সুপ্রিয় টেকটিউন পাঠক, আশা করি আপনার সবাই ভালোই আছেন। আপনাদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ আমার বিষয়টি শেয়ার করতে চাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপুর্ন ব্যাপার শেয়ার করতে চাচ্ছি।
বিষয়টি ফ্রীল্যান্সার ভাইরা খুব ভালভাবে বুঝবেন বলে আশা করছি।
আমি অনেক কষ্ট করে একজনের কাছে থেকে একটি পাইওনিয়ার মাস্টার কার্ড সংগ্রহ করেছি। কারন আমি আপওয়ার্কে একটি জব টিউন করেছিলাম কিছুদিন আগে। এখন সেই কাজটা আমি একজনকে ফ্রিল্যান্সারকে দিতে চাচ্ছি। আর এই দেয়ার জন্য আমি এই কার্ডটি সংগ্রহ করেছিলাম। এখন আমার কথা হচ্ছে পাইওনিয়ার মাস্টার কার্ড দিয়ে কি আপওয়ার্কের ফ্রিল্যান্সারদের পেমেন্ট দেয়া যায়? আর যদি দেয়া যায় তাহলে তারা আমাকে কেন বলতেছে কেন "Sorry, UpWork does not accept prepaid card or gift card."। কিন্তু এর আগে আমি তো জানতাম মাস্টার কার্ড আসলে নগদ ক্যাশের বিকল্প। কিন্তু এখন এই ফ্রিল্যান্সারকে কিভাবে টাকা পে করবো সে বিষয়ে আমি একটু ফ্রিল্যান্সার ভাইয়াদের কাছে জানতে চাই। কেউ স্বেচ্ছায় আমাকে ফোন করে, বা ই-মেইলে বা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করলে খুশি হবো।
আর তাছাড়া অন্য কোনো মেথড আছে কিনা সে ব্যাপারে যদি কেউ জেনে থাকেন তাহলেও বলবেন।
তাছাড়া আমি একটি হোস্টিং কোম্পানির কাছ থেকে হোস্টিং কেনার সময় কার্ডটি উল্লেখ করেছিলাম। কিন্তু তারাও সেটা
অ্যাপ্রভ করলোনা।
এখানে একটা বিষয় বলে রাখি। আমার কার্ডে কোনো টাকা নেই। আমি কার্ডে টাকা লোড করতে চাই। কিন্তু কিভাবে কার্ডে টাকা লোড করে সেটা জানা নেই। এখন কার্ডে যথেষ্ট পরিমান টাকা লোড করলে কি কার্ডটা upwork,bluehost approve করবে। কেউ জানলে দয়া করে জানাবেন।
আমার মোবাইল নাম্বারঃ ০১৭৫৮০২৪৪৪৩
e-mail: [email protected]
আমি জাবির আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ora master card grohon korbe kina ta bolte parina sudu ei tuku valo bolte pari ta holo payonneer card e 1st 30 doller load na korle active hoyna. apnar card e age kokhono balance silo kina dakhen jody na thake,totaly new hoy tobe 30 doller balance korle card active hobe then site e card number pabe, er age pabena