ব্লগিং ও ব্লগারের A-Z [পর্ব-০৫] :: খুব সহজেই ব্লগার সাইটে যোগ করে নিন নিউজ টিকার উইগেট এবং সাইটকে করুন অসাধারন লুক ইন্টারফেস

ব্লগিং ও ব্লগারের A-Z

السلام عليكم আসসালামু আলাইকুম
সুপ্রিয় টিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। এবং আমার প্রকাশিত ১১৪তম টিউনে স্বাগতম।
 
আজকের টিউনে আলোচনা করব ব্লগার সাইটের একটি উইগেট বিষয় নিয়ে। সেটি হচ্ছে ব্লগার নিউজ টিকার। হ্যা নিউজ টিকার হল আপনার ব্লগ সাইটের সাম্প্রতিক টিউন আপডেট যাহা শিরোনাম হিসাবে স্ক্রল ভাবে শো হতে থাকবে। আপনারা হয়ত বিভিন্ন টিভি চ্যানেলের পর্দাতে দেখেছেন বিভিন্ন সংবাদ শিরোনাম স্কলভাবে শো হতে। হ্যা এটাই হল নিউজ টিকার।
যাইহোক আপনি ইচ্ছা করলে আপনার ব্লগার সাইটে এটি যোগ করে অসাধারন ইন্টারফেস লুক করতে পারবেন। টিটিতে অবশ্য এই বিষয় নিয়ে প্রায় ৮/১০ টি টিউন রয়েছে। বাট সেখানকার কোড গুলো অনেক বড়/অপ্রয়োজনীয় হয়ে যায় যা আপনার ব্লগ সাইট ওপেন হতে বিলম্ব করতে পারে।
আজ আমি যে কোডটি দিব তা অনেক ছোট এবং আপনার সাইটকে স্লো করবে না। আমি নিজেও ব্যবহার করছি। কাজটি শুরু করার পূর্বে ডেমো দেখে নিন তা হলে বুঝতে সুবিধা হবে।

কিভাবে কাজটি করব?

প্রথমে আপনার ব্লগস্পট সাইটে লগইন করে টেমপ্লেট এডিট অংশে প্রবেশ করুন> Ctrl + F প্রেস করে সার্চ করুন <div id='content-wrapper'> কোডটি খুজে পাইলে নিচের  Download Link হইতে কোডগুলো সংগ্রহ করে  ঠিক এর উপরে পেষ্ট করুন > পরিশেষে টেমপ্লেট সেইভ করে কাজের মান যাচাই করুন।

কিছু পরিবর্তীত বিষয়

 ১। var blog_url - এখানে http://bdtutorialgift.blogspot.com এর পরিবর্তে আপনার সাইটের ঠিকানা দিন।
২। var latest_post - কতটি টিউন শো করতে চান তার সংখ্যা দিতে হবে যেমনঃ ১০
৩। var scrolling_speed - স্পীড শোক করতে সংখ্যা পরিবর্তন করতে পারেন। কিংবা এখানে যেমন আছে তেমনটিই রাখুন।
৪। var close_button -যদি বাটনটি ক্লোজ করতে চান তার চিহৃ দেখাতে।
৫। var info_text - যে শিরোনাম দিতে চান তা উল্লেখ করতে হবে যেমনঃ আপডেট নিউজ

সর্বশেষ

😆 😛 আশা করি, টিউটোরিয়ালটি অনুসরন করে এবার নিজেই উপরোক্ত কাজটি করতে পারবেন। তথাপি উইগেট সম্পর্কে কোন অভিমত কিংবা রিভিউ থাকলে টিউমেন্ট করার প্রত্যাশা ব্যক্ত করছি। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকু।-আল্লাহ হাফেয-

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ব্লগের থীমটার ডাউনলোড লিংক দিতে পারবেন। আপনার থীমটা থুব সুন্দর,প্লিজ ডাউনলোড লিংক দেন।

vai theme tar download link diyen plz