পবিত্র রমজান মাস এসে পড়েছে। ভিজিটরদের একটু বাড়তি সুবিধা দিতে পারলে মন্দ কী! টিউনটিতে আমি দেখাবো কিভাবে একটি কাউন্টার আপনার ওয়েবসাইট বা ব্লগে যোগ করবেন।
চেয়েছিলাম আরো দুদিন আগে বানাতে। যাই হোক, ঘন্টা তিনেক খরচ করে গুগল ঘেঁটে তৈরি করলাম, মূলত পিএইচপি দিয়ে তৈরি করেছি। আপনাদের ওয়েবসাইটে যাবে জাভাস্ক্রীপ্ট হিসেবে। সর্বোচ্চ কাস্টমাইজেশন করা যাবে। তবে সেজন্য হালকা জাভাস্ক্রীপ্ট জানা থাকলে আপনাদের সুবিধা। আর ডিজাইনের জন্য সিএসএস জানতে হবে। কোনো লিঙ্ক বা ক্রেডিটের ঝামেলা নেই। নিজের মত ব্যবহার করতে পারবেন। সেহরি এবং ইফতারের সময়সূচী নেওয়া হয়েছে প্রথম আলো থেকে। কোনো ধরণের ত্রুটি পেলে অবশ্যই জানাবেন।
শুরুতেই আমরা একটি স্ক্রীপ্টকে পেজে যুক্ত করব। <script> ট্যাগ ব্যবহার করে আমরা এটি যুক্ত করব। এটিই মেইন জাভাস্ক্রীপ্ট ফাইল যা পরবর্তি সেহরি/ইফতারের সময় বের করে টাইমার রান করাবে। এজন্য নিচের লাইনটি ওয়েবপজের </body> ট্যাগের পূর্বে যোগ করতে হবে-
[খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এখানে আর লিখা যাচ্ছে না। টেকটিউনসের Ninja Firewall স্ক্রীপ্ট ট্যাগ কে সন্দেহজনক ধরে এক্সেস ব্লক করে দিচ্ছে। ৫ বার চেষ্টা করলাম।]
ভেঙেচুড়ে টিউন দেওয়া সম্ভব হচ্ছে না। তাই সম্পূর্ণ টিউন পড়তে মূল ওয়েবসাইটে যান।
বিঃ দ্রঃ যাদের ধারণা, ভিজিটর নেওয়াই উদ্দেশ্য, তারা আমার পূর্বের টিউনগুলো দেখতে পারেন। টিউন ডিলিট করার ক্ষমতা মডারেটরগণ সংরক্ষণ করেন।
কোনো ত্রুটি পেলে জানাবেন। আমার ফেসবুক আইডি- fb.me/ishtiak777
ধন্যবাদ।
আমি এসএমকে ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kiser ki holo kisui bujhlam na. khali khali eto gula somoy noshto korlam