ওয়েব ডেভেলপমেন্ট ১: পুর্নাঙ্গ সি-প্যানেল পরিচিতি নতুনদের জন্য !

সি-প্যানেল কি ?

সি-প্যানেল হচ্ছে একধরনের কন্ট্রোল প্যানেল যা ব্যবহার করে আপনি সহজেই আপনার সাইটের ফাইল ম্যানেজমেন্ট, সাব-ডোমেইন বানানো, ডাটাবেজ ম্যানেজমেন্ট এর কাজ আপনার ব্রাউজার ব্যবহার করেই করতে পারবেন।

Defination: cPanel is a Linux-based web hosting control panel that provides a graphical interface and automation tools designed to simplify the process of hosting a web site. cPanel utilizes a 3 tier structure that provides capabilities for administrators, resellers, and end-user website owners to control the various aspects of website and server administration through a standard web browser.

কিভাবে শুরু করবেন ?

লগিন : যদি অাপনার হোস্টিং প্রোভাইডারে সি-প্যানেল ব্যবহারের সুবিধা থাকে (অধিকাংশ ক্ষেত্রেই থাকে) তবে অাপনি নিচের পদ্ধতিতে লগিন করতে পারবেন :

   apnarsite.com:2082

         example: ns1.greenweb.com.bd:2082

অথবা,

apnarsite.com/kpanel/

         example: ns1.greenweb.com.bd/kpanel/

অথবা,

apnarsite.com/cpanel/

         example: ns1.greenweb.com.bd/cpanel/

এরপর অাপনার ইউজার নেম, পাসওয়ার্ড ব্যবহার করে লগিন করবেন।

 

মেনু পরিচিতি :

preferences:

প্রথমেই সিপ্যানেল পাবেন preferences ক্যাটাগরি, এই ক্যাটাগরি থেকে অাপনি অাপনার হোস্টিং এর ইউজার নেম, পাসওর্য়াড সহ যাবতীয় অ্যাকাউন্ট রিলেটেড তথ্য পরিবর্তন করতে পারবেন।

Mail:

নতুন ইমেইল অ্যাকাউন্ট তৈরী করা, পুরাতন ইমেইল অ্যাকাউন্ট মডিফাই করা কিনবা মেইল পড়ার জন্য এই কাটেগরি। অাপনি ওয়েব মেইল থেকে অাপনার সবগুলো ইমেইল অাকাউন্টে প্রবেশ করে মেইল চেক করতে পারবেন। নতুন অ্যাকাউন্ট খুলতে email accounts এ ক্লিক করুন এবং ইনস্ট্রাকশন ফলো করুন।

Files:

এটি সব চাইতে গুরুত্বপূর্ন ক্যাটেগরি, অাপনার সাইট কে হোস্টিং এ অাপলোড করতে, পরিবর্তন করতে এই ক্যাটেগরির টুলস্ গুলো ব্যবহার করবেন। এতে দুইটি ফাইল ম্যানেজার দেওয়া অাছে যার মধ্যে Legacy File Manager টি দিয়ে মোবাইল থেকেও কাজ করা যাবে। এটি মোবাইলের জন্য অপটিমাইজড।

Logs:

সাইটের ভিজিটরদের ডিটেইলস্, তাদের একটিভিটি এই ক্যাটাগরির টুল গুলোর সাহায্যে দেখতে পারবেন। এছাড়াও ব্যান্ডউইথ এর হিসাব নিকাশো এখানে পাবেন।

Security:

ডিরেক্টরিতে পাসওর্য়াড দেওয়া কিনবা মুড সিকিউরিটি এনাবল করতে পারবেন এখান থেকে।

Domains: নতুন ডোমেইন অ্যাড করা, ডিএনএস ম্যানেজমেন্ট কিনবা সাবডোমেইন তৈরী করতে পারবেন এখান থেকে।

Database: এটি অন্যতম একটি গুরুত্বপূর্ন ক্যাটেগরি। এখান থেকে অাপনি PHPMYADMIN ব্যবহার করে ডাটাবেজ সম্পাদনা করতে পারবেন।

কেন Cpanel ব্যবহার করবেন ?

১. এটি মোবাইল ফ্রেন্ডলি

২. সবচাইতে বেশী ব্যবহৃত ম্যানেজমেন্ট সিস্টেম

৩. পুর্নাঙ্গ ম্যানেজমেন্ট সিস্টেম

৪.এক ক্লিকেই wordpress, joomla সহ অসংখ্যা স্ক্রিপ্ট ইনস্টল করতে পারবেন এর একটি ADD-ONS ব্যবহার করে।

৫.ইমেইল ম্যানেজমেন্ট সিস্টেম

৬. ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম

৭. FTP ম্যানেজমেন্ট সিস্টেম

৮. DNS ম্যানেজমেন্ট সিস্টেম

এর কি কোনো ডেমো অাছে টেস্ট করার জন্য ?

ডেমো দেখুন : http://x3demoa.cpx3demo.com:2082/login/?user=x3demoa&pass=x3demoa

এছাড়াও অাপনারা চাইলে একটি ডেমো হোস্টিং অ্যাকাউন্ট ৩ মাসের জন্য ফ্রিতে নিতে পারেন এখান থেকে থেকে। ডোমো ফ্রি হোস্টি নিতে চাইলে মেইল করুন : [email protected] এ  (অফারটি শুধুমাত্র TLD and ccTLD এর ক্ষেত্রে প্রযোজ্য, ফ্রি ডোমেইনের ক্ষেত্রে নয়)

সবাইকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তি লেখাতে প্রতিটি টুলের বিস্তারিত কাজ বর্ননা করার চেষ্টা করবো।

Level 0

আমি জাকির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজিতেই শুরু, টেকনোলজিতেই শেষ !!!! ২০১১ সালে প্রথম টেকটিউনসের সাথে পরিচয়, এরপর থেকেই সাথে অাছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস