WordPress ব্লগের frontend থেকে এডমিন বার সরানো

নতুন যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন যেমন ৩.১ ভার্সন বা যারা আপডেট করবেন তাদের ব্লগে এডমিন বার দেখা যায়। এডমিন প্যানেলের জন্য যদি আলাদা লিঙ্ক বা সাইডবার লগিন থাকে তাহলে আর ঐ এডমিন বারের প্রয়জন হয় না।

উপরের চিত্রে দেখানো হল কেমন হয়ে থাকে এডমিন বারটি।

এডমিন বার সরানের জন্য নিচের কোড গুলো আপনার ওয়ার্ড প্রেস থীমের header.php অথবা function.php দুইকোন একটির মধ্যে পেস্ট করে আপডেট করে দিন। তাহলে আর frontend এ এডমিন বার দেখা যাবেনা।


function my_function_admin_bar(){
return false;
}
add_filter( 'show_admin_bar' , 'my_function_admin_bar');

খেয়াল রাখতে হবে যে যেন অন্য আরেকটি PHP ব্লকের ভিতরে না পেস্ট হয়। সবচেয়ে ভালো হয় একদম শেষে পেস্ট করে দেওয়া।

সতর্কতাঃ কোড নিয়ে কাজ করার সময় আপনার থিমের ব্যাকয়াপ রেখে দিবেন আগে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা তো লগইন না করলে দেখায় না। আর লগইন করে বন্ধ করতে চাইলে প্রোফাইল থেকেই বন্ধ করা য়ায়। কোড ঘাটাঘাটির কোন দরকার দেখি না।

    যে ইউজার প্রোপাই থেকে বন্ধ করতে পারবে না তার জন্য আপনি কি করবেন? তার চেয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া কি ভালো নয়??

ভালো! তবে আমার মতে সেটা রাখাই অনেক ভালো।

ভাল টিউন ভাই। অনেক দিন খোঁজার পর পেলাম। আমার ওয়ার্ডপ্রেস ব্লগ এ দিলাম। http://technologytune.com/