ব্লগিং ও ব্লগারের A-Z [পর্ব-০৬] :: খুব সহজেই ব্লগার সাইটে যোগ করে নিন ফেসবুক ও টুইটার ফলো উইগেট

ব্লগিং ও ব্লগারের A-Z

السلام عليكم আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। এবং আমার প্রকাশিত ১১৬তম টিউনে স্বাগতম।  ব্লগার স্কুল/টিউটোরিয়ালের ধারাবাহিক পর্ব হিসাবে আজ আপনাদের শিখাব কিভাবে আপনার ব্লগ সাইটে ফেসবুক ও টুইটার ফলো উইগেট যোগ করবেন যেমনটি আমার সাইটে করেছি।

  • কাজটি করার পূর্বে ডেমো দেখে নিন এখানে

উক্ত উইগেটের সুবিধাবলী

উক্ত উইগেট থাকলে আপনার ব্লগ আরো সুন্দর দেখাবে। তথাপি উক্ত উইগেটের মাধ্যমে জানতে পারবেন আপনাকে কতজন লাইক করছে, রিভিউ দিচ্ছে, স্ট্যাট্যাস করছে ইত্যাদি। তাহলে কথার কলেবর বৃদ্ধি না করে চলুন শিখে দিই কিভাবে এটি যোগ করবেন।

কিভাবে কাজটি করবেন?

১। ব্লগার লগইন করে Layout এ-যান > Add a gadget অপশনে ক্লিক >  HTML/Javascript উইগেট নিন > এবং সেখানে নিচের কোড গুলো যোগ করুন ডাউনলোড লিংক হতে।
ফেসবুক কোড এখানে

নির্দেশনাঃ

কোডগুলো এখানে সরাসরি দিতে চাচ্ছিলাম। কিন্তু মনে হচ্ছে টিটিতে ফায়ালওয়াল স্পাম পদ্ধতি চালু আছে বিধায় কোডগুলো শো করাতে পারছিনা। সুতরাং কোডগুলো আপলোড করতে হচ্ছে নোটপ্যাডে। সুতরাং এর পরবর্তী টিউটোরিয়ালে আপনার কোডগুলো ডাউনলোড করে নিবেন কিংবা আমার ব্লগে থেকে সংগৃহ করবেন। যাইহোক লাল চিহিৃত BD.Tutorial.Gift  এর স্থানে আপনার ফেসবুক পেইজ/আইডি দিবেন। অবশ্য এই কাজটি ফেসবুক অ্যাপসের মাধ্যমে করা যায়। তবে যারা নতুন ইউজার তাদের কাছে জটিল মনে হবে, গুলিয়ে ফেলবে। তবে পরবর্তী সময়ে উক্ত পদ্ধতি দেখাব।

 টুইটার উইগেট যোগ করার পদ্ধতি

প্রথমে আপনার টুইটার একাউন্টে লগইন করুন Widget অপশনে যান > Create new অপশনে ক্লিক করুন > সবকিছু সেটিং ঠিক করে Create Widget ক্লিক > অতপর কোড পাবেন, সেটি কপি করে নতুনভাবে HTML/Javascript উইগেট নিয়ে সেখানে পেষ্ট করুন।

সর্বশেষ

পরিশেষে কোন সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী টিউনে দেখা হবে! সবাই সুস্থ থাকুন!

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস