সবাকে আমার সালাম । আজ আমি আমার ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এর ১১ নং পর্ব পোস্ট দিতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে কিছু সুন্দর ও অবিশ্বাস্য ওয়ার্ডপ্রেস থীম ।
তবে আমাকে অনেক কে ফোন দিয়ে বলেছে ভাই আপনি শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে লিখছেন , অন্য কোন কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] নিয়ে লিখছেন না কেন ? তাহলে আপনাদের বলি , দিনে দিনে ওয়ার্ডপ্রেস এর চাহিদা শুধু বেড়েই চলছে , এখন যারা নতুন ব্লগিং জগৎ পা রাখতেছে তারা বেশি ভাগ এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করছে। বিভিন্ন বড় বড় ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী ব্লগ আজ় ওয়াল্ড রেঙ্কিং এ অবস্থান করছে , যার জল-জান্ত উদাহারন আমাদের সবার প্রিয় টেকটিউনস ব্লগ। আমার নিজের মতে এখন পযন্ত যত গুলো কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] আমি দেখছি তাদের মধ্যে ওয়ার্ডপ্রেস এই সেরা । এছাড়া ফ্রিল্যান্সিং জগৎ এর কাজ এর চাহিদা বারছে । আপনি যদি ভাল ওয়ার্ডপ্রেস এর কাজ জানেন তা হলে ফ্রিল্যান্সিং জগৎ আপনার কাজের অভাব হবে না । DoNanza [ফ্রিল্যান্স কাজের একটি সার্চ ইঞ্জিন] এক সমীক্ষায় দেখা গেছে প্রথম ৫০টি ফ্রিল্যান্স কাজ এর মধ্যে ওয়ার্ডপ্রেস এর অবস্থান ৭ নম্বরে । এভার বলুন আপনি যদি ভাল ওয়ার্ডপ্রেস জানেন তা হলে আপনার লাভ ছাড়া লস নাই । আর হ্যা আমি এখন ওয়ার্ডপ্রেস নিয়ে টিউটোরিয়াল লিখতেছি , তবে এই টিউটোরিয়াল গুলো লেখা শেষ হলে আমি আর কিছু জনপ্রিয় কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] যেমন ম্যাম্বো ,জুমলা , দ্রুপাল ইত্যাদি নিয়ে টিউটোরিয়াল লেখার ইচ্ছা আছে ।
যা হোক অনেক বক বক করে ফেললাম , এবার আসি আজকের লেখার প্রসঙ্গে । আজ আমি আপনাদের সাথে কিছু ওয়ার্ডপ্রেস থীম শেয়ার করবো । যা আপনি সম্পূর্ন ফ্রীতে ডাউনলোড করতে পারবেন । নিচে এদের স্কিনশর্ট ও ডাউনলোড লিঙ্ক দেওয়া হল
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১১] ১৫’এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
পরবর্তি পর্বের অপেক্ষায়……………………