প্রয়োজন নাই হোস্টিংয়ের! এবার মূল ডোমেইনের পাশাপাশি আপনার যে কোন সাব ডোমেইন যোগ করুন গুগল মামার ব্লগস্পটে!! এবং আরামসে চালান যে কোন সাইট!!!

السلام عليكم আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। এবং আমার প্রকাশিত ১২০ তম টিউনে স্বাগতম।  ব্লগার স্কুল/টিউটোরিয়ালের ধারাবাহিক পর্ব হিসাবে আজ আপনাদের শিখাব আপনার শখের ব্লগস্পট সাইটে কিভাবে সাব ডোমেইন যুক্ত করবেন? হ্যা বন্ধুরা কথাটি শুনে বোধ হয় অনেকেই শিউরে উঠলেন। কারন, এমন অভিযোগের সুরে অনেকেই বলবেন। ভাই পাগলামীর একটা সীমা থাকে, সব জায়গায় জোকস মানাই না। এতদিন শুনেছি ও জেনেছি যারা ফ্রি কিংবা পেইড হোস্টিং ব্যবহার করেন সেখানে মূল ডোমেইন এর অংশ নিয়ে সাব ডোমেইন যুক্ত করা যায়। এবং পৃথিবীতে অনেক সাইটই তাদের ইউজকৃত হোস্টে সাব ডোমেইন ক্রিয়েট করছে। কিন্তু ভাই! এও জানিযে, গুললের ব্লগস্পট সাইটে ডোমেইন যুক্ত করা যায়। তথাপি সাব- ডোমেইন যুক্ত করা যায় এই বিষয়টি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
নো চিন্তা ডু ফুর্তি!! আপনাদের উক্ত সংশয় দূর করতেই আজকের এই টিউটোরিয়াল টিউন।  আপনি এই টিউটোরিয়াল সঠিকভাবে অনুসরন করলে নিজেই আপনার ব্লগ সাইটে মূল ডোমেইনের পাশাপাশি সাব-ডোমেইন সংযুক্ত করতে পারবেন। কাজটি নিজে শুরু করার পূর্বে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটি প্রথম হতে শেষ পর্যন্ত ভালভাবে পড়ে নিন এবং প্রয়োজনে নোট করতে পারেন।
  • উপরন্তু কাজটি শুরু করার পূর্বে প্রজেক্ট হিসাবে ডেমো দেখে নিন তাহলে অবিশ্বাস, সব জল্পনা দূর হবে। ডেমো এখানে

সাব ডোমেইন কি?

মূল কাজটি শুরু করার পূর্বে সংক্ষেপে একটু আলোচনা করে নিই সাব ডোমেইন বিষয়ে। সাব ডোমেইন হল মূল ডোমেইন এর  একটি অংশ। মূল ডোমেইন থেকে একটি বিন্দু  (.) দ্বারা আলাদা করে সাব ডোমেইন  তৈরি করা হয়।  কিছু জনপ্রিয় সাব ডোমেইন এর উদাহরন  :  Mail.Yahoo.com,   News.Google.com, Us.Cnn.com
যারা একদম নতুন তাদের মনে প্রশ্ন জাগতে পারে সাব ডোমেইন কি আলাদা ভাবে কিনা লাগে? তাদের প্রশ্নের উওর হলঃ না সাব ডোমেইন আলাদা ভাবে কিনতে হয় না।আপনি আপনার মুল ডোমেইন এর ইচ্ছা মত সাব ডোমেইন তৈরি করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আপনার হস্টিং প্রোভাইডার  কিছুটা সীমাবদ্ধতা রাখার ক্ষমতা রাখে। যেমন অনেক প্রোভাইডার আনলিমিটেড সাব ডোমেইন ব্যবহার করতে দিয়ে থাকে আবার অনেক প্রোভাইডার  লিমিটেশন দিয়ে রাখে। তবে গুগলের ব্লগ স্পট সাইটে যদি সাব ডোমেইন যুক্ত করতে যান তাহলে এর কোন লিমিটেশন নাই। কারন, এখানে সাব ডোমেইনগুলো তৈরি করতে হয় আপনার মূল ডোমেইনের কন্ট্রোল প্যানেলের ডিএসএস অংশ হতে। বিষয়টি নিচে আলোচনা করব।

মূলত সাব-ডোমেইন যা প্রাথমিক ডোমেইনের অংশ হয়। উদাহরণঃ

  • ব্লগস্পট সাইটে সাব-ডোমেইন যুক্ত করতে আপনাকে নিম্নরুপে ‍দুটি অংশে কাজ করতে হবে। এবং টিউটোরিয়াল বুঝার সুবিধার্থে  bd.tutorialgift.com সাব ডোমেইনটি কিভাবে তৈরি করেছি ও ব্লগস্পট সাইটে সংযুক্ত করব।

ক। ডোমেইন প্যানেল ডিএনএস সেটআপ

১। প্রথমে আপনার ডোমেইন প্যানেলে লগইন করুন প্রধানত যেখান হতে ডোমেইন ক্রয় করেছেন। 
২। আপনার ডোমেইন নির্বাচন করুন > ডোমেইনের Manage DNS অংশে যান।


 ৩। Manage DNS অংশে ক্লিক করুন

৪। নতুন একটি উইন্ডো আসলে সেখানে CNAME Records অংশে ক্লিক করুন > নিচের চিত্র অনুযায়ী যে নামে সাব ডোমেইন ক্রিয়েট করতে চান তা লিখুন। সেই সাথে গুগলের ঠিকানা DNS যুক্ত করতে হবে।

  • নোট
    Host Name = Sub-Domain Name (which you want to create)
    Value = ghs.google.com
    TTL = 38800 (কিংবা না দিলেও হবে, ডিফল্ট নিবে)
    Then Click on Add Record 

৫। সাবমিট করে ক্রিয়েট করার পর দেখবেন নিচের চিত্রের মতো সফলভাবে সাব ডোমেইনের DNS ক্রিয়েট করতে পেরেছেন।

৬।  প্রথম অংশের কাজ শেষ সফলভাবে শেষ হল। তার মানে হল আপনি ব্লগস্পটের জন্য সাব ডোমেইন তৈরি করলেন অতপর তাকে ব্লগস্পট সাইটে রিডাইরেক্ট করতে হবে।

 খ। সাব ডোমেইনকে ব্লগস্পট সাইটে রিডাইরেক্ট করনঃ

 ১। এবার আপনার ব্লগার একাউন্ট লগইন করুন blogger > অনুসরন করুন Setting >> Basic, Click on Setup Third Party Url for your blog under Blog Address.

২। অর্থাত + Setup Third Party Url for your blog এ- এখানে আপনার সাব ডোমেইন ইনপুট করুন যাহা পূবে ডোমেইন প্যানেলে তৈরি করেছিলেন।

কিছু সুবিধা ও অসুবিধার বিষয়

 

১। অবশ্য এখানে ব্যক্তিগতভাবে একটি বিষয় মনে করছি। তাহা হল কিছু হোস্টিং প্রভাইডারদের বিজনেস পলিসি নষ্ট হতে পারে। তার কারন নিজেই বুঝতেই পারছেন। মানেটা হল ছোটখাট একাধিক ব্লগ/সাইট অপারেট করতে গেলে নিজের শুধুমাত্র ১ টি ডোমেইন থাকলে গুগল মামার হোস্টেই সব কিছুই করতে পারছেন। ফলে অযথা হোস্টিং নেওয়ার প্রয়োজন হবে না। আমি এই বিষয়ে দেশে বেশ কয়েকটি হোস্টিং প্রভাইডারকে ব্লগস্পটে সাব ডোমেইন সংযুক্ত করে দেবার কথা বলেছিলাম। তার প্রতিত্তরে সবাই বলেছিলো গুগলে শুধুমাত্র মূল ডোমেইন রিডাইরেক্ট করা যাবে কিন্তু সাব ডোমেইন যোগ করা যাবে না। এখানে আপনাকে আমাদের কাছ হতে হোস্টিং নিতে হবে। অবশ্য আমিও দমে থাকলাম না।

২।  পরিশেষে বন্ধুরা মিলে ৫ দিনের চেষ্টাতে সফল হলাম এবং তা আপনাদের নিকট শেয়ার করলাম। তবে হ্যা যারা উচ্চ মানের সাইট অপারেট করবেন তথা বিজনেস/প্রফেশনাল যেমন, টেকটিউনস, বিক্রয় ডট কম সাইটের মত  যেখানে পার ডে প্রায় ৪০,০০০ এর উপরে সেখানে ডোমেইন/সাবডোমেইন যেটাই চালান আপনাকে অবশ্যই ভাল হোস্ট গ্রহন করতেই হবে। উল্লেখ্য টিউটোরিয়ালে বুঝার সুবিধার্থে যে চিত্র গুলো অনুসরন করেছি তা আমার  Name Silo ডোমেইন প্যানেলের। ফলে অন্যদের চিত্র একটু পরিবর্তন হতে পারে, তবে কাজ একই তথা DNS Configaration. পরিশেষে আরেকটি বিষয় টিটিতে সম্ভাবত এই টিউনটি পূর্বে কেউ পাবলিশ করেনি।
৩। গুগলের ব্লগস্পট সাইটে যদি আপনার পূর্বের কোন ডোমেইন যুক্ত থাকে। এবং সেই ডোমেইনের সাব-ডোমেইন যুক্ত করলে ফলাফল কাজের হয়। কিন্তু ডোমেইন যদি হোস্টিং সাইটে থাকে সেখানে একটু সমস্যা করতে পারে। অবশ্য এই বিষয় নিয়ে পরবর্তী টিউনে আলোচনা করব। তবে আশা করা যায় সমস্যা হওয়ার কথা না।

 সর্বশেষ

ব্যাস সফলভাবে কাজ শেষ করলেন। এবার কাজের মান নিজেই পরীক্ষা করুন। আশা করি টিউটোরিয়াল অনুসরন করে অসুবিধা হবার কথা নই। তারপরেও অসুবিধা থাকলে টিউমেন্ট করুন এবং টিউনটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন।  এবং টিউটোরিয়ালটির উদ্দেশ্য কিন্তু হোস্টিং প্রভাইদের সুনাম নষ্ট করার পক্ষপাতী নই। মূলত সবাই যাতে প্রযুক্তি শিখতে পারি, বুঝতে পারি এবং সোনার বাংলাদেশেকে তথ্য প্রযুক্তিতে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি সেই উদ্দেশ্য টিউনটি উৎসর্গ করলাম। পরিশেষে সবাইকে আবারো শুভেচ্ছা, সবাই ভাল থাকবেন।- আল্লাহ্ হাফেয-

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই একটা প্রশ্ন করি৷ ব্লগস্পটে সাইটে কত পোস্ট করা যাবে বা জায়গা কত পোস্ট করার জন্য

আমি অনেক গুলো পোস্ট করছি

ব্লগস্পটে কি জায়গা সেস হয়

প্লিজ জানাবেন
৷এ নিয়ে খুব চিন্তায় আছি

    প্রশ্ন একটা কেন হাজারটা করতে পারেন! ব্লগস্পট সাইট ১ জিবি জায়গা প্রদান করে, আন লিমিটেড ব্যান্ডউইথ। বেশী ইমেজ ব্যবহৃত না হলে আপনি ১ জিবি জায়গাতে প্রায় ৫০,০০০ বেশী পোষ্ট পাবলিশ করতে পারবেন। অবশ্য ভবিষ্যতে হয়ত গুগল ব্লগে জায়গা বৃদ্ধি করতে পারে প্রতি ইউজারদের জন্য। মতামতের জন্য ধন্যবাদ।

Just awesome job, Research er jonno dhonnobad, Amio khjchilam ,

    টিউমেন্ট করার জন্য অসংখ্যক ধন্যবাদ। এবং আপনার সাইটটি দেখলাম ভাল লাগলো, গেষ্ট রাইটার হওয়ার সুযোগ আছে কি?

      আপনার লেখা গুলি খুব ভালো লাগে, আর আমার সাইটে অবশ্যই লেখা যাবে, তবে ইংলিশে মোবাইল অথবা সফটওয়্যার বিষয়ে রিভিউ লিখতে হবে # যা পারেন লিখবেন, প্রয়োজনে আমি এডিট করে নেব # আর আপনার ক্রেডিট লিংক তো থাকবেই # ধন্যবাদ #

        আবারো ধন্যবাদ ভাইয়া! জ্বী হ্যা অবশ্যই ইংরাজী লেখার চেষ্টা করব, যেহেতু আপনার ব্লগ ভিজিট করেই বুঝতে পারলাম ইংরাজীতে করতে হবে। ইংরাজীতে একজন পাকা প্লেয়ার না হলেও নিজের ব্লগে বাংলার পাশাপাশি ইংরাজীতে কিছু কনটেন্ট লেখার চেষ্টা করছি।

ধন্যবাদ মতামতের জন্য।