সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকের প্রকাশিত ২য় টিউনে দেখাব কিভাবে আপনার ব্লগ স্পট সাইটে পারসেন্টটেজ ভ্যালু স্ক্রল গেজেট চালু করবেন। এই পদ্ধতি দেখানোর পূর্বে একটু সংক্ষেপে আলোকপাত করি।
প্রথমে লগ-ইন করে ব্লগার ডেসবোর্ডে যান।তারপর Go to Template >> Edit HTML and search for the ></b:skin> tag. তারপর নিচের কোডটুকু > </b:skin> এই কোর্ডের উপর পেস্ট করুন।
এবার </head> tag এর পরে নিচের কোডটি পেস্ট করুন।(Tip: Make sure you paste the code between the ending </head> and opening <body> head tag.
<div id='scroll'></div>
সবশেষে </body> লেখাটি খুঁজে বের করুন।এবং নিচের কোডটি এর উপর পেস্ট করুন।
ব্যাস কাজ শেষ! এবার টিউটোরিয়াল অনুযায়ী নিজের কাজের মান পরীক্ষা করুন। তথাপি কোন সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন।
বিশেষ প্রয়োজনে আমাকে অনুসরন করতে পারেন
বাংলা ব্লগ | ফেসবুক | টুইটার |
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...