করেছেন এবার ড্যাশবোর্ডে প্রবেশ করুন লগইন করে।তাহলে নিচের মত চিত্র পাবেন


3. বাম পাশের প্যানেল হইতে My sites এ- ক্লিক করুন > সেখানে Add web এ- আপনার সাইট যোগ করুন। Approve হতে প্রায় ২৪ ঘন্টা সময় নিতে পারে। যদি সক্রিয় হয় তবে সবুজ রং চিহৃ Active দেখাবে (যেমনটি আমার একাউন্টে শো করছে) নিম্নরুপঃ

Web Syndic এর মাধ্যমে কিভাবে পয়েন্ট ও ভিজিটর সংগ্রহ করবেন ?

  •  এই সাইটের মূল শর্ত হল আপনার সাইটে ভিজিটর আনার জন্য একাউন্টে ক্রেডিট পয়েন্ট থাকতে হবে। তাই ‍যত ক্রেডিট থাকবে, ততই ভিজিটর পাওয়া যাবে। এখানে ক্রেডিট ক্রয়ের ব্যবস্থা রয়েছে যাহা পূর্বেই বলেছি যেমন ২ ডলার খরচ করলে ৫,০০০ পয়েন্ট পাওয়া যাবে। এই ৫,০০০ পয়েন্ট শেয়ার্ড করলে প্রায় ১,০০০ সাইটের লিংক পাওয়া যাবে।
  •  বোধ হয় চিন্তায় পড়লেন। অবশ্য এই পয়েন্ট আপনি ফ্রিভাবে সংগ্রহ করতে পারবেন যত ইচ্ছা তত। এটি করতে হলে ড্যাশ বোর্ডের বাম পাশের প্যানেল হইতে Earn Credits অপশনে ক্লিক করুন।
  •  সেখানে ক্লিক করলে ব্রাউজার বারে অন্য একটি ট্যাব ওপেন হবে। এটি বন্ধ করবেন না। ফলে বিভিন্ন সাইট ভিউ হতে থাকবে। ফলে ক্রেডিট অর্জন হতে থাকবে। যেমনঃ কোন সাইটের জন্য ১৫ ক্রেডিট, ১ ক্রেডিট, ৬ ক্রেডিট এইভাবে বিভিন্ন ক্রেডিট সব যোগ হতে থাকবে আপনার একাউন্টে (যতক্ষন লগইন থাকবেন)। বুঝার সুবিধার্থে নিচের চিত্রটি দেখুন-

  •  মনে করি আপনি ২,০০০ ক্রেডিট আর্ন করতে পেরেছেন। এবার আপনার সাইটে ভিজিটর আনার পালা। সুতরাং বাম পাশের প্যানেল হইতে Easy Distribution এ- ক্লিক করুন। Ammount to Distribute এর ঘরে প্রতি সাইটের জন্য কত ক্রেডিট ব্যয় করতে চান তা লিখুন। মনে করি, প্রতি সাইটের জন্য ১ ক্রেডিট। তাহলে বড়জোর ২০০০ ক্রেডিটে প্রায় ১৩০০ সাইটে অফার করবে আপনার ওয়েব সাইটের লিংক। পরিশেষে Distribute এ-ক্লিক করুন। তাহলেই পরবর্তী সময়ে বুঝতে পারবেন আপনার ব্লগ সাইটটি কতটি সাইটে ভিউ করেছে।

সর্বশেষ

আশা করি টিউটোরিয়াল অনুসারে কাজটি করতে পারবেন। তেমন কোন সমস্যার কথা নই। তারপরেও কোন মতামত থাকলে টিউমেন্ট করতে পারেন। আরেকটি ব্যাপার, এই পলিসির সাথে আপনাকে উপরোক্ত কাজ করতে হবে যাহা টিউনের ব্লগের ভিজিটর বৃদ্ধির পয়েন্ট অপশনে ব্যক্ত করেছি। আশা করা যায়, এই স্বম্নিত পদ্ধতির মাধ্যমে স্বল্প সময়েই আপনার ব্লগ সাইটটি ইউজার ও গুগলের রেটিং হিসাবে অনেকটাই ফলপ্রসু অবস্থানে যাবে। বিদায়ের সময় হল। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন। -আল্লাহ হাফেয-

 

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

New HD Movie Bangla , Hindi, English 2016 Pata

http://www.jaynal420.ihostfull.com

কাজের জিনিস। প্রিয়তে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমি এরকম একটা সাইট অনেক খুজেছি শেষপর্যন্ত আপনার কাছ থেকে পেলাম।আমি জানি এরকম একটা সাইট খোজা কত কষ্টের আপনি আমাদের সেই কষ্টটা কমিয়ে দিয়েছেন তাই আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না।আশা করব আগামী আর ও অনেক হেল্পপুল টিউনের।